A
16.36
B
160
C
280
D
806.67
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি বাল্বে '60W-220V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
সমাধান:
এখানে,
বিভব পার্থক্য, V = 220V
ক্ষমতা, P = 60 W
রােধ, R = ?
আমরা জানি,
P = V2/R
বা, R = V2/P
বা, R = (220×220)/60
∴ R = 806.67 ওহম।

0
Updated: 1 day ago
কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
Created: 1 day ago
A
ঘনীভবন
B
বাষ্পীভবন
C
গলনাংক
D
স্ফুটনাংক
কঠিন পদার্থ এবং গলনাঙ্কের মাধ্যমে বিশুদ্ধতা নির্ণয়
-
একটি কঠিন পদার্থের বিশুদ্ধতা তার গলনাঙ্ক দেখে বোঝা যায়।
-
যে তাপমাত্রায় পদার্থটি গলতে শুরু করে, সেই তাপমাত্রাকেই গলনাঙ্ক বলা হয়।
-
যদি কঠিনের মধ্যে কোনো অপদ্রব্য বা মিশ্রণ থাকে, তবে পদার্থটি তার স্বাভাবিক গলনাঙ্কে গলবে না; গলনাঙ্ক কমে যাবে এবং গলতে সময় লাগবে।
তরল পদার্থ এবং স্ফুটনাঙ্কের মাধ্যমে বিশুদ্ধতা নির্ণয়
-
কোনো তরল পদার্থ বিশুদ্ধ কি না তা নির্ণয় করা যায় তার স্ফুটনাঙ্ক পরীক্ষা করে।
-
বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট থাকে, আর মিশ্রণ থাকলে তা পরিবর্তিত হয়।
উৎস: রসায়ন পাঠ্যবই, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 day ago
বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
তামা
B
নাইক্রোম
C
স্টেনিয়াম
D
প্লাটিনাম
নাইক্রোম তার
-
নাইক্রোম হলো এক ধরনের তার, যেটা অনেক বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহার করা হয়, যেমন হিটার, ইস্ত্রি ইত্যাদি।
-
বৈদ্যুতিক হিটারের ভিতরে একটি গোল চাকতির মতো জিনিস থাকে, যা বিদ্যুৎ না চললে ঠান্ডা থাকে।
-
এই চাকতির ওপর নাইক্রোম তার পেঁচিয়ে রাখা হয়।
-
যখন বিদ্যুৎ চালানো হয়, তখন নাইক্রোম তার গরম হয়ে যায় এবং তাপ ছড়ায়।
-
ইস্ত্রির ভেতরেও এমন নাইক্রোম তার থাকে, যা নিচের লৌহের পাতাটিকে গরম করে তোলে।
-
এই তাপ বিদ্যুৎ প্রবাহের ওপর নির্ভর করে — যত বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তত বেশি গরম হয় ইস্ত্রি বা হিটার।
উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো
Created: 5 days ago
A
নাইট্রোজেন গ্যাস
B
মিথেন গ্যাস
C
হাইড্রোজেন গ্যাস
D
কার্বন মনোক্সাইড
প্রাকৃতিক গ্যাস
-
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (CH₄)।
-
সাধারণত প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলি হলো:
-
মিথেন: ৮০–৯০%
-
ইথেন: ১৩%
-
প্রোপেন: ৩%
-
-
প্রাকৃতিক গ্যাস মূলত কম সংখ্যক কার্বনযুক্ত হাইড্রোকার্বন (C₁–C₄) এর মিশ্রণ।
-
এছাড়াও এতে বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি উপাদানও থাকে।
-
বাংলাদেশে পাওয়া প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ প্রায় ৯৫–৯৯%।
সূত্র: রসায়ন বোর্ড, নবম–দশম শ্রেণি, বাংলাদেশ।

0
Updated: 5 days ago