Would you mind ______?
A
send me the details
B
to send me the details
C
to sending me the details
D
sending me the details
উত্তরের বিবরণ
Complete Sentence:
-
Would you mind sending me the details?
অর্থ: আপনি কি আমাকে বিস্তারিত তথ্য পাঠাতে বিরক্ত হবেন?
ব্যাখ্যা:
-
“Would you mind” ব্যবহৃত হলে, এর পর verb-এর মূল রূপের সাথে -ing যুক্ত করা হয়।
-
এটি সাধারণত ভদ্রভাবে অনুরোধ করার জন্য ব্যবহৃত হয়।
Structure:
উদাহরণ:
-
Would you mind coming to my house? (আপনি কি আমার বাড়িতে আসতে বিরক্ত হবেন?)
-
Would you mind taking a cup of tea? (আপনি কি এক কাপ চা নেবার জন্য বিরক্ত হবেন?)
-
Would you mind giving me some money? (আপনি কি আমাকে কিছু টাকা দেওয়ার জন্য বিরক্ত হবেন?)
0
Updated: 1 month ago
Transform it into a compound sentence:
Having finished my homework, I played football.
Created: 1 month ago
A
I had finished my homework and played football.
B
I finished my homework, played football.
C
I had finished my homework but played football.
D
I finished my homework and was playing football.
এই উদাহরণে একটি Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ রূপান্তর দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী Perfect Participle phrase এর পরিবর্তে Past Perfect verb ব্যবহার করে এবং সাথে and বসিয়ে বাক্যকে Compound আকারে লেখা হয়।
-
Simple Sentence: Having finished my homework, I played football.
-
Compound Sentence: I had finished my homework and played football.
Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ রূপান্তরের নিয়ম:
-
প্রথমে Subject বসবে।
-
এরপর Simple Sentence-এর Perfect Participle-এর Past Perfect form বসবে।
-
তারপর and বসবে।
-
শেষে বাক্যের বাকি অংশ বসবে।
উদাহরণ:
-
Simple: Having forgotten him, I went out.
-
Compound: I had forgotten him and went out.
তুমি চাইলে আমি আরও কয়েকটি নতুন উদাহরণ যুক্ত করে দিতে পারি কি?
0
Updated: 1 month ago
"By all means" means-
Created: 2 weeks ago
A
Meaningless
B
Meaningful
C
Certainly
D
Uncertainly
By all means একটি ইংরেজি বাগ্ধারা (Idiom), যা সাধারণত অনুমতি দেওয়া, সম্মতি প্রকাশ করা বা দৃঢ়ভাবে সমর্থন জানানো বোঝাতে ব্যবহৃত হয়। এটি প্রায়ই সৌজন্যপূর্ণভাবে কারও অনুরোধে সম্মতি দিতে ব্যবহৃত হয়।
ইংরেজি অর্থ: Of course / Certainly (granting permission).
বাংলা অর্থ: খুব আগ্রহের সাথে অনুমতি দেওয়া বোঝাতে ব্যবহৃত হয়; অবশ্যই, নিশ্চয়ই।
সমার্থক শব্দ (Synonyms): Certainly (নিশ্চিত), Indeed, Of course, Definitely.
উদাহরণ বাক্য:
-
‘Can I come and have a look at your house?’ – ‘Yes, by all means.’
বাংলা অর্থ: ‘আমি কি এসে আপনার ঘরটি দেখতে পারি?’ – ‘হ্যাঁ, অবশ্যই।’
উল্লিখিত অন্যান্য অপশনগুলোর অর্থ:
-
Meaningless: অর্থহীন।
-
Meaningful: অর্থপূর্ণ।
-
Uncertainty: পরিবর্তনশীল, অস্থির বা অনিশ্চিত অবস্থা।
0
Updated: 2 weeks ago
They prepared ___ lovely dinner for the guests.
Created: 1 month ago
A
a
B
an
C
the
D
Zero article
নিয়ম:
-
Meals-এর আগে সাধারণত a/an ব্যবহার করা হয় না।
-
উদাহরণ: I have breakfast at 8 a.m.
-
এখানে breakfast noun, কিন্তু সাধারণ নামের meal, তাই article লাগে না।
-
-
Meals-এর আগে যদি adjective থাকে, তাহলে a/an ব্যবহার করা হয়।
-
উদাহরণ: We had a good breakfast yesterday.
-
এখানে good adjective, তাই a লাগে।
-
Complete sentence:
-
They prepared a lovely dinner for the guests.
-
এখানে lovely adjective, তাই a বসানো হয়েছে।
Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
0
Updated: 1 month ago