'আনারস' কোন ধরনের ফল?
A
সরল ফল
B
নীরস ফল
C
গুচ্ছ ফল
D
যৌগিক ফল
উত্তরের বিবরণ
ফলের শ্রেণিবিন্যাস:
ফলকে প্রধানত প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল বলা হয়। এগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়:
১) সরল ফল (Simple fruit):
-
ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে সরল ফল বলে।
-
সরল ফল রসাল বা শুষ্ক হতে পারে।
ধরণসমূহ:
ক) রসাল ফল (Fleshy fruit):
-
ফলত্বক পুরু ও রসাল, পাকলে ফলত্বক ফেটে না।
-
উদাহরণ: আম, জাম, কলা
খ) নীরস ফল (Dry fruit):
-
ফলত্বক পাতলা, পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায়।
-
উদাহরণ: শিম, ঢেঁড়স, সরিষা
২) গুচ্ছ ফল (Aggregate fruit):
-
একটি ফুলে অনেকগুলো গর্ভাশয় থাকে। প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে বোঁটার উপর গুচ্ছাকারে থাকে।
-
উদাহরণ: চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা
৩) যৌগিক ফল (Multiple fruit):
-
একটি মঞ্জরির সম্পূর্ণ অংশ যখন একটি একক ফলে পরিণত হয়।
-
উদাহরণ: আনারস, কাঁঠাল
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
0
Updated: 1 month ago
নিচের কোনটি যৌগিক পদার্থ?
Created: 4 weeks ago
A
লোহা
B
পানি
C
সোনা
D
রূপা
পদার্থকে মূলত দুই ভাগে ভাগ করা যায়—মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। এদের গঠন ও বৈশিষ্ট্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
মৌলিক পদার্থ
-
যে পদার্থকে ভাঙলে আর কোনো নতুন পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে।
-
উদাহরণ: সোনা, রূপা, লোহা—এগুলোকে ভাঙলেও কেবল তাদের নিজস্ব ক্ষুদ্র কণাই পাওয়া যাবে।
-
আরও উদাহরণ: নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি।
-
এখন পর্যন্ত ১১৮টি মৌল আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে প্রায় ৯৮টি প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকিগুলো গবেষণাগারে তৈরি কৃত্রিম মৌল।
-
মানবদেহে মোট ২৬ ধরনের মৌল বিদ্যমান।
যৌগিক পদার্থ
-
যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায় তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলে।
-
উদাহরণ:
-
পানি (H₂O) ভাঙলে পাওয়া যায় হাইড্রোজেন ও অক্সিজেন।
-
চক (CaCO₃) ভাঙলে পাওয়া যায় ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন।
-
-
যৌগে মৌলসমূহের অনুপাত সবসময় স্থির থাকে।
-
যেমন, পানি ভাঙলে সবসময় দুই ভাগ হাইড্রোজেন ও এক ভাগ অক্সিজেন (২:১) পাওয়া যায়।
-
-
যৌগের ধর্ম মৌলগুলোর ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন।
-
যেমন, হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই গ্যাসীয় পদার্থ, কিন্তু তাদের যৌগ পানি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
-
0
Updated: 4 weeks ago