পৃথিবীর মোট জলরাশির শতকরা কত ভাগ সমুদ্রে রয়েছে? 

Edit edit

A

৮৭ ভাগ 

B

৯৭ ভাগ 

C

৯৩ ভাগ 

D

৯১ ভাগ 

উত্তরের বিবরণ

img

বারিমণ্ডল (Hydrosphere):

  • সংজ্ঞা: পৃথিবীর সব স্থানে উপস্থিত পানি এবং জলরাশিকে বারিমণ্ডল বা Hydrosphere বলা হয়।

    • Hydro = পানি, sphere = মণ্ডল।

  • উপস্থিতি:

    • বায়ুমণ্ডলে পানি থাকে জলীয় বাষ্প হিসেবে।

    • ভূ-পৃষ্ঠে পানি থাকে তরল ও কঠিন অবস্থায় (নদী, হ্রদ, হিমবাহ)।

    • ভূ-গর্ভে থাকে ভূ-গর্ভস্থ জল।

  • জলরাশির বণ্টন:

    • পৃথিবীর মোট জলরাশির ৯৭% সমুদ্রে, ৩% নদী, হিমবাহ, ভূ-গর্ভস্থ পানি, হ্রদ, মৃত্তিকা জীবমণ্ডল ও বায়ুমণ্ডলে।

    • সমুদ্র, সাগর, উপসাগর লবনাক্ত; নদী, হ্রদ, ভূ-গর্ভের পানি, বৃষ্টি ও ঝর্ণার পানি মিঠা।

বারিমণ্ডলের ভাগ:

১. মহাসাগর (Ocean):

  • উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশি।

  • পৃথিবীতে পাঁচটি মহাসাগর: প্রশান্ত, আটলান্টিক, ভারত, উত্তর, দক্ষিণ।

২. সাগর (Sea):

  • মহাদেশের উপকূলভাগে মহাসাগরের প্রান্তে অবস্থিত এবং আংশিকভাবে বিচ্ছিন্ন।

  • উদাহরণ: জাপান সাগর, ক্যারিবিয়ান সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর।

৩. উপসাগর (Bay):

  • একদিকে জল এবং বাকি তিনদিকে স্থল দ্বারা ঘেরা জলরাশি।

  • উদাহরণ: মেক্সিকো উপসাগর, পারস্য উপসাগর, বঙ্গোপসাগর।

৪. হ্রদ (Lake):

  • চারদিকে স্থল দ্বারা বেষ্টিত বিস্তীর্ণ প্রাকৃতিক জলরাশি।

  • উদাহরণ: বৈকাল হ্রদ (রাশিয়া), ভিক্টোরিয়া হ্রদ (আফ্রিকা), সুপিরিয়র হ্রদ (যুক্তরাষ্ট্র ও কানাডা)।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD