A
গুণ
B
বিয়োগ
C
ইন্টারনেট রাউটিং
D
যোগ
No subjects available.
উত্তরের বিবরণ
উত্তর: গ) ইন্টারনেট রাউটিং
ব্যাখ্যা:
-
ALU (Arithmetic Logic Unit) কম্পিউটার প্রসেসরের অংশ যা মূলত গাণিতিক এবং লজিকাল অপারেশন সম্পাদন করে, যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, AND, OR, NOT।
-
ইন্টারনেট রাউটিং ALU-এর কাজের মধ্যে পড়ে না। এটি নেটওয়ার্ক প্রোটোকল এবং রাউটার বা অন্যান্য নেটওয়ার্ক ডিভাইস দ্বারা পরিচালিত হয়।
-
ALU শুধুমাত্র প্রসেসরের অভ্যন্তরীণ গণনা এবং লজিক্যাল সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়।
ALU-এর অন্যান্য কাজ:
-
রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য ডান-বাম সরানো
-
তুলনা বা সত্য-মিথ্যা যাচাই
-
ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষণ
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
Created: 5 days ago
A
address bus
B
input-reader bus
C
data bus
D
control bus
কম্পিউটার বাস (BUS)
• Input-reader Bus:
কম্পিউটারে এমন কোনো বাস নেই যাকে Input-reader Bus বলা হয়। সঠিক ধারণা হলো কম্পিউটার বাস।
• কম্পিউটার বাস কী?
কম্পিউটার বাস হলো তারের একটি সেট, যার মাধ্যমে ডিজিটাল তথ্য (০ বা ১) এক স্থানে থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। বাসের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তথ্য আদান-প্রদান করতে পারে।
• কম্পিউটার বাসের প্রধান ধরন:
কম্পিউটার বাসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়:
১. সিস্টেম বাস (System Bus) – প্রধান বাস
২. এক্সপানশন বাস (Expansion Bus) – সম্প্রসারিত বাস
• সিস্টেম বাসের তিনটি অংশ:
১. ডেটা বাস (Data Bus) – তথ্য পরিবহনের জন্য
২. অ্যাড্রেস বাস (Address Bus) – মেমোরি বা ডিভাইসের ঠিকানা নির্দেশ করার জন্য
৩. কন্ট্রোল বাস (Control Bus) – ডেটা আদান-প্রদানের নিয়ন্ত্রণের জন্য
• এক্সপানশন বাসের বিভিন্ন ধরন:
কম্পিউটার প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এক্সপানশন বাস ব্যবহৃত হয়, যেমন:
-
ISA (Industry Standard Architecture)
-
EISA (Extended Industry Standard Architecture)
-
লোকাল বাস (Local Bus)
-
USB (Universal Serial Bus)
-
ফায়ারওয়্যার বাস (FireWire Bus)
-
AGP (Accelerated Graphics Port)
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 5 days ago
১ বাইট সমান কত বিট?
Created: 12 hours ago
A
৪
B
৮
C
১৬
D
১০২৪
বিট ও বাইট
-
বিট (Bit): বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ বা ১ অঙ্ককে বিট বলে।
-
বিটের ব্যবহার: ডেটা কমিউনিকেশন ও তথ্য পরিমাপের মৌলিক একক।
-
বাইট (Byte): ১ বাইট = ৮ বিট।
ডেটা পরিমাপ এককসমূহ:
একক | সমতা |
---|---|
১ নিবল (Nibble) | ৪ বিট |
১ বাইট (Byte) | ৮ বিট |
১ কিলোবিট (Kb) | ১০০০ বিট |
১ মেগাবিট (Mb) | ১০০০ কিলোবিট |
১ গিগাবিট (Gb) | ১০০০ মেগাবিট |
১ টেরাবিট (Tb) | ১০০০ গিগাবিট |
১ কিলোবাইট (KB) | ১০২৪ বাইট |
১ মেগাবাইট (MB) | ১০২৪ কিলোবাইট |
১ গিগাবাইট (GB) | ১০২৪ মেগাবাইট |
১ টেরাবাইট (TB) | ১০২৪ গিগাবাইট |
১ পেটাবাইট (PB) | ১০২৪ টেরাবাইট |
সূত্র:
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান

0
Updated: 12 hours ago
বাস টপোলজিতে ডিভাইসগুলো কীভাবে সংযুক্ত থাকে?
Created: 1 day ago
A
মেশ নেটওয়ার্কে
B
একটি কেন্দ্রীয় হাব ব্যবহার করে
C
একটি বৃত্তাকার লুপে
D
একটি একক কেন্দ্রিয় ক্যাবলের মাধ্যমে
বাস টপোলজি (Bus Topology)
-
সংজ্ঞা: বাস টপোলজিতে সব ডিভাইস একটি কেন্দ্রীয় মূল ক্যাবল বা ব্যাকবোন-এর সঙ্গে সংযুক্ত থাকে।
-
ডেটা ট্রান্সমিশন: কোনো ডিভাইস ডেটা পাঠালে তা পুরো লাইনে প্রবাহিত হয়; প্রয়োজনীয় গন্তব্য ডিভাইস তা গ্রহণ করে।
-
প্রধান বৈশিষ্ট্য:
-
সহজ ও কম খরচে।
-
লাইনে কোনো সমস্যা হলে পুরো নেটওয়ার্ক প্রভাবিত হয়।
-
মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করা হয়।
-
কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
-
-
প্রতিযোগিতামূলক টপোলজি:
-
মেশ নেটওয়ার্ক: প্রতিটি ডিভাইস একে অপরের সঙ্গে সংযুক্ত।
-
স্টার টপোলজি: ডিভাইসগুলো কেন্দ্রিয় হাবের মাধ্যমে যুক্ত।
-
রিং টপোলজি: ডিভাইসগুলো সার্কুলার চেইনে থাকে।
-
নেটওয়ার্ক টপোলজি সংজ্ঞা:
-
নেটওয়ার্কে কম্পিউটার বা নোডগুলোর সংযোগের কাঠামো ও ব্যবস্থাপনা।
-
ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান-প্রদানের গতি ও রক্ষণাবেক্ষণ বিবেচনা করে বিভিন্ন ধরনের টপোলজি ব্যবহার করা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago