A
চীন, রাশিয়া
B
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
C
জাপান, থাইল্যান্ড
D
তাইওয়ান, হংকং
উত্তরের বিবরণ
সানশাইন পলিসি (Sunshine Policy)
-
সানশাইন পলিসি মূলত উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য তৈরি করা হয়।
-
১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এই নীতি গ্রহণ করে।
-
নীতির উদ্দেশ্য ছিল দুই কোরিয়ার মধ্যে বৈঠক ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করা।
-
এই নীতি ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত কার্যকর ছিল।
মূল প্রবক্তা:
-
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং ছিলেন।
-
সানশাইন পলিসি বাস্তবায়নের কারণে তিনি ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
নীতির মূল তিনটি দিক:
-
উত্তরের কোনো সশস্ত্র উস্কানিকে সহ্য করা হবে না।
-
দক্ষিণ কোনোভাবেই উত্তরের উপর আধিপত্য বিস্তার করবে না।
-
দক্ষিণ সক্রিয়ভাবে সহযোগিতার প্রচেষ্টা করবে।
উৎস: Britannica

0
Updated: 1 day ago
জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কী বুঝায়?
Created: 1 day ago
A
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
B
পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
C
পাঁচটি জাতিসংঘ সংস্থা
D
উপরের কোনোটিই নয়
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UN Security Council)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫ জন সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশগুলো, যাদের একত্রে পি-৫ (P5) বলা হয়। এই পাঁচ স্থায়ী সদস্য হলো:
-
চীন
-
ফ্রান্স
-
রাশিয়া
-
যুক্তরাজ্য
-
যুক্তরাষ্ট্র
নিরাপত্তা পরিষদ নতুন সদস্য রাষ্ট্রের নির্বাচন এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে নিয়োগে সুপারিশ প্রদান করে। উদাহরণস্বরূপ:
-
সাধারণ পরিষদ নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদের সুপারিশ গ্রহণ করে।
-
মহাসচিব এবং আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ সুপারিশ করে।
-
মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে।
নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কিত বিস্তারিত জাতিসংঘ সনদের ২৩নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
উৎস: UN Security Council ওয়েবসাইট

0
Updated: 1 day ago
SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
Created: 1 week ago
A
১৯৬৯
B
১৯৭১
C
১৯৭৫
D
১৯৭৮
SDR (Special Drawing Rights) সংক্রান্ত সহজ ব্যাখ্যা
-
SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights।
-
প্রকৃতি: এটি IMF-এর নিজস্ব এক ধরনের ভার্চুয়াল সম্পদ; কোনো বাস্তব মুদ্রা নয়।
-
মূল উদ্দেশ্য: সদস্য দেশগুলোকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করা।
-
মূল্য নির্ধারণ: SDR-এর মান মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ড—এই পাঁচটি মুদ্রার একটি আনুপাতিক গড় হিসেবে নির্ধারিত হয়।
-
ব্যবহার:
-
কেন্দ্রীয় ব্যাংকগুলো SDR-এর মানকে তাদের রিজার্ভ হিসাবের অংশ হিসেবে গণনা করতে পারে।
-
যেকোনো দেশের মুদ্রার সঙ্গে SDR বিনিময় করা সম্ভব।
-
-
মূল্য হালনাগাদ: SDR-এর মূল্য প্রতিদিন লন্ডনের স্পট এক্সচেঞ্জ হারের ভিত্তিতে নির্ধারিত হয়।
-
ইতিহাস:
-
১৯৬৯ সালে IMF-এর Articles সংশোধন করা হয় SDR সুবিধা প্রবর্তনের জন্য।
-
১৯৭১ সালে মার্কিন ডলারের সাথে স্বর্ণের সম্পর্ক স্থগিত হওয়ার পর ব্রেটন উডস চুক্তি ভেঙে যায়।
-
১৯৭৩ সালে SDR পুনঃসজ্ঞায়িত করা হয় এবং একাধিক মুদ্রার ঝুড়ির সঙ্গে সংযুক্ত করা হয়।
-
-
অর্থ সংগ্রহের উৎস: IMF মূলত তিনটি উৎস থেকে তহবিল সংগ্রহ করে—(১) সদস্যদের চাঁদা, (২) ঋণ গ্রহণ, এবং (৩) দ্বিপক্ষীয় ঋণচুক্তি।
উৎস: IMF ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা-
Created: 2 weeks ago
A
২
B
৩
C
৪
D
১
ভারতের প্রধানমন্ত্রী
-
নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
-
তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুধুমাত্র মরিশাসের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
-
নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি (BJP) থেকে নির্বাচিত হন এবং তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।
ভারত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ।
-
রাজধানী: নয়া দিল্লি।
-
মুদ্রা: ভারতীয় রুপি।
-
প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
-
১৯৪৭ সালে ভারত দুইভাগে বিভক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়: হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান।
-
২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। তাই এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
-
২১ এপ্রিলকে সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়।
উৎস: টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, নরেন্দ্র মোদী ওয়েবসাইট, Britannica.

0
Updated: 2 weeks ago