I will call you when I reach home. The underlined part is an example of -
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
Principal clause
উত্তরের বিবরণ
• I will call you when I reach home.
-
Underlined part: when I reach home
-
Type: Adverb clause (of time)
-
Explanation:
-
এখানে when I reach home কাজটি (call) কখন ঘটবে তা নির্দেশ করছে।
-
যেহেতু এটি verb (call) কে modify করছে এবং সময় নির্দেশ করছে, তাই এটি adverbial clause of time।
-
Adverbial Clause:
-
একটি subordinate clause যা বাক্যে adverb-এর মতো কাজ করে।
-
এটি verb, adjective, বা অন্য adverbial clause কে modify করে।
-
সাধারণত time, place, cause, effect, purpose, manner ইত্যাদি প্রকাশ করে।
0
Updated: 1 month ago
He studies _____ French and wants to visit ______ France someday.
Created: 2 months ago
A
the, the
B
no article, the
C
no article, no article
D
the, no article
Article (নিবন্ধক)
সংজ্ঞা:
-
Article হলো শব্দ যা Noun বা Pronoun-এর আগে বসে তাদের সংখ্যা, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে।
প্রধান দুই ধরণ:
-
Indefinite Articles:
A,An -
Definite Article:
The
নিয়মাবলী:
-
ভাষার নামের আগে Article ব্যবহার হয় না।
-
উদাহরণ:
French→ No article
-
-
দেশের নাম সাধারণত নির্দিষ্ট proper noun, তাই এর আগে Article লাগে না।
-
উদাহরণ:
France→ No article
-
-
জাতির নামের আগে সাধারণত
theব্যবহার হয়।
উদাহরণপূর্ণ বাক্য:
He studies French and wants to visit France someday.
তথ্যসূত্র: Advanced Learner's Communicative English Grammar & Composition – Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
You used to smoke, ____?
Created: 1 month ago
A
haven’t you?
B
did you?
C
don’t you?
D
didn’t you?
এই প্রশ্নে “used to” বাক্যের সাথে সঠিক question tag নির্ধারণ করতে হবে। সঠিক উত্তর হলো— didn’t you?
-
মূল বাক্য: You used to smoke, ____?
-
“Used to” বোঝায় যে অতীতে কোনো অভ্যাস ছিল কিন্তু এখন নেই।
-
এটি past tense, তাই question tag হবে negative past tense: didn’t you?
-
সঠিক বাক্য হবে: You used to smoke, didn’t you? → “তুমি আগে ধূমপান করতে়, তাই না?”
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) haven’t you? → এটি present perfect tense-এর জন্য, এখানে প্রযোজ্য নয়।
-
খ) did you? → মূল বাক্য affirmative, তাই tag হবে negative।
-
গ) don’t you? → এটি present tense-এর tag, কিন্তু “used to” অতীতকাল বোঝায়, তাই ভুল।
0
Updated: 1 month ago
The synonym of the word "Weary" is -
Created: 1 month ago
A
Exhausted
B
Rested
C
RejuvenaHeedted
D
Heed
• Weary (Adjective, Verb)
- English Meaning: feeling or showing extreme tiredness, especially as a result of excessive exertion.
- Bangla Meaning: ক্লান্ত; ক্লান্তিকর; ক্লান্তিব্যঞ্জক।
• Synonym: Tired, Exhausted, Wearied, Drained.
• Antonym: Unwearied, Rested, Fresh, Rejuvenated.
• উল্লিখিত অপশনগুলো,
- Exhausted - ক্লান্ত; অবসন্ন;
- Rested - বিশ্রান্ত;
- Rejuvenated - সঞ্জীবিত ;
- Heed - অবধান/কর্ণপাত করা; সাবধান হওয়া।
• Example sentence:
- She grew weary of the constant arguments.
- After working all day, he felt extremely weary.
0
Updated: 1 month ago