নবায়নযোগ্য জ্বালানীর উৎস-
A
তেল
B
গ্যাস
C
কয়লা
D
বায়োগ্যাস
উত্তরের বিবরণ
শক্তির উৎস
মানবজীবনে শক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। শক্তির উৎস মূলত দুই প্রকার:
নবায়নযোগ্য শক্তির উৎস
-
নবায়নযোগ্য শক্তি এমন এক ধরনের শক্তি যা স্বল্প সময়ের মধ্যে পুনঃউৎপাদন করা যায়। অর্থাৎ, এটি ব্যবহার করলেও শেষ হয়ে যায় না।
-
এই শক্তি পরিবেশ বান্ধব এবং ‘গ্রীন শক্তি’ নামে পরিচিত।
-
বর্তমানে পৃথিবীতে ব্যবহৃত মোট শক্তির প্রায় এক-পঞ্চম অংশই নবায়নযোগ্য শক্তি থেকে আসে।
-
উদাহরণ:
-
সৌর শক্তি (সূর্যের আলো থেকে শক্তি)
-
বায়ু শক্তি (বাতাসের গতিতে শক্তি)
-
জ্বালানি গ্যাস (বায়োগ্যাস)
-
সমুদ্র স্রোত ও জলবিদ্যুৎ শক্তি
-
ভূ-তাপীয় শক্তি
-
অনবায়নযোগ্য শক্তির উৎস
-
অনবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তি যা একবার ব্যবহার করার পর পুনরায় তৈরি করা যায় না।
-
প্রকৃতিতে এর পরিমাণ সীমিত এবং চাহিদার তুলনায় দেশের মজুদ কম।
-
এই শক্তি উৎপাদনে খরচ বেশি এবং অনেক ক্ষেত্রেই পরিবেশ বান্ধব নয়।
-
উদাহরণ:
-
কয়লা
-
প্রাকৃতিক গ্যাস
-
খনিজ তেল (পেট্রোলিয়াম)
-
নিউক্লিয় শক্তি
-
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
Created: 1 month ago
A
$
B
#
C
&
D
@
ইমেইল হলো ডিজিটাল মাধ্যমে বার্তা পাঠানোর একটি নির্ভরযোগ্য পদ্ধতি, যা একজন ব্যবহারকারীর কাছ থেকে অন্য একজন বা একাধিক প্রাপকের কাছে বার্তা বা তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। ইমেইলের ইতিহাস শুরু হয় ১৯৭১ সালে, যখন রেমন্ড স্যামুয়েল টমলিসন আরপানেটের মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন।
-
ই-মেইল ঠিকানা সর্বদা @ চিহ্ন অন্তর্ভুক্ত করতে হয়।
-
একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি এবং ডোমেইন নেম নিয়ে গঠিত। উদাহরণস্বরূপ, abc@def.com-এ @ এর পূর্বে থাকে ইউজার আইডি এবং @ এর পরে থাকে ডোমেইন নেম।
-
ইমেইল সার্ভারগুলো বার্তা প্রেরণ ও গ্রহণের জন্য POP, IMAP, এবং SMTP প্রোটোকল ব্যবহার করে।
-
ইমেইল ঠিকানায় ব্যবহৃত সংক্ষেপের অর্থ:
-
CC: Carbon Copy
-
BCC: Blind Carbon Copy
-
0
Updated: 1 month ago
তড়িৎ মুদ্রণ কী?
Created: 1 month ago
A
ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি
B
ফটোগ্রাফির প্রিন্টিং প্রযুক্তি
C
কাগজে হাতের লেখা মুদ্রণের পদ্ধতি
D
তড়িৎ প্রলেপের মাধ্যমে হরফ বা ব্লক তৈরি করার পদ্ধতি
তড়িৎ মুদ্রণ (Electrotyping)
-
সংজ্ঞা: তড়িৎ প্রলেপের একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হরফ, ব্লক মডেল ইত্যাদি তৈরিকে তড়িৎ মুদ্রণ বলে।
প্রক্রিয়া
-
প্রথমে লেখাটি সাধারণ টাইপ ব্যবহার করে মোমের উপর ছাপানো হয়।
-
এরপর মোমের ওপর সূক্ষ্ম গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়, যাতে এটি তড়িৎ পরিবাহী হয়।
-
এই মোমের ছাঁচকে কপার সালফেট দ্রবণে ক্যাথোড হিসেবে ডুবানো হয়।
-
একই দ্রবণে একটি তামার পাতকে অ্যানোড হিসেবে রাখা হয়।
-
দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে মোমের ছাঁচের ওপর তামার প্রলেপ জমতে থাকে।
-
প্রলেপ যথেষ্ট পুরু হলে ছাঁচ থেকে ছাড়িয়ে নেওয়া হয় এবং সেটি ছাপার কাজে ব্যবহার করা হয়।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি
0
Updated: 1 month ago
বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
Created: 2 months ago
A
তামা
B
নাইক্রোম
C
স্টেনিয়াম
D
প্লাটিনাম
নাইক্রোম তার
-
নাইক্রোম হলো এক ধরনের তার, যেটা অনেক বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহার করা হয়, যেমন হিটার, ইস্ত্রি ইত্যাদি।
-
বৈদ্যুতিক হিটারের ভিতরে একটি গোল চাকতির মতো জিনিস থাকে, যা বিদ্যুৎ না চললে ঠান্ডা থাকে।
-
এই চাকতির ওপর নাইক্রোম তার পেঁচিয়ে রাখা হয়।
-
যখন বিদ্যুৎ চালানো হয়, তখন নাইক্রোম তার গরম হয়ে যায় এবং তাপ ছড়ায়।
-
ইস্ত্রির ভেতরেও এমন নাইক্রোম তার থাকে, যা নিচের লৌহের পাতাটিকে গরম করে তোলে।
-
এই তাপ বিদ্যুৎ প্রবাহের ওপর নির্ভর করে — যত বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তত বেশি গরম হয় ইস্ত্রি বা হিটার।
উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago