A
মাইটোকন্ড্রিয়া
B
ডিএনএ
C
রাইবোজোম
D
সবগুলোই
উত্তরের বিবরণ
জীবকোষ:
-
জীবকোষ হলো জীবদেহের একক। কিছু বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন।
-
লোয়ি (Loewy) এবং সিকেভিজ (Siekevitz) 1969 সালে বলেছেন: বৈষম্য ভেদ্য (selectively permeable) পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকে কোষ বলা হয়।
কোষের প্রকারভেদ:
-
সকল জীবকোষ একরকম নয়। এদের মধ্যে গঠন, আকৃতি ও কাজের পার্থক্য রয়েছে।
-
নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের: আদি কোষ এবং প্রকৃত কোষ।
-
আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Prokaryotic cell):
-
এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস (nucleus) থাকে না, এজন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়।
-
নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিও-বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে।
-
এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে।
-
ক্রোমোজোমে কেবল DNA থাকে।
-
উদাহরণ: নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া।
-
-
প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ (Eukaryotic cell):
-
এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি (nuclear membrane) দিয়ে নিউক্লিও-বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত।
-
এসব কোষে রাইবোজোমসহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে।
-
ক্রোমোজোমে DNA, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে।
-
অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়।
-
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago