সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
A
নয়াদিল্লি
B
কলম্বো
C
ঢাকা
D
কাঠমান্ডু
উত্তরের বিবরণ
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SAARC Disaster Management Centre)
SAARC
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation
-
এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
-
প্রতিষ্ঠিত: ৮ ডিসেম্বর, ১৯৮৫, ঢাকায়।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা: ৮টি।
সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ:
-
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গান্ধীনগর, গুজরাট, ভারত
-
সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলংকা
-
কৃষি ও আবহাওয়া গবেষণা কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ
-
যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল
-
শক্তি কেন্দ্র: পাকিস্তান
-
বন গবেষণা কেন্দ্র: থিম্পু, ভুটান
-
মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান
-
উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র: মালদ্বীপ
মূল তথ্য:
-
প্রথমে ২০০৬ সালে নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।
-
২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, বন কেন্দ্র এবং উপকূলীয় কেন্দ্রকে একীভূত করে কেন্দ্রটি গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
-
বর্তমানে এই কেন্দ্র গুজরাট, গান্ধীনগরে কার্যক্রম পরিচালনা করছে।
উৎস: SAARC ওয়েবসাইট
0
Updated: 1 month ago
ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
Created: 2 months ago
A
আসাম
B
মিজোরাম
C
ত্রিপুরা
D
নাগাল্যান্ড
ভারত ও বাংলাদেশের সীমান্ত
-
নাগাল্যান্ডের সীমান্ত:
ভারতের নাগাল্যান্ড রাজ্যের সঙ্গে বাংলাদেশ সরাসরি কোনো সীমান্ত ভাগাভাগি করে না। -
সেভেন সিস্টার্স (Seven Sisters):
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে একত্রে “সেভেন সিস্টার্স” বলা হয়।-
এই রাজ্যগুলো হলো: আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম।
-
-
বাংলাদেশের সঙ্গে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সীমান্ত:
বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৫টি রাজ্যের সীমান্ত আছে, যার মধ্যে সেভেন সিস্টার্সের ৪টি রাজ্য রয়েছে।-
এই রাজ্যগুলো হলো:
-
আসাম
-
মেঘালয়
-
ত্রিপুরা
-
মিজোরাম
-
-
উল্লেখ্য: সেভেন সিস্টার্সভুক্ত মনিপুর, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের সঙ্গে বাংলাদেশ কোনো সীমান্ত ভাগ করে না।
-
এছাড়াও, পশ্চিমবঙ্গ ভারতের অন্য একটি রাজ্য, যা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
-
বাংলাদেশের সীমান্তে অন্যান্য তথ্য:
-
বাংলাদেশ মোট ৩২টি জেলার মাধ্যমে আন্তর্জাতিক সীমান্তে যুক্ত।
-
ভারতের সঙ্গে: ৩০টি জেলা
-
মিয়ানমারের সঙ্গে: ৩টি জেলা
-
-
বাংলাদেশের রাঙামাটি জেলা হলো একমাত্র জেলা, যার সঙ্গে উভয় দেশের (ভারত ও মিয়ানমার) সীমান্ত রয়েছে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা।
-
তথ্যসূত্র: Britannica, ওয়ার্ল্ড অ্যাটলাস, জাতীয় তথ্য বাতায়ন।
0
Updated: 2 months ago
কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
Created: 3 weeks ago
A
সাইপ্রাস
B
আলজেরিয়া
C
ইস্টোনিয়া
D
মাল্টা
ইউরোপীয় ইউনিয়ন গঠনের ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
রোম চুক্তি (Treaty of Rome) এর মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (European Economic Community) প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে রূপ নেয় বর্তমানের European Union (EU)-এ।
-
প্রতিষ্ঠার সময় ইইউ-এর সদস্য রাষ্ট্র ছিল ৬টি দেশ।
-
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের সংখ্যা ২৭টি।
-
এদের মধ্যে ২০টি দেশ Euro (একক মুদ্রা) গ্রহণ করেছে।
-
সর্বশেষ যে দেশটি ইউরো মুদ্রা গ্রহণ করেছে সেটি হলো Croatia (১ জানুয়ারি, ২০২৩)।
-
ইইউ-এর সদর দপ্তর Brussels, Belgium-এ অবস্থিত।
-
সদস্য রাষ্ট্রগুলো হলো: Austria, Belgium, Bulgaria, Croatia, Republic of Cyprus, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Ireland, Italy, Latvia, Lithuania, Luxembourg, Malta, Netherlands, Poland, Portugal, Romania, Slovakia, Slovenia, Spain and Sweden।
-
Algeria হলো আফ্রিকা মহাদেশের একটি দেশ এবং এটি European Union-এর সদস্য নয়।
0
Updated: 3 weeks ago
কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
Created: 1 month ago
A
পার্বত্য বন
B
শালবন
C
মধুপুর বন
D
ম্যানগ্রোভ বন
ম্যানগ্রোভ বলতে মূলত জোয়ার-ভাটার প্রভাবে প্লাবিত বিস্তীর্ণ উপকূলীয় জলাভূমিকে বোঝায়। এ বন দিনে দু’বার লোনা পানির সংস্পর্শে আসে বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এর বিস্তৃতি ঘটেছে, যা সুন্দরবন নামে সর্বাধিক পরিচিত এবং পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে খ্যাত।
-
ম্যানগ্রোভ বন উপকূলীয় বন।
-
সুন্দরবনের ৬২ শতাংশ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এবং অবশিষ্ট অংশ ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলায় বিস্তৃত।
-
এ বনাঞ্চলের আয়তন প্রায় ৬১১৭ বর্গমাইল, যা বাংলাদেশের মোট আয়তনের প্রায় ৪.০৭ শতাংশ।
-
এখানে জন্মানো বৃক্ষসমূহ লোনা পানি সহনশীল এবং এদের বিশেষ বৈশিষ্ট্য হলো জরায়ুজ অঙ্কুরোদগম।
-
সুন্দরবনের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৬৫১ থেকে ১৭৭৮ মি.মি.।
-
মাটিতে অতিরিক্ত লবণ ও পচা জৈব পদার্থ থাকায় অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, ফলে গাছপালা শ্বাসমূল (pneumatophores) তৈরি করে।
-
বৃক্ষসমূহ চিরহরিৎ প্রকৃতির।
-
ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী, ধুন্দুল, গরান, বাইন, কেওড়া, পশুর, গোলপাতা ও হেন্তাল।
-
উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ ও বানর।
0
Updated: 1 month ago