Nun is -
A
Masculine gender
B
Feminine gender
C
Common gender
D
Neuter gender
উত্তরের বিবরণ
• Nun
-
Bangla Meaning: মঠবাসিনী; সন্ন্যাসিনী
-
Gender: Feminine
-
Masculine counterpart: Monk (সন্ন্যাসী)
Source: Accessible Dictionary
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
The womens is in the park.
B
The women are in the park.
C
The womens are in the park.
D
The women is in the park.
সঠিক উত্তর হলো খ) The women are in the park।
-
Woman মানে একজন মহিলা (singular)
-
Women মানে একাধিক মহিলা (plural)
-
ইংরেজিতে "womens" বলে কোনো শব্দ নেই, তাই এটি ভুল
-
যেহেতু subject হলো women (plural), তাই verb হবে are
-
সুতরাং সঠিক বাক্য হলো: The women are in the park
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
One of my friend is a doctor.
B
One of my friends are a doctor.
C
One of my friends is a doctor.
D
One of my friend are a doctor.
সঠিক উত্তর হলো গ) One of my friends is a doctor। এখানে "friends" বহুবচন, কারণ "one of" মানে হলো "অনেকের মধ্যে একজন"। তবে "one" নিজেই একবচন subject, তাই এর সঙ্গে is ব্যবহার করা হয়। বাক্যে "One of my friends is" subject-verb agreement অনুযায়ী সঠিক।
-
ক) One of my friend is a doctor
-
ভুল, কারণ "friend" একবচন; "one of" এর পরে বহুবচন noun থাকা উচিত, যেমন "friends"।
-
-
খ) One of my friends are a doctor
-
ভুল, কারণ "one" একবচন subject, তাই are নয়, is ব্যবহার করতে হবে।
-
-
ঘ) One of my friend are a doctor
-
ভুল, কারণ "friend" একবচন noun এবং "are" বহুবচন verb—উভয়ই ভুল।
-
0
Updated: 1 month ago
To 'raise one's brows' indicate-
Created: 2 months ago
A
annoyance
B
disapproval
C
indifference
D
surprise
To 'raise one's brows' indicate - surprise.
• Raise your eyebrows
English Meaning: to show surprise by moving your eyebrows upwards.
Bangla Meaning: বিস্মিত হওয়া / চোখ কপালে উঠা।
Ex. Sentence: He raised his eyebrows at my explanation.
Bangla Meaning: আমার ব্যাখ্যা শুনে সে বিস্মিত হলো।
ঘ) surprise (noun) [countable noun, uncountable noun]
- চমক; বিস্ময়; আশ্চর্য; চমৎকৃত; চমৎক্রিয়।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) annoyance (noun) [Uncountable noun] [Countable noun]
- বিরক্তি; অসন্তোষ: বিরক্তিকর বস্তু বা বিষয়
খ) disapproval (noun)
- অননুমোদন।
গ) indifference (noun) [uncountable noun]
- ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।
Source: Live MCQ Lecture.
0
Updated: 2 months ago