A
নবাব সিরাজউদ্দৌলা
B
নবাব মুর্শিদকুলি খাঁ
C
সুবাদার ইসলাম খান
D
নবাব শায়েস্তা খান
উত্তরের বিবরণ
নবাব মুর্শিদকুলি খান
মুর্শিদকুলি খান বাংলায় নবাবি শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের বিভিন্ন সুবা স্বায়ত্তশাসনের পথে এগোয়, বাংলাও এর ব্যতিক্রম ছিল না। বিশেষ করে মুর্শিদকুলি খানের শাসনামলে বাংলায় নবাবি যুগের সূচনা ঘটে।
সম্রাট আওরঙ্গজেব ১৭০০ খ্রিস্টাব্দে তাঁকে “কর তলব খান” উপাধি দিয়ে বাংলার দেওয়ান হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে মুর্শিদকুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৭১৭ সালে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। তিনি কোনো অতিরিক্ত কর আরোপ না করে কার্যকর রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করতে সক্ষম হন।
নবাব সিরাজউদ্দৌলা
নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। তাঁর শাসনামলের মধ্য দিয়েই বাংলায় নবাবি শাসনের অবসান ঘটে।
ইসলাম খান
ইসলাম খান ছিলেন বাংলার একজন গুরুত্বপূর্ণ মোগল সুবাদার। তাঁর প্রকৃত নাম ছিল শেখ আলাউদ্দীন চিশতি। তিনি দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় বাংলার সুবাদার পদে অধিষ্ঠিত ছিলেন এবং বাংলার প্রথম মোগল সুবাদার হিসেবে বিবেচিত হন।
শায়েস্তা খান
শায়েস্তা খান একজন বিখ্যাত মোগল সুবাদার, যিনি ইরানি বংশোদ্ভূত ছিলেন। তাঁর প্রকৃত নাম ছিল আবু তালিব। মোগল সম্রাট জাহাঙ্গীর তাঁকে 'শায়েস্তা খান' উপাধি দেন। শায়েস্তা খান সম্রাট আওরঙ্গজেবের মামা ছিলেন এবং তাঁর শাসনামলে বাংলা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ হয়।
উৎস:
i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ii) বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago