নবায়নযোগ্য জ্বালানীর উৎস-
A
তেল
B
গ্যাস
C
কয়লা
D
বায়োগ্যাস
উত্তরের বিবরণ
শক্তির উৎস
মানবজীবনে শক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। শক্তির উৎস মূলত দুই প্রকার:
নবায়নযোগ্য শক্তির উৎস
-
নবায়নযোগ্য শক্তি এমন এক ধরনের শক্তি যা স্বল্প সময়ের মধ্যে পুনঃউৎপাদন করা যায়। অর্থাৎ, এটি ব্যবহার করলেও শেষ হয়ে যায় না।
-
এই শক্তি পরিবেশ বান্ধব এবং ‘গ্রীন শক্তি’ নামে পরিচিত।
-
বর্তমানে পৃথিবীতে ব্যবহৃত মোট শক্তির প্রায় এক-পঞ্চম অংশই নবায়নযোগ্য শক্তি থেকে আসে।
-
উদাহরণ:
-
সৌর শক্তি (সূর্যের আলো থেকে শক্তি)
-
বায়ু শক্তি (বাতাসের গতিতে শক্তি)
-
জ্বালানি গ্যাস (বায়োগ্যাস)
-
সমুদ্র স্রোত ও জলবিদ্যুৎ শক্তি
-
ভূ-তাপীয় শক্তি
-
অনবায়নযোগ্য শক্তির উৎস
-
অনবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তি যা একবার ব্যবহার করার পর পুনরায় তৈরি করা যায় না।
-
প্রকৃতিতে এর পরিমাণ সীমিত এবং চাহিদার তুলনায় দেশের মজুদ কম।
-
এই শক্তি উৎপাদনে খরচ বেশি এবং অনেক ক্ষেত্রেই পরিবেশ বান্ধব নয়।
-
উদাহরণ:
-
কয়লা
-
প্রাকৃতিক গ্যাস
-
খনিজ তেল (পেট্রোলিয়াম)
-
নিউক্লিয় শক্তি
-
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
Created: 2 months ago
A
২
B
৩
C
৪
D
৫
আবরণী টিস্যুর প্রকারভেদ
কোষের আকার, প্রাণীদেহে অবস্থান ও কাজের ধরন অনুযায়ী আবরণী টিস্যু (Epithelium tissue) মূলত তিন ভাগে বিভক্ত—
স্কোয়ামাস (আইশাকার) আবরণী টিস্যু
-
এই টিস্যুর কোষগুলো খুব পাতলা ও চ্যাপ্টা, দেখতে মাছের আঁশের মতো।
-
এদের নিউক্লিয়াস তুলনামূলক বড় হয়।
-
উদাহরণ: বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর।
কিউবয়ডাল (ঘনাকার) আবরণী টিস্যু
-
এই টিস্যুর কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রায় সমান হওয়ায় এগুলো ঘনক্ষেত্র বা কিউব আকৃতির দেখা যায়।
-
উদাহরণ: বৃক্কের সংগ্রাহক নালিকা।
কলামনার (স্তম্ভাকার) আবরণী টিস্যু
-
এই টিস্যুর কোষগুলো লম্বাটে ও সরু, স্তম্ভের মতো গঠনযুক্ত।
-
প্রধানত ক্ষরণ, রক্ষণ ও শোষণ কাজে যুক্ত থাকে।
-
উদাহরণ: প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষ।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
0
Updated: 2 months ago
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
Created: 3 months ago
A
১৫ ইঞ্চি (প্রায়)
B
১৭ ইঞ্চি (প্রায়)
C
১৮ ইঞ্চি (প্রায়)
D
২০ ইঞ্চি (প্রায়)
- সুষুম্না কান্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ।
- Spinal Cord বা স্নায়ু রজ্জু মস্তিষ্ক থেকে মেরুদন্ডের ভেতরে অবস্থিত।
- Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা।
- এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal Nerve) উৎপন্ন হয়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 3 months ago
আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
Created: 1 month ago
A
অসীম
B
শূন্য
C
অতি ক্ষুদ্র
D
অনেক বড়
একটি আদর্শ ভোল্টেজ উৎস এমন একটি তাত্ত্বিক ধারণা যেখানে উৎসের টার্মিনালের ভোল্টেজ সবসময় স্থির থাকে এবং লোড পরিবর্তনের কারণে তা কোনোভাবেই কমে বা বাড়ে না।
এটি কেবল তখনই সম্ভব যখন উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য ধরা হয়। অভ্যন্তরীণ রোধ থাকলে কারেন্ট প্রবাহের সময় ভোল্টেজ পতন ঘটত, যা আদর্শ ভোল্টেজ উৎসের মৌলিক বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক।
তথ্যগুলো সংক্ষেপে:
-
আদর্শ ভোল্টেজ উৎস: টার্মিনালের ভোল্টেজ লোডের পরিবর্তনের পরও অপরিবর্তিত থাকে।
-
অভ্যন্তরীণ রোধ শূন্য: r = 0 ধরা হয়, যাতে কোনো ভোল্টেজ ড্রপ না ঘটে।
-
যদি অভ্যন্তরীণ রোধ থাকত, তবে V = IR সূত্র অনুযায়ী ভোল্টেজ পতন ঘটত এবং টার্মিনাল ভোল্টেজ উৎস ভোল্টেজের সমান থাকত না।
-
আদর্শ ক্ষেত্রে Vterminal = Vsource, অর্থাৎ টার্মিনালের ভোল্টেজ সর্বদা উৎসের ভোল্টেজের সমান থাকে।
সুতরাং, একটি আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ সর্বদা শূন্য ধরা হয়।
0
Updated: 1 month ago