AC কে DC করার যন্ত্র-
A
রেকটিফায়ার
B
অ্যামপ্লিফায়ার
C
ট্রানজিস্টর
D
ডায়োড
উত্তরের বিবরণ
রেকটিফায়ার (Rectifier)
-
যে প্রক্রিয়ায় পরিবর্তনশীল ধারা (AC) সরলধারায় (DC) রূপান্তরিত হয়, তাকে একমুখীকরণ বা রেকটিফিকেশন বলে।
-
এই কাজটি সম্পাদনের জন্য যে যন্ত্র বা উপাদান ব্যবহার করা হয় তাকে একমুখীকারক বা রেকটিফায়ার বলা হয়।
-
মূলত, ডায়োড রেকটিফায়ারের কাজ করে।
-
রেকটিফায়ার AC প্রবাহকে DC প্রবাহে রূপান্তরিত করে।
-
রেকটিফায়ারের প্রধান দুই প্রকার আছে:
-
অর্ধ-তরঙ্গ রেকটিফায়ার (Half-wave rectifier)
-
পূর্ণ-তরঙ্গ রেকটিফায়ার (Full-wave rectifier)
-
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, শাহজাহান তপন
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
Created: 2 months ago
A
CaCO3
B
NaHCO3
C
NH4HCO3
D
(NH4)2CO3
আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করি। নিচে কিছু পরিচিত পদার্থ এবং তাদের রাসায়নিক সংকেত উল্লেখ করা হলো:
-
মিল্ক অফ লাইম (চুনাজল) – রাসায়নিক সংকেত: Ca(OH)₂
-
বেকিং সোডা / বেকিং পাউডার – রাসায়নিক সংকেত: NaHCO₃
-
চুনাপাথর – রাসায়নিক সংকেত: CaCO₃
-
ভিনেগার (সিরকা) – রাসায়নিক সংকেত: CH₃COOH
-
চুন (Quicklime) – রাসায়নিক সংকেত: CaO
অন্য সাধারণ রাসায়নিক পদার্থের সংকেত:
-
তুঁত (Blue Vitriol / Copper sulfate pentahydrate) – রাসায়নিক সংকেত: CuSO₄·5H₂O
-
ক্যালামিন – রাসায়নিক সংকেত: ZnCO₃
-
ফিটকিরি (Potash alum) – রাসায়নিক সংকেত: K₂SO₄·Al₂(SO₄)₃·24H₂O
-
গ্লুবার লবণ (Glauber’s salt) – রাসায়নিক সংকেত: Na₂SO₄·10H₂O
-
কাপড় কাচার সোডা (Washing soda) – রাসায়নিক সংকেত: Na₂CO₃·10H₂O
-
ক্লোরোফর্ম – রাসায়নিক সংকেত: CHCl₃
-
ব্লিচিং পাউডার – রাসায়নিক সংকেত: Ca(OCl)Cl
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
Created: 2 months ago
A
ক্যাপাসিটর হিসেবে
B
ট্রান্সফরমার হিসেবে
C
রেজিস্টর হিসেবে
D
রেক্টিফায়ার হিসেবে
ডায়োড হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র, যা বিদ্যুতের প্রবাহকে একদিকে যেতে দেয়, কিন্তু উল্টো দিকে যেতে দেয় না।
এটি নানা কাজে ব্যবহৃত হয়।
সাধারণ ডায়োড ছাড়াও Light Emitting Diode (LED) নামে ছোট ছোট রঙিন আলোও আছে।
ডায়োড তৈরি হয় যখন একটি p-টাইপ অর্ধপরিবাহী এবং একটি n-টাইপ অর্ধপরিবাহী একসাথে যুক্ত হয়। একে বলা হয় p-n জাংশন ডায়োড।
ডায়োড মূলত রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। রেকটিফায়ারের কাজ হলো AC (অলটারনেটিং কারেন্ট) কে DC (ডাইরেক্ট কারেন্ট) এ পরিবর্তন করা।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
Created: 2 months ago
A
এ রোগ মানবদেহের কিডনী নষ্ট করে।
B
চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
C
এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়।
D
ইনসুলিনের অভাবে এ রোগ হয়।
ডায়াবেটিস (বহুমূত্র রোগ)
ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ, যা সাধারণত ইনসুলিন হরমোনের অভাবে হয়। ইনসুলিন অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে নিঃসৃত হয়। এই হরমোনের কাজ হলো রক্তে গ্লুকোজের (চিনির) পরিমাণ নিয়ন্ত্রণ করা।
যদি শরীর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন না তৈরি করে, অথবা তৈরি হওয়া ইনসুলিন ঠিকভাবে কাজ না করে, তাহলে রক্তে গ্লুকোজ জমে যায়। এর ফলে ডায়াবেটিস হয়।
চিনি খাওয়া সরাসরি ডায়াবেটিসের কারণ নয়, তবে ডায়াবেটিস হলে চিনি জাতীয় খাবার খাওয়া নিয়ন্ত্রণে রাখতে হয়।
ডায়াবেটিসের কারণে হৃদপিণ্ড, কিডনি, চোখসহ শরীরের নানা অঙ্গের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয়। এই রোগে ইনসুলিন ইনজেকশন বা ওষুধ ব্যবহারের মাধ্যমে চিকিৎসা করা হয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago