A
ফসফরাস
B
ম্যাঙ্গানিজ
C
দস্তা
D
মোলিবডেনাম
উত্তরের বিবরণ
উদ্ভিদের পুষ্টি উপাদান:
-
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয় ১৬টি পুষ্টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়।
-
এই উপাদানগুলো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন।
-
উদ্ভিদ কর্তৃক গৃহীত অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টির পরিমাণের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান:
-
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয়, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয়।
-
ম্যাক্রো উপাদান ৯টি:
-
নাইট্রোজেন (N)
-
পটাশিয়াম (K)
-
ফসফরাস (P)
-
ক্যালসিয়াম (Ca)
-
ম্যাগনেসিয়াম (Mg)
-
কার্বন (C)
-
হাইড্রোজেন (H)
-
অক্সিজেন (O)
-
সালফার (S)
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয়, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয়।
ম্যাক্রো উপাদান ৯টি:
-
নাইট্রোজেন (N)
-
পটাশিয়াম (K)
-
ফসফরাস (P)
-
ক্যালসিয়াম (Ca)
-
ম্যাগনেসিয়াম (Mg)
-
কার্বন (C)
-
হাইড্রোজেন (H)
-
অক্সিজেন (O)
-
সালফার (S)
২. মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান:
-
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে দরকার হয়, সেগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলা হয়।
-
মাইক্রো উপাদান ৭টি:
-
দস্তা বা জিংক (Zn)
-
ম্যাঙ্গানিজ (Mn)
-
মোলিবডেনাম (Mo)
-
বোরন (B)
-
লৌহ (Fe)
-
তামা বা কপার (Cu)
-
ক্লোরিন (Cl)
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে দরকার হয়, সেগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলা হয়।
মাইক্রো উপাদান ৭টি:
-
দস্তা বা জিংক (Zn)
-
ম্যাঙ্গানিজ (Mn)
-
মোলিবডেনাম (Mo)
-
বোরন (B)
-
লৌহ (Fe)
-
তামা বা কপার (Cu)
-
ক্লোরিন (Cl)
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago