A
নক্ষত্র
B
গ্যালাক্সি
C
ধূমকেতু
D
পৃথিবীর বায়ুমণ্ডল
উত্তরের বিবরণ
মহাকাশ (Space):
-
আকাশের দিকে তাকালে দূর দূরান্তের অনেক বস্তু দেখা যায়।
-
দিনের আকাশে সূর্য, আর রাতের আকাশে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি চোখে পড়ে।
-
দুরবীক্ষণ ব্যবহার করলে আরও অনেক কিছু দেখা যায়। যেমন, বৃহস্পতি গ্রহ তার উপগ্রহসহ জ্বলজ্বল করতে থাকে।
-
গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি স্থান থাকে, তাকে মহাকাশ বা মহাশূন্য বলা হয়।
-
মহাকাশের দিকে তাকালে যেসব বস্তু দেখা যায়, তা হলো পদার্থ।
মহাকাশের শুরু:
-
পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর সাথেই ঘুরছে, তাই এটিকে মহাকাশের অংশ হিসেবে গণনা করা হয় না; একে পৃথিবীর অংশ হিসেবে ধরা হয়।
-
পৃথিবী থেকে যত দূরে যায়, বায়ুমণ্ডল তত হালকা হয় এবং প্রায় ১৬০ কিলোমিটারের পর বায়ুমণ্ডল থাকে না।
-
অধিকাংশ বিজ্ঞানীর মতে, পৃথিবী থেকে ১৬০ কিলোমিটার উচ্চতা থেকে বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু।
-
প্রাথমিকভাবে মানুষ ভাবত, যত দূর চোখ যায়, মহাকাশ তত বিস্তৃত এবং বক্রাকৃতির।
-
পরে দুরবীক্ষণ আবিষ্কারের মাধ্যমে মানুষ তার দৃষ্টিসীমার বাইরের অনেক গ্রহ, নক্ষত্র, ধূমকেতু ও গ্যালাক্সি দেখতে পায়।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

0
Updated: 1 day ago