স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
A
৯ টি
B
১০ টি
C
১১ টি
D
১২ টি
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের সেক্টর ও সাব-সেক্টরসমূহ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশকে সামরিকভাবে পরিচালনার সুবিধার্থে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়। এই ১১টি সেক্টরের অধীনে আরও ৬৪টি সাব-সেক্টর গঠন করা হয়।
১ নম্বর সেক্টর গঠিত হয় চট্টগ্রাম অঞ্চল নিয়ে। শুরুতে এই সেক্টরের নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান; পরে এই দায়িত্বে ছিলেন মেজর রফিকুল ইসলাম।
২ নম্বর সেক্টর গঠন করা হয় ঢাকা ও কুমিল্লা অঞ্চল নিয়ে। প্রাথমিকভাবে এর দায়িত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ, যার পর নেতৃত্ব দেন মেজর এ.টি.এম. হায়দার।
এছাড়া, নৌবাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ সেক্টর, ১০ নম্বর সেক্টর, গঠন করা হয়। এই সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার নিযুক্ত ছিলেন না।
তথ্যসূত্র:
-
বাংলাপিডিয়া

0
Updated: 3 months ago
মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 3 days ago
A
মেজর জিয়াউর রহমান
B
মেজর চিত্তরঞ্জন দত্ত
C
মেজর এ.এন.এম নূরুজ্জামান
D
মেজর জয়নাল আবেদীন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেক্টর এবং সেক্টর কমান্ডারদের দায়িত্ব ও নেতৃত্ব নিম্নরূপ ছিল। প্রতিটি সেক্টর স্বাধীনভাবে পরিচালিত হলেও তাদের কাজের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া।
-
১ নং সেক্টর: সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান, পরে দায়িত্ব গ্রহণ করেন মেজর রফিকুল ইসলাম।
-
২ নং সেক্টর: প্রথমে কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে দায়িত্ব নেন মেজর এ.টি.এম হায়দার।
-
৩ নং সেক্টর: প্রথমে কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ, পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান দায়িত্ব গ্রহণ করেন।
-
৪ নং সেক্টর: কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত, পরে দায়িত্ব নেন ক্যাপ্টেন এ. রব।
-
৫ নং সেক্টর: কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
-
৬ নং সেক্টর: কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম. খাদেমুল বাশার।
-
৭ নং সেক্টর: প্রথমে কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক, পরে দায়িত্ব নেন সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
-
৮ নং সেক্টর: কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, পরে দায়িত্ব নেন মেজর এম.এ মঞ্জুর।
-
৯ নং সেক্টর: কমান্ডার ছিলেন প্রথমে মেজর এম.এ জলিল, পরে দায়িত্ব নেন মেজর এম.এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদীন।
-
১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত ছিল; এই সেক্টরের নিয়মিত কোনো কমান্ডার ছিলেন না।

0
Updated: 3 days ago
মুক্তিযুদ্ধে মেজর এম.এ জলিল কোন সেক্টরের নেতৃত্বে ছিলেন?
Created: 3 weeks ago
A
৭নং সেক্টর
B
৬নং সেক্টর
C
৯নং সেক্টর
D
৮নং সেক্টর
মুক্তিযুদ্ধে ৯নং সেক্টর
-
অঞ্চল: বরিশাল ও পটুয়াখালী জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ
-
হেডকোয়ার্টার: বশিরহাটের নিকটবর্তী টাকি
-
সেক্টর কমান্ডার:
-
প্রাথমিক: মেজর এম.এ জলিল
-
পরে: মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন
-
-
মুক্তিযোদ্ধার সংখ্যা: প্রায় ২০,০০০
-
সাব-সেক্টর: টাকি, হিঙ্গলগঞ্জ ও শমসেরনগর
-
ডিসেম্বর মাস: চূড়ান্ত আক্রমণের পূর্বে ৯নং সেক্টরকে ৮নং সেক্টরের সঙ্গে একীভূত করা হয়; দায়িত্ব অর্পিত হয় মেজর মঞ্জুরের উপর
উল্লেখযোগ্য অন্যান্য সেক্টর কমান্ডার:
-
৭নং সেক্টর: মেজর নাজমুল হক, পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান
-
৬নং সেক্টর: উইং কমান্ডার এম. খাদেমুল বাশার
-
৮নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী, পরে মেজর এম.এ মঞ্জুর
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম?
Created: 1 day ago
A
রংপুর
B
সিলেট
C
খুলনা
D
রাজশাহী
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ইন্টারনেট ব্যবহার
-
ইন্টারনেট ব্যবহারকারী (৫ বছর ও তদূর্ধ্ব):
-
মোট ব্যবহারকারী: ৩০.৬৯%
-
পুরুষ ব্যবহারকারী: ৩৮.০৪%
-
নারী ব্যবহারকারী: ২৩.৫২%
-
-
বিভাগভিত্তিক ব্যবহার:
-
ঢাকা বিভাগে সর্বাধিক: ৪০.৪২%
-
রংপুর বিভাগে সর্বনিম্ন: ২৩.৫২%
-
-
শহর ও গ্রাম:
-
শহরে: ৪১.৩০%
-
গ্রামে: ২৫.৭৩%
-
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 day ago