নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়?
A
হিজল
B
করচ
C
ডুমুর
D
গজারী
উত্তরের বিবরণ
জলজ উদ্ভিদ
-
জলজ উদ্ভিদগুলো সহজে পানিতে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী (air cavities) থাকে।
-
অধিকাংশ জলজ উদ্ভিদের কাণ্ড ফাঁপা ও হালকা, যা ভাসতে সাহায্য করে।
-
এই বায়ু কুঠুরী পানিতে ভাসতে সাহায্য করার পাশাপাশি অক্সিজেনও সংরক্ষণ করে।
-
উদাহরণ: করচ, হিজল, ডুমুর।
সালোকসংশ্লেষণ সম্পর্কিত তথ্য:
-
জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাই-অক্সাইড (CO₂) গ্রহণ করে।
-
বায়ুমণ্ডলে CO₂ মাত্র ০.০৩%, কিন্তু পানিতে ০.৩% থাকে। তাই জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার স্থলজ উদ্ভিদের তুলনায় বেশি।
গজারী (শাল)
-
গজারীর অপর নাম শাল।
-
গাছ কাটার পর গোড়া থেকে নতুন চারা জন্মায়, এজন্য গজারী নামটি এসেছে বলে ধারণা করা হয়।
-
লাল মাটির পাহাড় ও ছোট টিলা জমিতে ভালো জন্মায়।
-
গজারী জলজ উদ্ভিদ নয় এবং পানিতে বেশি দিন বাঁচতে পারে না।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
0
Updated: 1 month ago
UDMC-এর পূর্ণরূপ হলাে:
Created: 1 month ago
A
United Disaster Management Centre
B
Union Disaster Management Committee
C
Union Disaster Management Centre
D
None of the above
UDMC বা Union Disaster Management Committee ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে এবং বিভিন্ন পর্যায়ের কয়েকজন সদস্য নিয়ে গঠিত হয়।
কমিটি মূলত দুর্যোগ ঝুঁকি চিহ্নিতকরণ, পূর্বপ্রস্তুতি, সতর্কতা প্রদান, উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করে। স্বাভাবিক সময়ে প্রতি মাসে অন্তত একবার UDMC এর সভা অনুষ্ঠিত হয়।
-
গঠন: UDMC-এর সদস্যরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এনজিও কর্মকর্তা, দুর্যোগে প্রভাবিত গোষ্ঠীর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইউনিয়ন পরিষদের সচিব।
-
কার্যক্রম: স্বাভাবিক সময়ে একটি করে সভা অনুষ্ঠিত হয়, তবে দুর্যোগকালীন সময়ে একাধিক সভার মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার পূর্ণরূপ:
-
NDMC: National Disaster Management Council
-
NDMAC: National Disaster Management Advisory Committee
-
DDMC: District Disaster Management Committee
-
UZDMC: Upazila Disaster Management Committee
0
Updated: 1 month ago
বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?
Created: 2 months ago
A
হবিগঞ্জ
B
গোপালগঞ্জ
C
কিশোরগঞ্জ
D
মুন্সীগঞ্জ
নিচু ভূমি বলতে আমরা সাধারণত হাওর, বাওর, বিল ও খালের এলাকায় বিস্তৃত সমতল ও পানিবদ্ধ এলাকা বুঝি। বাংলাদেশের সবচেয়ে বড় হাওরভূমি এবং বিলাঞ্চল উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান করে,
বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায়। এ অঞ্চলের ভূ-প্রকৃতি প্রাকৃতিকভাবে সমতল ও পানিবদ্ধ, তাই কিশোরগঞ্জ জেলায় সবচেয়ে বেশি নিচু ভূমি রয়েছে।
কিশোরগঞ্জ জেলা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
অবস্থান: ২৪°০২' থেকে ২৪°৩৮' উত্তর অক্ষাংশ, উত্তরে ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ, দক্ষিণে নরসিংদী, পূর্বে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া, পশ্চিমে গাজীপুর ও ময়মনসিংহ।
-
নদ-নদী: নরসুন্দা, পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনী, সুতী, ঘোড়াউত্রা, ধনু, বৌলাই, আড়িয়ালখাঁ প্রভৃতি।
-
অর্থনীতি: হাওরের উপর নির্ভরশীল, বিশেষ করে মাছ ধরার জন্য।
-
জলবায়ু: গড় তাপমাত্রা ২৪.৭°C, গ্রীষ্মকালে বেশি বৃষ্টিপাত, বার্ষিক বৃষ্টিপাত ২২৫০ মিমি।
-
প্রশাসন: ১৮৬০ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত, ১৯৮৪ সালে জেলা হিসেবে রূপান্তরিত।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন
0
Updated: 2 months ago
কোনটি জলবায়ুর উপাদান নয়?
Created: 1 month ago
A
উষ্ণতা
B
আর্দ্রতা
C
সমুদ্রস্রোত
D
বায়ুপ্রবাহ
জলবায়ু
-
কোনো স্থানের বায়ুর তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বাতাসের প্রবাহের যে দৈনন্দিন অবস্থা দেখা যায়, তাকে আবহাওয়া বলে।
-
কিন্তু দীর্ঘ সময় ধরে (প্রায় ৩০ থেকে ৪০ বছর) কোনো অঞ্চলের আবহাওয়ার গড় অবস্থাকেই জলবায়ু বলা হয়।
-
অর্থাৎ জলবায়ু হলো কোনো অঞ্চলের দীর্ঘদিনের বায়ুমণ্ডলের নিম্নস্তর বা ট্রপোমণ্ডলের সার্বিক চিত্র।
আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান
-
বায়ুর তাপমাত্রা বা উষ্ণতা
-
বায়ুর চাপ
-
বায়ুর আর্দ্রতা
-
বৃষ্টিপাত
মনে রাখতে হবে, সমুদ্রস্রোত জলবায়ুর সরাসরি উপাদান নয়, এটি জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম–দশম শ্রেণি
0
Updated: 1 month ago