A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
Principal clause
উত্তরের বিবরণ
• I will call you when I reach home.
-
Underlined part: when I reach home
-
Type: Adverb clause (of time)
-
Explanation:
-
এখানে when I reach home কাজটি (call) কখন ঘটবে তা নির্দেশ করছে।
-
যেহেতু এটি verb (call) কে modify করছে এবং সময় নির্দেশ করছে, তাই এটি adverbial clause of time।
-
Adverbial Clause:
-
একটি subordinate clause যা বাক্যে adverb-এর মতো কাজ করে।
-
এটি verb, adjective, বা অন্য adverbial clause কে modify করে।
-
সাধারণত time, place, cause, effect, purpose, manner ইত্যাদি প্রকাশ করে।

0
Updated: 1 day ago
Choose the word from the alternatives, where the prefix or suffix has not been used properly.
Created: 2 weeks ago
A
unassuming
B
unbelievable
C
unabated
D
uncautious
Correct Prefix Usage
• Answer:
-
ঘ) uncautious → ভুল প্রিফিক্স ব্যবহার হয়েছে
-
সঠিক শব্দ: incautious (prefix "in-")
• Incautious (Adjective)
-
Bangla Meaning: অসাবধান; অসতর্ক
• অন্যান্য উদাহরণ (সঠিক প্রিফিক্স “un-” ব্যবহার করা হয়েছে):
-
unassuming (Adjective): Modest, not arrogant — নিজেকে জাহির করে না এমন; নিরাভিমান; অপ্রগলভ; বিনয়ী; অমায়িক
-
unbelievable (Adjective): Difficult to believe — (১) অবিশ্বাস্য; (২) কথ্য: অত্যন্ত বিস্ময়কর
-
unabated (Adjective): Without weakening — (ঝড় ইত্যাদি) আগের মতোই তীব্র, প্রচণ্ড; অপ্রতিহত
• Note:
-
uncautious-এ “un-” প্রিফিক্সটি ভুলভাবে ব্যবহার হয়েছে; সঠিক রূপ হলো incautious।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 2 weeks ago
He did it for the sake of his family.
Here, the underlined part is an example of-
Created: 1 week ago
A
Adjective Phrase
B
Adverbial Phrase
C
Noun Phrase
D
Phrase Preposition
Phrase Preposition – Example and Explanation
-
Example Sentence:
He did it for the sake of his family.-
Underlined part: for the sake of
-
Function: Phrase Preposition
-
-
Explanation:
-
A phrase preposition is a group of words functioning together as a preposition
-
It usually begins and ends with a preposition
-
Common examples: in front of, because of, according to, in spite of
-
In the sentence, for the sake of acts as a preposition linking the action to its purpose
-
-
More Examples:
-
The match was canceled on account of rain.
-
The car is parked in front of the gate.
-

0
Updated: 1 week ago
'There was a small reception following the wedding'. the word 'following' in the sentence above is a/an-
Created: 4 days ago
A
preposition
B
adjective
C
adverb
D
noun
বাক্যটি হলো – “There was a small party following the ceremony.”
এখানে following শব্দটি Preposition হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ, এটি ceremony নামক Noun-এর আগে বসে party এবং ceremony-এর মধ্যে সম্পর্ক প্রকাশ করছে। অর্থাৎ অনুষ্ঠানের পর একটি ছোট পার্টি হয়েছিল—এই অর্থ বোঝাতে following ব্যবহৃত হয়েছে।
✦ মনে রাখতে হবে, Preposition সবসময় কোনো Noun বা Pronoun-এর আগে বসে এবং বাক্যে তাদের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক নির্দেশ করে।
Source: A Passage to the English Language – S.M. Zakir Hussain

0
Updated: 4 days ago