ভাইরাসের কেন্দ্রে কোন পদার্থ থাকে যা বংশগতি নির্ধারণ করে? 

Edit edit

A

প্রোটিন

B

কার্বোহাইড্রেট

C

নিউক্লিক অ্যাসিড

D

অ্যামাইনো এসিড

উত্তরের বিবরণ

img

ভাইরাসের রাসায়নিক গঠন (Chemical Composition of Virus):

  • ভাইরাস মূলত দুটি রাসায়নিক উপাদান নিয়ে গঠিত: নিউক্লিক অ্যাসিড (Nucleic Acid) এবং প্রোটিন (Protein)

১. নিউক্লিক অ্যাসিড:

  • ভাইরাসের কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড, যা ভাইরাসের বংশগতির তথ্য ধারণ করে।

  • নিউক্লিক অ্যাসিড দুই প্রকার: DNA এবং RNA

  • ভাইরাসে একই সময়ে DNA ও RNA থাকে না, অর্থাৎ এক ভাইরাসে কেবল DNA অথবা RNA থাকে।

২. প্রোটিন আবরণ (Capsid):

  • নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকে প্রোটিন আবরণ, যা অসংখ্য প্রোটিন অণু দিয়ে গঠিত।

  • এই প্রোটিন অণুদের Capsomere বলা হয়।

  • Capsid এর কাজ: নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, ভাইরাসকে সংক্রমণ ঘটাতে সাহায্য করা এবং অ্যান্টিজেন হিসেবে কাজ করা।

৩. লিপিড বা লিপোপ্রোটিন আবরণ (Envelope):

  • কিছু ভাইরাসের (যেমন- ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, HIV) Capsid এর বাইরের দিকে একটি লিপিড, লিপোপ্রোটিন, শর্করা বা স্নেহজাত পদার্থের স্তর থাকে।

  • এই স্তরকে Peplomer বলা হয়।

  • লিপিড বা লিপোপ্রোটিনের আবরণযুক্ত ভাইরাসকে লিপোভাইরাস (Lipovirus) বলা হয়।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD