১৯৮০-এর দশকে কোন কম্পিউটিং প্রযুক্তি তৈরিতে IBM সুপরিচিত ছিল?
A
স্মার্টফোন
B
পার্সোনাল কম্পিউটার
C
কোয়ান্টাম কম্পিউটিং
D
ক্লাউড স্টোরেজ
উত্তরের বিবরণ
IBM এবং পার্সোনাল কম্পিউটার
-
১৯৮০-এর দশকে IBM পার্সোনাল কম্পিউটারের (PC) জন্য সুপরিচিত ছিল।
-
এই সময়ে IBM বাজারে সহজলভ্য, অফিস ও ব্যক্তিগত ব্যবহারের PC নিয়ে আসে।
-
IBM PC-এর মডুলার ডিজাইন ও ওপেন আর্কিটেকচার অন্যান্য হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতাদের উৎসাহিত করে।
-
এর ফলে কম্পিউটার বাজারে বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
-
স্মার্টফোন, কোয়ান্টাম কম্পিউটিং বা ক্লাউড স্টোরেজ তখনো ব্যাপকভাবে ব্যবহার হয়নি।
-
সুতরাং ১৯৮০-এর দশকে IBM-এর প্রধান অবদান হলো পার্সোনাল কম্পিউটার।
IBM সংক্ষেপে:
-
পূর্ণরূপ: International Business Machines Corporation
-
ডাকনাম: Big Blue
-
প্রতিষ্ঠাতা: চার্লস র্যানলেট ফ্লিন্ট
-
প্রতিষ্ঠার তারিখ: ১৬ জুন, ১৯১১
-
সদর দপ্তর: আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্রথম কম্পিউটার: মেইনফ্রেম কম্পিউটার
-
বর্তমান লোগো ব্যবহার শুরু: ১৯৭২
উৎস: IBM অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 1 month ago
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি কী?
Created: 1 month ago
A
দশমিক সংখ্যা
B
হেক্সাডেসিম্যাল সংখ্যা
C
রোমান সংখ্যা
D
বাইনারি ডিজিট
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি – বাইনারি ডিজিট
কম্পিউটার শ্রেণীবিন্যাস (গাণিতিক ভিত্তিতে):
-
এনালগ কম্পিউটার (Analog Computer)
-
ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
-
হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)
ডিজিটাল কম্পিউটার:
-
মূল ভিত্তি হলো বাইনারি ডিজিট (0 এবং 1)।
-
সমস্ত গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারি ডিজিটের মাধ্যমে সম্পন্ন হয়।
-
প্রক্রিয়াজাত ফলাফল সাধারণত লিখিত আকারে প্রদর্শিত হয়।
-
ইনপুট ও আউটপুট আমাদের বোঝার জন্য বর্ণ, অক্ষর ও সংখ্যা আকারে প্রকাশ করা হয়।
-
গতি দ্রুত এবং নির্ভরশীলতা উচ্চ।
-
উপাত্ত সংরক্ষণের জন্য বৃহৎ মেমোরি থাকে।
-
বর্তমানের সব সাধারণ কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার।
উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
নিম্নলিখিত কোনটি ALU দ্বারা সম্পাদিত হয় না?
Created: 1 month ago
A
গুণ
B
বিয়োগ
C
ইন্টারনেট রাউটিং
D
যোগ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
Arithmetic Logic Unit - ALU
ডিজিটাল কম্পিউটার
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
উত্তর: গ) ইন্টারনেট রাউটিং
ব্যাখ্যা:
-
ALU (Arithmetic Logic Unit) কম্পিউটার প্রসেসরের অংশ যা মূলত গাণিতিক এবং লজিকাল অপারেশন সম্পাদন করে, যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, AND, OR, NOT।
-
ইন্টারনেট রাউটিং ALU-এর কাজের মধ্যে পড়ে না। এটি নেটওয়ার্ক প্রোটোকল এবং রাউটার বা অন্যান্য নেটওয়ার্ক ডিভাইস দ্বারা পরিচালিত হয়।
-
ALU শুধুমাত্র প্রসেসরের অভ্যন্তরীণ গণনা এবং লজিক্যাল সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়।
ALU-এর অন্যান্য কাজ:
-
রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য ডান-বাম সরানো
-
তুলনা বা সত্য-মিথ্যা যাচাই
-
ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষণ
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
"হ্যাপটিক গ্লাভস" - কোন ডিভাইস হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
ইনপুট ডিভাইস
B
আউটপুট ডিভাইস
C
ইনপুট-আউটপুট ডিভাইস
D
কোনোটিই নয়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ইনপুট ডিভাইস (Input Device)
ডিজিটাল কম্পিউটার
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
উত্তর: গ) ইনপুট-আউটপুট ডিভাইস
ব্যাখ্যা:
-
হ্যাপটিক গ্লাভস ব্যবহারকারীর হাতের গতি শনাক্ত করে (ইনপুট) এবং একই সময়ে স্পর্শের অনুভূতি প্রদান করে (আউটপুট)।
-
এটি VR বা AR পরিবেশে ভার্চুয়াল অবজেক্ট স্পর্শ করলে বাস্তবের মতো প্রতিক্রিয়া দেয়।
-
তাই এটি ইনপুট-আউটপুট ডিভাইস, যা ব্যবহারকারী এবং কম্পিউটার সিস্টেমের মধ্যে দুইমুখী যোগাযোগের মাধ্যম।
অন্যান্য পেরিফেরাল ডিভাইসের ধরন:
-
ইনপুট ডিভাইস: Keyboard, Mouse, Scanner, Digital Camera ইত্যাদি।
-
আউটপুট ডিভাইস: Monitor, Printer, Speaker, Projector ইত্যাদি।
-
ইনপুট-আউটপুট ডিভাইস: Hard Disk, CD/DVD, Touch Screen, Pendrive ইত্যাদি।
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), Cornell University.
0
Updated: 1 month ago