A
সরল ফল
B
নীরস ফল
C
গুচ্ছ ফল
D
যৌগিক ফল
উত্তরের বিবরণ
ফলের শ্রেণিবিন্যাস:
ফলকে প্রধানত প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল বলা হয়। এগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়:
১) সরল ফল (Simple fruit):
-
ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে সরল ফল বলে।
-
সরল ফল রসাল বা শুষ্ক হতে পারে।
ধরণসমূহ:
ক) রসাল ফল (Fleshy fruit):
-
ফলত্বক পুরু ও রসাল, পাকলে ফলত্বক ফেটে না।
-
উদাহরণ: আম, জাম, কলা
খ) নীরস ফল (Dry fruit):
-
ফলত্বক পাতলা, পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায়।
-
উদাহরণ: শিম, ঢেঁড়স, সরিষা
২) গুচ্ছ ফল (Aggregate fruit):
-
একটি ফুলে অনেকগুলো গর্ভাশয় থাকে। প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে বোঁটার উপর গুচ্ছাকারে থাকে।
-
উদাহরণ: চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা
৩) যৌগিক ফল (Multiple fruit):
-
একটি মঞ্জরির সম্পূর্ণ অংশ যখন একটি একক ফলে পরিণত হয়।
-
উদাহরণ: আনারস, কাঁঠাল
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

0
Updated: 1 day ago