A
ক্রোমাটোপ্লাস্ট
B
ক্লোরোপ্লাস্ট
C
ক্রোমোপ্লাস্ট
D
লিউকোপ্লাস্ট
উত্তরের বিবরণ
ক্রোমোপ্লাস্ট (Chromoplast):
-
ক্রোমোপ্লাস্ট হলো রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়।
-
এসব প্লাস্টিডে জ্যান্থফিল (হলুদ), ক্যারোটিন (কমলা), ফাইকোএরিথ্রিন (লাল), ফাইকোসায়ানিন (নীল) ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে লাল দেখায়।
-
এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে।
-
রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়।
-
ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ।
-
এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও সঞ্চয় করে রাখে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago
পরাগায়ন কী?
Created: 1 day ago
A
পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর
B
গর্ভমুণ্ড থেকে ডিম্বাণুর গঠন
C
পরাগরেণু থেকে বীজ উৎপন্ন হওয়া
D
পরাগরেণুর গর্ভাশয়ে পরিণত হওয়া
পরাগায়ন (Pollination):
-
পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়।
-
এটি ফুল ও বীজ উৎপাদনের পূর্বশর্ত।
-
ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলা হয়।
-
পরাগায়ন দুই ধরনের:
১। স্ব-পরাগায়ন (Self-pollination):
-
একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটলে তাকে স্ব-পরাগায়ন বলা হয়।
-
উদাহরণ: সরিষা, ধুতুরা ইত্যাদি।
-
সুবিধা:
-
পরাগরেণুর অপচয় কম
-
পরাগায়নের জন্য বাহকের ওপর নির্ভর করতে হয় না
-
পরাগায়ন নিশ্চিত হয়
-
নতুন উদ্ভিদের বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে, প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে
-
-
অসুবিধা:
-
জিনগত বৈচিত্র্য কম
-
নতুন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কম
-
দীর্ঘমেয়াদে প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা থাকে
-
২। পর-পরাগায়ন (Cross-pollination):
-
একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটলে তাকে পর-পরাগায়ন বলা হয়।
-
উদাহরণ: শিমুল, পেঁপে ইত্যাদি।
-
সুবিধা:
-
নতুন চরিত্রের সৃষ্টি হয়
-
বীজের অংকুরোদগমের হার বৃদ্ধি পায়
-
বীজ অধিক জীবনীশক্তিসম্পন্ন হয়
-
নতুন প্রজাতির সৃষ্টি সম্ভব
-
নতুন উদ্ভিদ নতুন গুণসম্পন্ন হয়, ফলে বৈচিত্র্য বৃদ্ধি পায়
-
-
অসুবিধা:
-
বাহকনির্ভর প্রক্রিয়া হওয়ায় পরাগায়নের নিশ্চয়তা কম
-
প্রচুর পরাগরেণু অপচয় হয়
-
প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হতে পারে
-
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago