A
মিথেন
B
নাইট্রোজেন
C
কার্বন ডাই-অক্সাইড
D
ওজোন
উত্তরের বিবরণ
গ্রিন হাউজ প্রভাব (Greenhouse Effect):
-
সংজ্ঞা: ওজোন স্তরে ক্ষয় বা অতিরিক্ত গ্রীন হাউজ গ্যাসের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে কৃষি ও পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ে, তাকে গ্রিন হাউজ প্রভাব বলা হয়।
-
পরিণতি:
-
বায়ুমণ্ডল উত্তপ্ত হয়।
-
মেরু অঞ্চলের বরফ ক্রমশ গলে যায়।
-
নিম্নভূমি দেশসমূহ, যেমন বাংলাদেশ, ধীরে ধীরে নিমজ্জিত হতে পারে।
-
গ্রিন হাউজ গ্যাস (Greenhouse Gases):
-
গ্রিন হাউজ প্রভাব সৃষ্টি করে এমন গ্যাসগুলোকে গ্রিন হাউজ গ্যাস বলা হয়।
-
মূল গ্যাসগুলো:
-
জলীয় বাষ্প (H₂O)
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFCs)
-
-
পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস:
-
কার্বন ডাই সালফাইড (CS₂)
-
কার্বনিল সালফাইড (COS)
-
গ্রিন হাউজ গ্যাস নয়:
-
নাইট্রোজেন (N₂):
-
বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি উপস্থিত গ্যাস।
-
এটি তাপ শোষণ বা বিকিরণ করে না, তাই গ্রিন হাউজ প্রভাব সৃষ্টি করে না।
-
উৎস: বাংলাপিডিয়া; ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago
নিচের কোন উপাদানের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হতে পারে?
Created: 7 hours ago
A
লৌহ
B
ম্যাঙ্গানিজ
C
দস্তা
D
উপরোক্ত সবগুলোই
সাধারণ বিজ্ঞান
জৈব রসায়ন
নাইট্রোজেন (N)
প্রাথমিক তথ্য
বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা
No subjects available.
নাইট্রোজেন (N)
-
উদ্ভিদের জন্য নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ক্লোরোফিল উৎপাদনে সরাসরি ভূমিকা রাখে।
-
নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল তৈরি বাধাগ্রস্ত হয়। ফলে পাতার সবুজ রং ফিকে হয়ে ধীরে ধীরে হলুদে পরিণত হয়।
-
ক্লোরোফিলের অনুপস্থিতিতে অন্যান্য বর্ণকণার সম্মিলিত রঙ পাতায় দেখা দেয়, যা মূলত হলুদ।
-
পাতার এই হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস (Chlorosis) বলা হয়।
-
শুধু নাইট্রোজেনের অভাব নয়, লৌহ (Fe), ম্যাঙ্গানিজ (Mn), দস্তা (Zn) এর ঘাটতিতেও ক্লোরোসিস হতে পারে, কারণ এ উপাদানগুলোও ক্লোরোফিল তৈরির সাথে সম্পর্কিত।
-
ক্লোরোসিস হলে কোষের বৃদ্ধি ও বিভাজন হ্রাস পায়, ফলে উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি কমে যায়।
উৎস: জীববিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 7 hours ago