লাইন ব্রেক দেওয়ার জন্য সঠিক HTML ট্যাগ কোনটি?
A
< break >
B
< brk >
C
< br >
D
< lb >
উত্তরের বিবরণ
ব্যাখ্যা:
-
HTML-এ লাইন ব্রেক দেওয়ার জন্য
<br>ট্যাগ ব্যবহার করা হয়। -
এটি একটি সেলফ-ক্লোজিং ট্যাগ, অর্থাৎ আলাদা বন্ধ ট্যাগের প্রয়োজন নেই।
-
যখন টেক্সটকে নতুন লাইনে নিতে হয়, তখন
<br>ব্যবহার করা হয়। -
উদাহরণ:
-
ভুল ট্যাগ:
<break>,<brk>,<lb>কাজ করবে না।
উল্লেখযোগ্য তথ্য:
-
HTML = HyperText Markup Language
-
এটি ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত প্ল্যাটফর্ম-নিরপেক্ষ মার্কআপ ভাষা।
উৎস: w3.org
0
Updated: 1 month ago
ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে -
Created: 1 month ago
A
FTP Server
B
Firewall
C
DNS Server
D
Gateway
DNS এর পূর্ণরূপ হলো Domain Name System। এটি ইন্টারনেটে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সিস্টেম যা ডোমেন নেইম এবং আইপি অ্যাড্রেসের মধ্যে সংযোগ স্থাপন করে। ডোমেন নেইম মূলত মানুষের জন্য সহজে মনে রাখার মতো একটি ইউনিক আলফানিউমেরিক ঠিকানা, যা আসলে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে নির্দেশ করে।
তথ্যগুলো নিচে দেওয়া হলো:
-
Domain Name হলো ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে সনাক্ত করার জন্য ব্যবহৃত ইউনিক আলফানিউমেরিক ঠিকানা।
-
Hostname হচ্ছে একটি নির্দিষ্ট Host কম্পিউটারের জন্য বরাদ্দকৃত ডোমেন নেম, যার মাধ্যমে কম্পিউটারকে আলাদাভাবে সনাক্ত করা যায়।
-
DNS Server এর কাজ হলো Hostname-কে আইপি অ্যাড্রেসে রূপান্তর করা, যাতে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে।
-
যখন একজন ব্যবহারকারী কোনো ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে, তখন অনুরোধটি DNS Server-এ পৌঁছায়।
-
DNS Server সেই Hostname-কে সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেসে রূপান্তর করে দেয়।
-
এই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই ব্যবহারকারী নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারে।
0
Updated: 1 month ago
SQL-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Systematic Question Logic
B
Simple Query List
C
Structured Query Language
D
Standard Question Language
SQL
-
পূর্ণরূপ: Structured Query Language
-
মানসম্মত প্রোগ্রামিং ভাষা, ডাটাবেজ পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যবহৃত
-
ডাটাবেজে তথ্য সংরক্ষণ, পরিবর্তন, মুছে ফেলা ও অনুসন্ধান সম্ভব
-
ব্যবহৃত হয় MySQL, Oracle, PostgreSQL, MS SQL Server ইত্যাদিতে
-
১৯৭৪ সালে IBM Research Center-এ তৈরি
SQL Query
-
শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ
-
রিলেশনাল ডাটাবেজ অ্যাকসেসের হাতিয়ার
-
অধিকাংশ স্টেটমেন্ট ফলাফল হিসেবে রেকর্ডের সেট প্রদান করে
SQL ফিচার সুবিধা
-
ইংরেজি ভাষার কাছাকাছি কোয়েরি ল্যাঙ্গুয়েজ (SELECT, INSERT, DELETE ইত্যাদি)
-
Non-procedural ল্যাঙ্গুয়েজ, কেবল কী দরকার তা উল্লেখ করতে হয়
-
একবারে এক সেট রেকর্ড প্রসেস করে
-
ব্যবহারকারীর বিভিন্ন শ্রেণি ব্যবহার করতে পারে (ডাটাবেজ এডমিন, প্রোগ্রামার, ম্যানেজমেন্ট, এন্ড ইউজার)
SQL ব্যবহার
-
ডাটা কোয়েরি করা
-
ডাটা সন্নিবেশ, আপডেট বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট তৈরি, সংশোধন বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট অ্যাকসেস নিয়ন্ত্রণ
-
ডাটাবেজ Consistency নিশ্চিত করা
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল
0
Updated: 1 month ago
একটি লাইটপেন কিভাবে স্ক্রিনে নিজের অবস্থান সনাক্ত করে?
Created: 3 weeks ago
A
স্ক্রিন থেকে নির্গত আলো সনাক্ত করে
B
ইনফ্রারেড সংকেতের মাধ্যমে
C
চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে
D
চাপ সংবেদনশীলতার মাধ্যমে
লাইটপেন মূলত একটি ইনপুট ডিভাইস, যা স্ক্রিন থেকে নির্গত আলো সনাক্ত করে তার অবস্থান নির্ধারণ করে। যখন লাইটপেন স্ক্রিনে স্পর্শ করে, তখন স্ক্রিনের নির্দিষ্ট পিক্সেল থেকে নির্গত আলো সেন্সর দ্বারা ধরা পড়ে এবং প্রক্রিয়াকরণ ইউনিট সেই তথ্য ব্যবহার করে লাইটপেনের স্পর্শকৃত স্থানের অবস্থান নির্ধারণ করে।
-
মূল পয়েন্টসমূহ:
-
লাইটপেন স্ক্রিন থেকে নির্গত আলো শনাক্ত করে কাজ করে।
-
এটি নির্দিষ্ট পয়েন্টে ক্লিক বা ড্রইং করার সুবিধা দেয়।
-
লাইটপেন ইনপুট ডিভাইসের অন্তর্ভুক্ত।
-
-
কম্পিউটার পেরিফেরালস:
১. ইনপুট ডিভাইস: ব্যবহারকারীর কাছ থেকে তথ্য গ্রহণ করে। যেমন: কী-বোর্ড, মাউস, স্ক্যানার, লাইটপেন।
২. আউটপুট ডিভাইস: প্রক্রিয়াজাত ডেটা প্রদর্শন বা প্রেরণ করে। যেমন: মনিটর, প্রিন্টার, স্পিকার।
৩. ইনপুট ও আউটপুট ডিভাইস: তথ্য গ্রহণ ও প্রদর্শন উভয়ই করে। যেমন: হার্ডডিস্ক, সিডি/ডিভিডি, পেনড্রাইভ।
0
Updated: 3 weeks ago