A
কাটোউইস, পোল্যান্ড
B
প্যারিস, ফ্রান্স
C
রোম, ইতালি
D
বেইজিং ,চীন
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
২০১৮ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন ক্যাটওয়াইস জলবায়ু পরিবর্তন সম্মেলন নামেও পরিচিত। এটি পোল্যান্ডের ক্যাটওয়াইসে২ থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ তে অনুষ্ঠিত হয়েছিল।
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
উল্লেখ্য,
সর্বশেষ কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা পরিবেশের দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
কপ-২৮ সম্মেলনের সভাপতি ছিলেন আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।
২০২৩ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২৮ এ ১৯৯ সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল।
অন্যদিকে -
কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
উৎস: UNFCCC ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
Yalta Conference-এর একটি লক্ষ্য ছিল:
Created: 1 week ago
A
বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
B
জিব্রালটার প্রণালীর সুরক্ষা
C
জাতিসংঘ প্রতিষ্ঠা
D
যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
ইয়াল্টা সম্মেলন (Yalta Conference)
-
কবে ও কোথায়: ১৯৪৫ সালের ৪–১১ ফেব্রুয়ারি, সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টা শহরে।
-
কারা উপস্থিত ছিলেন: মিত্রশক্তির তিন নেতা – ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট (মার্কিন যুক্তরাষ্ট্র), উইনস্টন চার্চিল (যুক্তরাজ্য) ও জোসেফ স্ট্যালিন (সোভিয়েত ইউনিয়ন)।
-
পরিস্থিতি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে, জার্মানির পরাজয় প্রায় নিশ্চিত।
-
আলোচ্য বিষয়:
-
আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য একটি প্রতিষ্ঠান, যা পরবর্তীতে জাতিসংঘ (United Nations) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
জার্মানির ভবিষ্যৎ ভাগ্য।
-
পোল্যান্ডের ভবিষ্যত ও রাজনৈতিক সমস্যা।
-
-
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা (Veto Power) নির্ধারণ করা হয়।
ইয়াল্টা সম্মেলনকে ক্রিমিয়া সম্মেলন হিসেবেও উল্লেখ করা হয়।
উৎস: History.com

0
Updated: 1 week ago
হারারে'র পূর্ব নাম কি?
Created: 3 weeks ago
A
সলসবেরি
B
রোডেসিয়া
C
জিবুতি
D
জায়ারে
হারারে
-
জিম্বাবুয়ের রাজধানী শহর হারারে।
-
এটি দেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত।
-
আগে এর নাম ছিল সলসবেরি।
জিম্বাবুয়ে
-
জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ।
-
রাজধানী: হারারে
-
সরকারি ভাষা: ইংরেজি
-
মুদ্রা: জিম্বাবুয়ান ডলার
-
এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ।
অতিরিক্ত তথ্য
-
জিম্বাবুয়ের পুরনো নাম ছিল দক্ষিণ রোডেশিয়া।
-
ফরমোজার বর্তমান নাম হলো তাইওয়ান।
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago
'War and Peace' উপন্যাসের রচয়িতা -
Created: 1 week ago
A
লিও টলস্টয়
B
ডেভিড রিকার্ডো
C
কার্ল মার্কস
D
জেন অস্টিন
‘War and Peace’ উপন্যাসের রচয়িতা – লিও টলস্টয়
লিও টলস্টয় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান লেখক।
-
তিনি একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
-
শুরুতে টলস্টয় বাস্তববাদী গল্প এবং আংশিক আত্মজীবনীমূলক উপন্যাস লিখেছেন। পরে তিনি নৈতিক ও আধ্যাত্মিক বিষয়েও গুরুত্ব দিয়েছেন।
War and Peace সম্পর্কিত তথ্য:
-
লিও টলস্টয় ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা।
-
তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে ‘ইয়াসনায়া পলিয়ানা’ (Yasnaya Polyana) বসবাস করার সময় এই উপন্যাসের কাজ শুরু করেন।
-
উপন্যাসের একটি অংশ প্রথম প্রকাশিত হয় ১৮৬৫ সালে, যার শিরোনাম ছিল "The Year 1805"।
-
১৮৬৮ সালের মধ্যে তিনি আরও তিনটি অংশ প্রকাশ করেন এবং ১৮৬৯ সালে উপন্যাসটি সম্পূর্ণ রূপ পায়।
-
‘War and Peace’-এ টলস্টয় দেখিয়েছেন যে জীবনের উদ্দেশ্য এবং মান মূলত আমাদের প্রতিদিনের কাজ ও আচরণের মধ্যেই নিহিত।
লিও টলস্টয়-এর কিছু বিখ্যাত রচনা:
-
War and Peace (1869)
-
Anna Karenina (1878)
-
A Confession (1880)
-
The Death of Ivan Ilyich (1886)
-
Resurrection (1899)
উৎস: Britannica

0
Updated: 1 week ago