কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
A
জলাতঙ্ক
B
ডিপথেরিয়া
C
হাম
D
ইনফ্লুয়েঞ্জা
উত্তরের বিবরণ
ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগসমূহ:
১। ব্যাকটেরিয়া জনিত রোগ (Bacterial diseases):
-
ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে সৃষ্ট রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলা হয়।
-
উল্লেখযোগ্য রোগসমূহ:
-
যক্ষ্মা
-
ডিপথেরিয়া
-
হুপিংকাশি
-
ধনুষ্টংকার (টিটেনাস)
-
মেনিনজাইটিস
-
কলেরা
-
গনোরিয়া
-
সিফিলিস
-
টাইফয়েড
-
আমাশয়
-
প্লেগ
-
কুষ্ঠ
-
২। ভাইরাস জনিত রোগ (Viral diseases):
-
ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট রোগকে ভাইরাস জনিত রোগ বলা হয়।
-
উল্লেখযোগ্য রোগসমূহ:
-
জন্ডিস
-
পোলিও
-
জলাতঙ্ক
-
কোভিড-১৯
-
হার্পিস
-
দাদ
-
গুটি বসন্ত
-
জল বসন্ত
-
হাম
-
মাম্পস
-
ইনফ্লুয়েঞ্জা
-
বার্ড ফ্লু
-
সোয়াইন ফ্লু
-
উল্লেখ্য:
-
নিউমোনিয়া রোগটি ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীব দ্বারা সংক্রমিত হতে পারে।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 1 month ago
পতঙ্গনাশক হিসেবে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
Bacillus thuringiensis
B
Lactobacillus
C
Bacillus megaterium
D
Escherichia coli
Bacillus thuringiensis (Bt)
পরিচিতি
-
Bacillus thuringiensis (Bt) একটি গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়া, যা মাটিতে বাস করে।
-
এটি প্রাকৃতিকভাবে কিছু কীটপতঙ্গের জন্য বিষাক্ত প্রোটিন (Bt toxin) উৎপাদন করে।
-
কৃষিক্ষেত্রে এটি জৈব পতঙ্গনাশক (biopesticide) হিসেবে ব্যবহার করা হয়।
-
Bt toxin মূলত কীটপতঙ্গের লার্ভা বা শূককীটকে ধ্বংস করে, ফলে শস্য ক্ষতি থেকে রক্ষা পায়।
ব্যাকটেরিয়া (Bacteria) সংক্রান্ত তথ্য
-
শব্দের উৎস: গ্রিক শব্দ Bakterion অর্থাৎ ‘ছোট রড’।
-
ব্যাকটেরিয়া ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব, এককোষী এবং আদিকোষী।
-
কোষের জড় কোষ প্রাচীর থাকে।
-
মানবদেহে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট কিছু রোগ: যক্ষ্মা, নিউমোনিয়া, কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া, আমাশয়, হুপিংকাশি ইত্যাদি।
ইতিহাস ও গবেষণা
-
অ্যান্টনি ভ্যান লীউয়েনহুক: ব্যাকটেরিওলজি ও প্রোটোজুওলজির জনক।
-
এরেনবার্গ (১৮২৯): ক্ষুদ্রজীবদের ব্যাকটেরিয়া নামে পরিচয় দেন।
-
লুই পাস্তুর (১৮৬৯): ব্যাকটেরিয়ার ওপর ব্যাপক গবেষণা এবং ব্যাকটেরিইয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন।
বৈশিষ্ট্য ও ব্যবহার
-
Gram-positive এবং মাটিতে বসবাসকারী।
-
Bt toxin উৎপাদন করে, যা নির্দিষ্ট পোকামাকড়ের লার্ভা ধ্বংস করে।
-
জৈব পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়, কারণ এটি পরিবেশবান্ধব এবং নির্দিষ্ট কীটপতঙ্গের উপর কার্যকর।
উৎস: জীববিজ্ঞান ১ম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।
0
Updated: 1 month ago
ঘর্ষণ বল কোন ধরনের বল?
Created: 1 month ago
A
চৌম্বক বল
B
অভিকর্ষজ বল
C
সংরক্ষণশীল বল
D
অসংরক্ষণশীল বল
সংরক্ষণশীল বল হলো এমন একটি বল যার কারণে কোনো বস্তু বা কণার উপর করা মোট কাজের পরিমাণ শূন্য হয়। সংরক্ষণশীল বল ক্রিয়াশীল হলে, বস্তুটিকে বিভিন্ন পথে ঘুরিয়ে একটি পূর্ণচক্র সম্পন্ন করলে এটি আগের অবস্থানে ফিরে আসে।
-
উদাহরণ: অভিকর্ষজ বল, বৈদ্যুতিক বল, চৌম্বক বল, আদর্শ স্প্রিং-এর বিকৃতি প্রতিরোধী বল।
অসংরক্ষণশীল বল হলো এমন একটি বল যার কারণে কোনো বস্তু বা কণার উপর করা মোট কাজের পরিমাণ শূন্য হয় না। অসংরক্ষণশীল বল ক্রিয়াশীল হলে, বস্তুটিকে বিভিন্ন পথে ঘুরিয়ে একটি পূর্ণচক্র সম্পন্ন করলেও মোট কাজ শূন্য হয় না।
-
উদাহরণ: ঘর্ষণ বল, সান্দ্র বল।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়?
Created: 1 month ago
A
প্রধানত দ্বি-ভাজন (Binary fission) পদ্ধতিতে সংখ্যাবৃদ্ধি করে
B
এককোষী প্রোক্যারিওটিক জীব
C
কোষীয় অঙ্গাণু যেমন রাইবোসোম, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর থাকে
D
এরা বাধ্যতামূলক পরজীবী
ভাইরাস হলো বাধ্যতামূলক পরজীবী, কারণ তারা পোষক কোষ ছাড়া সংখ্যাবৃদ্ধি করতে পারে না।
-
ব্যাকটেরিয়া
-
ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুবীক্ষণিক জীব।
-
প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক।
-
প্রধানত দ্বি-ভাজন (Binary fission) পদ্ধতিতে সংখ্যাবৃদ্ধি করে, যা একটি অযৌন প্রজনন পদ্ধতি।
-
এটি এককোষী প্রোক্যারিওটিক জীব, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই।
-
কোষে রাইবোসোম, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর ইত্যাদি থাকে।
-
কোষের আকার হতে পারে গোলাকার, দণ্ডাকার, কমা আকার, প্যাঁচানো ইত্যাদি।
-
-
কোষের আকৃতি অনুসারে ভাগ
১. কক্কাস (Coccus)
২. ব্যাসিলাস (Bacillus)
৩. স্পাইরিলাম (Spirillum)
৪. কমা আকৃতি (Vibrio) -
ব্যাকটেরিয়ার উপকারিতা
-
মৃত জীবদেহ ও আবর্জনা পঁচাতে সাহায্য করে।
-
প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন একমাত্র ব্যাকটেরিয়া করতে পারে।
-
পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে।
-
দই তৈরি করতেও ব্যাকটেরিয়ার সাহায্য প্রয়োজন।
-
বিভিন্ন জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়।
-
জীন প্রকৌশলে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
0
Updated: 1 month ago