অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?

A

জারণ

B

বিজারণ

C

প্রশমন

D

পানিযোজন

উত্তরের বিবরণ

img

তড়িৎদ্বার (Electrical Terminal)

একটি তড়িৎ রাসায়নিক কোষ বা ব্যাটারিতে তড়িৎদ্বার হলো দুটি ধাতব বা গ্রাফাইটের পরিবাহী যন্ত্রাংশ, যা কোষের ইলেকট্রনকে প্রবেশ এবং নির্গমন করার পথ দেয়। অর্থাৎ, এক তড়িৎদ্বার ইলেকট্রনকে কোষে প্রবেশ করায় এবং অন্যটি ইলেকট্রন বের করে নেয়।
তড়িৎদ্বার কোষের ইলেকট্রনিক পরিবাহী ও ইলেকট্রোলাইটকে সংযুক্ত করে এবং কোষের বর্তনী পূর্ণ করে। একটি তড়িৎ রাসায়নিক কোষে দুইটি তড়িৎদ্বারের প্রয়োজন হয়:
১। অ্যানোড তড়িৎদ্বার
২। ক্যাথোড তড়িৎদ্বার

অ্যানোড তড়িৎদ্বার (Anode Terminal):

  • অ্যানোড হলো সেই তড়িৎদ্বার যা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে।

  • এর মাধ্যমে ইলেকট্রন দ্রবণে থেকে বের হয়ে যায়।

  • অ্যানোডে জারণ (Oxidation) ঘটে, অর্থাৎ অ্যানায়নগুলো ইলেকট্রন ত্যাগ করে আধান মুক্ত হয়।

ক্যাথোড তড়িৎদ্বার (Cathode Terminal):

  • ক্যাথোড হলো সেই তড়িৎদ্বার যা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে।

  • এর মাধ্যমে ইলেকট্রন ব্যাটারি থেকে দ্রবণে প্রবেশ করে।

  • ক্যাথোডে বিজারণ (Reduction) ঘটে, অর্থাৎ ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে আধান মুক্ত হয়।

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-

Created: 2 months ago

A

যুক্ত অবস্থার চাইতে কম 

B

যুক্ত অবস্থার চাইতে অধিক 

C

যুক্ত অবস্থার সমান 

D

কোনোটিই সঠিক নয়

Unfavorite

0

Updated: 2 months ago

কাজ ও বলের একক যথাক্রমে- 

Created: 2 months ago

A

নিউটন ও মিটার 

B

জুল ও ডাইন 

C

ওয়াট ও পাউন্ড 

D

প্যাসকেল ও কিলোগ্রাম

Unfavorite

0

Updated: 2 months ago

খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে -

Created: 1 month ago

A

অক্সিজেন

B

কার্বন ডাই-অক্সাইড

C

নাইট্রোজেন

D

জলীয় বাষ্প

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD