সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-
A
আইসোথার্ম
B
আইসোবার
C
আইসোহাইট
D
আইসোহেলাইন
উত্তরের বিবরণ
সমরেখ পদ্ধতি (Isopleth Method)
মানচিত্রে ভিন্ন ভিন্ন স্থানের একই পরিমাণগত মান বা ঘনত্ব নির্দেশ করতে যে রেখা টানা হয়, তাকে সমমান রেখা (Isopleth line) বলা হয়। এ ধরনের রেখা নির্দিষ্ট মানের ওপর দিয়ে টানা হয় এবং সাধারণত প্রকৃতিক বিষয় যেমন আবহাওয়া, জলবায়ু ইত্যাদি প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
সমোষ্ণ রেখা (Isotherm): ভূপৃষ্ঠের এমন স্থানগুলোর সংযোগ যেখানে তাপমাত্রা সমান।
-
সমচাপ রেখা (Isobar): বায়ুর সমচাপযুক্ত স্থানগুলোকে যুক্ত করা রেখা।
-
সমবর্ষণ রেখা (Isohyet): সম বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে সংযুক্ত করা রেখা।
-
সমোচ্চ রেখা (Contour): সমান উচ্চতার স্থানগুলোকে সংযুক্ত করা রেখা।
বিশেষ তথ্য
-
এই সমস্ত রেখা কল্পনাপ্রসূত, মানচিত্রে প্রদর্শনের সুবিধার জন্য ব্যবহার করা হয়।
উৎস: ব্যবহারিক ভূগোল ও পরিবেশ, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে?
Created: 1 month ago
A
চাঁদপুর
B
পিরোজপুর
C
মাদারীপুর
D
গাজীপুর
বাংলাদেশের ভূপ্রকৃতি
ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে মূলত তিন ভাগে ভাগ করা যায়—
-
টারশিয়ারি যুগের পাহাড়,
-
প্লাইস্টোসিন যুগের সোপান বা উঁচুভূমি,
-
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ
-
আনুমানিক ২৫ হাজার বছর আগে যে সময়কাল ছিল, তাকে প্লাইস্টোসিন যুগ বলা হয়।
-
এ সময়ের মাটি সাধারণত লালচে বা ধূসর বর্ণের।
-
দেশের উত্তর-পশ্চিমে বরেন্দ্রভূমি, মধ্যাঞ্চলে মধুপুর ও ভাওয়ালের গড়, আর পূর্বে কুমিল্লার লালমাই উচ্চভূমি—এসবই প্লাইস্টোসিনকালের উঁচুভূমি হিসেবে গড়ে ওঠে।
বরেন্দ্রভূমি
-
গঠিত হয়েছে রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার অংশ নিয়ে।
-
আয়তন প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার।
-
চারপাশের সমভূমি থেকে এর উচ্চতা ৬–১২ মিটার।
-
এটি প্লাইস্টোসিন যুগের সবচেয়ে বড় উঁচুভূমি।
মধুপুর ও ভাওয়ালের গড়
-
অবস্থান: টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়াল এলাকা।
-
আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার।
-
সমভূমির চেয়ে গড়ে ৩০ মিটার উঁচু।
-
এটি দেশের দ্বিতীয় বৃহত্তম উঁচুভূমি এবং গজারী বনের প্রধান কেন্দ্র।
লালমাই পাহাড়
-
কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে, লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত।
-
আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার।
-
গড় উচ্চতা ২১ মিটার।
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
COP 26-এ COP মানে কী?
Created: 4 weeks ago
A
কনফারেন্স অব প্যারিস
B
কনফারেন্স অব দ্য পাওয়ার
C
কনফারেন্স অব দ্য পার্টিস
D
কনফারেন্স অব দ্য প্রটোকল
The United Nations Framework Convention on Climate Change (UNFCCC) হলো একটি বৈশ্বিক চুক্তি যা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত হয়। নিচে এর মূল তথ্য তুলে ধরা হলো:
-
Adoption: UNFCCC গৃহীত হয় ১৯৯২ সালের ৩–১৪ জুন ব্রাজিলের Rio de Janeiro শহরে অনুষ্ঠিত The United Nations Conference on Environment and Development (Earth Summit) এ।
-
Entry into force: এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ।
-
Membership: বর্তমানে এর ১৯৭টি দেশ অংশীদার রাষ্ট্র হিসেবে যুক্ত আছে।
-
Conference of Parties (CoP): চুক্তির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনার জন্য ১৯৯৫ সাল থেকে প্রতিবছর Conference of Parties (CoP) অনুষ্ঠিত হয়। এতে UNFCCC-তে স্বাক্ষরকারী দেশসমূহ এবং আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে।
0
Updated: 4 weeks ago
বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?
Created: 2 months ago
A
উত্তর-পূর্ব অঞ্চল
B
উত্তর-পশ্চিম অঞ্চল
C
দক্ষিণ-পশ্চিম অঞ্চল
D
দক্ষিণ-পূর্ব অঞ্চল
বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল: খরাপ্রবণতা
খরা হলো এমন একটি পরিস্থিতি যখন কোনো অঞ্চলে দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত বৃষ্টি হয় না। এই অবস্থায় মাটির আর্দ্রতা কমে যায়, মাটি শুষ্ক হয়ে ফেটে যায়, এবং ভূ-গর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যায়। সহজভাবে বলতে গেলে, বৃষ্টিহীন বা কম বৃষ্টিপাতের কারণে মাটি ও পরিবেশ শুষ্ক হয়ে যাওয়াই খরা।
বাংলাদেশে খরাপ্রবণ অঞ্চল:
বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল বিশেষভাবে খরার জন্য পরিচিত। বিগত অর্ধশতকের মধ্যে ১৯৭৩, ১৯৭৫, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮১, ১৯৮২, ১৯৮৯, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৫ এবং ২০১৬ সালে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র খরার ঘটনা ঘটেছে।
খরার মাত্রা অনুযায়ী অঞ্চল:
-
অতি তীব্র: রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ
-
তীব্র: দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর এবং টাঙ্গাইলের কিছু অংশ
-
মাঝারি: রংপুর, বরিশাল এবং দিনাজপুর, কুষ্টিয়া ও যশোরের কিছু অংশ
-
সামান্য: তিস্তা, ব্রহ্মপুত্র ও মেঘনা পললভূমি এলাকা
খরার প্রধান কারণ:
১. নির্ধারিত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া
২. পরিবেশের ভারসাম্যহীনতা
৩. বনভূমি উজাড় করা
৪. নদীর উজানে অব্যবস্থাপনার কারণে বাঁধ নির্মাণ
৫. এল নিনো এবং লা নিনোর প্রভাব
উৎস:ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago