A
ইথিওপিয়া
B
জাম্বিয়া
C
লাইবেরিয়া
D
জিবুতি
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
সামরিক ঘাঁটি
আফ্রিকার সাথে শান্তি ও নিরাপত্তা সম্পর্ক গড়া চীনের পররাষ্ট্রনীতি অন্যতম দিক।
- সেই লক্ষ্যে ২০১৭ সালের আগস্টে চীন দেশের বাইরে জিবুতিতে নিজেদের প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে।
- দেশটির কৌশলগত অবস্থানের কারণে চীন এই দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য,
- পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি।
- এটি লোহিত সাগর হয়ে সুয়েজ খালে প্রবেশদ্বারের কাছে রয়েছে।
- চীন ২০১৭ সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে।
- ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
২০১৫ সালে আফ্রিকার দেশগুলোর এক সম্মেলনে আফ্রিকার উন্নয়নে ছয় হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় চীন।
উৎস: BBC.

0
Updated: 1 day ago
রাফাল (Rafale) যুদ্ধবিমান কোন দেশের তৈরী?
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
উৎপাদক ও তথ্য:
-
কোম্পানি: ড্যাসল্ট অ্যাভিয়েশন (Dassault Aviation)
-
প্রথম উড্ডয়ন: ১৯৮৬
-
ফরাসি বিমান বাহিনীতে প্রবর্তন: ২০০৬
-
ফরাসি নৌবাহিনীতে প্রবর্তন: ২০০৪
-
ধরণ: Omnirole / মাল্টিরোল ফাইটার
-
প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী ও দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী অপারেশন, পারমাণবিক প্রতিরক্ষা
ভারতের সাথে সম্পর্ক:
-
২০২৫ সালের মে মাসে ভারত রাফাল বিমান ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ চালায়
-
ভারত বর্তমানে ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে
-
ফ্রান্স থেকে আরও ২৬টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে
প্রাসঙ্গিক বিষয়: আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি / সামরিক বিমান প্রযুক্তি
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন

0
Updated: 3 weeks ago