নিউক্লিয় ফিশন বিক্রিয়া ব্যবহার করা হয়-
A
বায়ু টারবাইনে
B
সৌর প্যানেলে
C
সৌর ক্যালকুলেটরে
D
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে
উত্তরের বিবরণ
নিউক্লিয়ার বিক্রিয়া:
নিউক্লিয় ফিউশন (Nuclear Fusion):
- 
ফিউশন হল সেই প্রক্রিয়া যেখানে দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে। 
- 
এটিকে সংযোজন বিক্রিয়াও বলা হয়। 
- 
ফিউশন বিক্রিয়ার ফলে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যা সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির মূল উৎস। 
- 
হাইড্রোজেন বোমার কার্যপ্রক্রিয়া নিউক্লিয় ফিউশনের উপর ভিত্তি করে। 
নিউক্লিয়ার ফিশন (Nuclear Fission):
- 
ফিশন হল এমন একটি পারমাণবিক প্রক্রিয়া যেখানে একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দুটি বা ততোধিক হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। 
- 
এটিকে বিয়োজন বিক্রিয়াও বলা হয়। 
- 
ফিশন বিক্রিয়ার ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পারমাণবিক অস্ত্র বিশেষত পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। 
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
জিওথার্মাল শক্তির প্রধান উৎস কী?
Created: 1 month ago
A
সূর্যের তাপশক্তি
B
বায়ুর গতি
C
ভূগর্ভস্থ তাপ
D
সমুদ্রের জোয়ার-ভাটা
জিওথার্মাল এনার্জি (Geothermal Energy) হলো পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত তাপশক্তি, যা মূলত গলিত শিলা (Magma), গরম পানি ও বাষ্প থেকে আহরণ করা যায়। এটি একটি পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য শক্তির উৎস।
জিওথার্মাল এনার্জি সম্পর্কিত তথ্য:
- 
এটি পৃথিবীর অভ্যন্তরীণ তাপশক্তি, যা রান্না, স্নান, ঘর গরম রাখা এবং বিদ্যুৎ উৎপাদনসহ নানা ক্ষেত্রে ব্যবহার করা হয়। 
- 
পৃথিবীর কেন্দ্রের তাপ এবং বিভিন্ন তেজস্ক্রিয় উপাদানের ক্ষয়ের কারণে এই তাপ উৎপন্ন হয়। 
- 
এটি নবায়নযোগ্য শক্তি, কারণ পৃথিবীর অভ্যন্তরীণ তাপ দীর্ঘমেয়াদে শেষ হয়ে যায় না। 
- 
পৃথিবীতে বিদ্যমান মোট জিওথার্মাল শক্তির পরিমাণ বৈশ্বিক জ্বালানি চাহিদার তুলনায় অনেক বেশি। তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই শক্তি ব্যবহার করা প্রযুক্তিগতভাবে জটিল। 
- 
জীবাশ্ম জ্বালানি (যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস) পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনের বিপরীতে এটি একটি পরিবেশবান্ধব বিকল্প। 
- 
বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি উৎস হিসেবে এর ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
সবল নিউক্লিয় বলের বাহক কণা কোনটি?
Created: 3 weeks ago
A
গ্রাভিটন
B
গ্লুঅন
C
Z বোসন
D
ফোটন
সবল নিউক্লীয় বল হলো প্রকৃতির অন্যতম মৌলিক বল এবং এর বাহক কণা হলো গ্লুঅন। এই বল প্রোটন ও নিউট্রনের ভেতরে কোয়ার্কগুলোকে একত্রে ধরে রাখে এবং এটিকে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল হিসেবে ধরা হয়।
মৌলিক বল এমন একধরনের বল যা অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না কিংবা অন্য কোনো বলের রূপ নয়। বরং অন্যান্য বলগুলো মৌলিক বলের ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র।
১. মৌলিক বল মোট চারটি।
২. এই চারটি হলো—
- 
মহাকর্ষ বল 
- 
তাড়িতচৌম্বক বল 
- 
সবল নিউক্লীয় বল 
- 
দুর্বল নিউক্লীয় বল 
প্রত্যেক মৌলিক বলের সঙ্গে নির্দিষ্ট বাহক কণাও যুক্ত থাকে।
১. তাড়িতচৌম্বক বলের বাহক কণা হলো ফোটন।
২. দুর্বল নিউক্লীয় বলের বাহক কণা হলো W এবং Z বোসন।
৩. মহাকর্ষ বলের বাহক কণা হলো গ্রাভিটন।
৪. সবল নিউক্লীয় বলের বাহক কণা হলো গ্লুঅন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তি কোন শক্তিতে রূপান্তর করা হয়?
Created: 1 month ago
A
তাপ শক্তি
B
আলোক শক্তি
C
যান্ত্রিক শক্তি
D
রাসায়নিক শক্তি
শক্তির রূপান্তর হলো এমন প্রক্রিয়া যেখানে শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, তবে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। এক রূপের শক্তি অন্য রূপের শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়াকেই শক্তির রূপান্তর বলা হয়।
নিউক্লিয় শক্তির রূপান্তর:
- 
নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। 
- 
নিউক্লিয় বোমার ধ্বংস লীলা মূলত নিউক্লিয় শক্তির রূপান্তরকে প্রদর্শন করে। 
- 
নিউক্লিয় চুল্লীতে নিউক্লিয় শক্তি অন্যান্য শক্তিতে, বিশেষ করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যা আজকাল শক্তির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago