A
I feel so better after I’ve been for a run in the park.
B
The kitchen is very old-fashioned, the living room more so.
C
Using that camera is easy. Why is she making it so difficult?
D
That’s kind of you. Thanks so much for thinking of us.
উত্তরের বিবরণ
• Corrected sentence: I feel so much better after I’ve been for a run in the park.
Explanation:
-
মূল বাক্যটি I feel so better… বলা হয়েছে, যা ভুল।
-
Reason: "so" cannot be used directly with the comparative adjective "better." We must use so much better.
-
Rule: Before comparatives, use so much, not just "so."
Additional notes on “so”:
-
Comparison substitute:
-
When comparing: more so / less so can be used.
-
Example: The kitchen is very old-fashioned, the living room more so.
-
-
Degree adverb (to such a great extent):
-
Example: Using that camera is easy. Why is she making it so difficult?
-
-
Intensifier (very, very):
-
Example: That’s kind of you. Thanks so much for thinking of us.
-
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 day ago
__________ sugar should I buy for the cake?
Created: 1 month ago
A
What
B
What many
C
How many
D
How much
সঠিক উত্তর হল ক) How much.
Complete sentence: How much sugar should I buy for the cake?
• "Sugar" একটি uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।
• How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
Example: How much sugar?
• How many ব্যবহার হয় countable noun এর সাথে:
Example: How many books?

0
Updated: 1 month ago
She started learning Spanish last month. Here, 'learning' is used as -
Created: 1 day ago
A
Participle
B
Gerund
C
Linking verb
D
Main verb
She started learning Spanish last month.
Here, 'learning' is used as a Gerund.
-
Gerund (verb + ing) একটি verb যা object হিসেবে ব্যবহৃত হতে পারে।
-
এই বাক্যে started verb-এর object হিসেবে learning ব্যবহার হয়েছে, তাই এটি Gerund।
Gerund:
-
Verb+ing যদি একই সাথে Verb এবং Noun এর কাজ করে, তাকে Gerund বলা হয়।
-
Noun হিসেবে ব্যবহৃত হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যুক্ত হয়।
-
A Gerund is a double part of speech – Noun এবং Verb একত্রিত।
-
Gerunds ক্রিয়া প্রকাশ করে না, বরং noun-এর মতো কাজ করে।
Functions of the Gerund:
-
As subject:
-
Rising early is a good habit.
-
-
As object:
-
I like playing Badminton.
-
-
As an object of a preposition:
-
The old woman is tired of walking.
-
-
As a complement of a verb:
-
Working is earning.
-

0
Updated: 1 day ago
A retired officer lives next door. Here, the underlined word is used as a/an:
Created: 1 week ago
A
Gerund
B
adverb
C
preposition
D
participle
সঠিক উত্তরঃ Participle
উদাহরণ: A retired officer lives next door.
-
এখানে retired শব্দটি officer শব্দটিকে modify করছে। তাই এটি adjective-এর মতো কাজ করছে। কিন্তু মূলত এটি একটি verb-এর অংশ, কারণ এটি officer-এর অবস্থা (অবসরপ্রাপ্ত) প্রকাশ করছে।
-
অর্থাৎ participle হলো এমন একটি verb যা একই সাথে adjective-এর কাজও করতে পারে।
Participle কী?
-
Participle হলো verb যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) দিয়ে শেষ হয়।
-
Participle noun modify করতে পারে, অর্থাৎ adjective-এর মতো ব্যবহার হয়।
Participle-এর প্রধান তিন ধরন:
-
Present Participle: Verb-এর সঙ্গে -ing যুক্ত হয়।
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
এখানে sleeping শব্দটি dog-এর অবস্থা বোঝাচ্ছে।
-
-
Past Participle: Verb-এর সঙ্গে সাধারণত -ed যুক্ত হয়। কিন্তু সব ক্ষেত্রে নয়।
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
এখানে written বইটি modify করছে।
-
-
Perfect Participle: Having + past participle দিয়ে গঠিত হয়।
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
এখানে ক্রিয়াকলাপের ক্রম বোঝানো হয়েছে।
-
নোট:
-
সাধারণ Verb-এর সাথে -ed যুক্ত হয়ে past participle হয়। যেমন: work → worked
-
তবে অনেক ক্ষেত্রে -ed ছাড়া past participle গঠিত হতে পারে, যেমন: write → written, eat → eaten।
উৎস: Murphy, R. (2019). English Grammar in Use. Cambridge University Press.

0
Updated: 1 week ago