কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪ অনুযায়ী, দেশের মোট আবাদী জমির পরিমাণ কত?
A
৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর
B
৮৩ লক্ষ ৫৮ হাজার একর
C
১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর
D
১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর
উত্তরের বিবরণ
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ অনুযায়ী --
-
মোট আবাদযোগ্য জমি - ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।
-
মোট আবাদী জমি - ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর।
-
আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ - ৮৩ লক্ষ ৫৮ হাজার একর।
-
বনাঞ্চল - ৬৩ লক্ষ ৬৩ হাজার একর।
তার মধ্যে---
-
এক ফসলি জমি - ৫০ লক্ষ ৪৯ হাজার একর।
-
দুই ফসলি জমি - ১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর।
-
তিন ফসলি জমি - ৪৫ লক্ষ ৯৩ হাজার একর।
-
চার ফসলি জমি - ৪৭ হাজার একর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ (বিবিএস)
0
Updated: 1 month ago
ধান চাষের জন্য আদর্শ তাপমাত্রা কত?
Created: 1 month ago
A
১০° থেকে ২০°
B
১৬° থেকে ৩০°
C
১৬° থেকে ২০°
D
১০° থেকে ১৫°
ধান (Rice) হলো বাংলাদেশের প্রধান খাদ্যশস্য।
তথ্যগুলো হলো:
-
প্রধান তিন ধরনের ধান: আউশ, আমন, বোরো।
-
প্রধান চাষের অঞ্চল: রংপুর, কুমিল্লা, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, নোয়াখালী, ঢাকা।
ধান চাষের নিয়ামক:
-
তাপমাত্রা: ধান চাষের জন্য ১৬° থেকে ৩০° সেলসিয়াস প্রয়োজন।
-
বৃষ্টিপাত: ধানের ভালো ফলনের জন্য প্রয়োজন ১০০ থেকে ২০০ সেন্টিমিটার বৃষ্টি।
-
সেচ: শুকনো মৌসুমে ধান চাষে সেচ ব্যবহৃত হয়।
-
মৃত্তিকা: নদী অববাহিকার পলিমাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী।
অর্থাৎ, ধানের উৎপাদন মূলত প্রাকৃতিক পরিবেশ, সেচ ব্যবস্থা এবং মৃত্তিকার প্রকারভেদের উপর নির্ভর করে।
0
Updated: 1 month ago
২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ে বাংলাদেশের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার?
Created: 1 month ago
A
৪৫,০০০.৫০ মিলিয়ন মার্কিন ডলার
B
৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
C
৫০,৫০০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার
D
৪৬,৭৫০.৮০ মিলিয়ন মার্কিন ডলার
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রম
-
বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের রপ্তানি আয়: ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার
-
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা: ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
-
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের অর্জিত রপ্তানি আয়: ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
-
বিগত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের তুলনায় ৮.৫৮% বৃদ্ধি
-
নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৯৬.৫৭% অর্জিত
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো
0
Updated: 1 month ago
বাংলাদেশে বীজের মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
Created: 1 month ago
A
SCA
B
AIS
C
BRRI
D
BADC
বীজ প্রত্যয়ন এজেন্সি (Seed Certification Agency, SCA) হলো বাংলাদেশে বীজের মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়নকারী কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এটি নিয়ন্ত্রিত ফসলের বীজ পরীক্ষা ও প্রত্যয়ন করে।
-
পূর্ণরূপ: Seed Certification Agency (বীজ প্রত্যয়ন এজেন্সী)
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
উদ্দেশ্য: বীজের মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়ন
-
মূল কার্যক্রম:
-
সরকার ও বেসরকারি খাতে উৎপাদিত নোটিফাইড ফসলের (যেমন ধান, গম, পাট, আলু) বীজ মাঠ পরিদর্শন, পরীক্ষা ও ট্যাগ ইস্যু মাধ্যমে মান নিশ্চিত করা
-
বেসরকারি প্রতিষ্ঠান ও চাষীদের উৎপাদিত বীজের পরীক্ষা
-
আমদানিকৃত বীজ পরীক্ষা করা
-
ভ্যারাইটি অবমুক্তকরণ ও নিবন্ধন
-
বীজের মান পরীক্ষা এবং ট্যাগ প্রদান
-
-
আইনি ভিত্তি: জাতীয় বীজ নীতি-১৯৯৩, বীজ আইন-২০১৮ এবং বীজ বিধিমালা-২০২০
0
Updated: 1 month ago