A
১৯৭৯ সালে
B
১৯৮২ সালে
C
১৯৮৩ সালে
D
১৯৯৮ সালে
উত্তরের বিবরণ
UNCLOS (United Nations Convention on the Law of the Sea)
-
পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea
-
ধরন: জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
-
প্রধান বিষয়: মৎস্য শিকার, নৌচলাচল, মহীসোপান (Continental shelf), গভীর সমুদ্র তল, বৈজ্ঞানিক গবেষণা, সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি
আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial Sea)
-
উপকূলীয় দেশের সার্বভৌমত্ব তার তটরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সমুদ্রের ওপর বজায় থাকে।
-
এই সমুদ্র অঞ্চলকেই আঞ্চলিক সমুদ্র অঞ্চল বলা হয়।
-
UNCLOS ১৯৮২ অনুযায়ী, এই দূরত্ব ১২ নটিক্যাল মাইল।
সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone – EEZ)
-
UNCLOS ১৯৮২ অনুযায়ী, উপকূলীয় দেশের অধিকার থাকে সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের।
-
এই অঞ্চলে উপকূলীয় দেশ একচেটিয়া অর্থনৈতিক অধিকার (যেমন: মাছ ধরার, তেল-গ্যাস অনুসন্ধান ইত্যাদি) ব্যবহার করতে পারে।
-
EEZ তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হয়।
মহীসোপান (Continental Shelf)
-
মহীসোপান হলো মহাদেশের সেই অংশ যা সমুদ্রের পানির মধ্যে বিস্তৃত থাকে এবং গভীরতা তুলনামূলকভাবে কম।
-
UNCLOS ১৯৮২ অনুযায়ী, উপকূলীয় দেশ সাধারণভাবে তার মহীসোপান তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল বা ২৫০০ মিটার গভীর সমুদ্র তল থেকে ১০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত করতে পারে।
উৎস: UNCLOS ওয়েবসাইট

0
Updated: 1 day ago
কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
Created: 1 month ago
A
রিচার্ড এম নিক্সন
B
জন এফ কেনেডি
C
লিন্ডন বেইনস জনসন
D
হ্যারি এস ট্রুম্যান
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট
কিউবার ক্ষেপণাস্ত্র সংকতিটি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঘটে যাওয়া একটি গম্ভীর ৩৫ দিনের সংঘর্ষ, যা বিশ্বব্যাপী একটি বড় রাজনৈতিক সংকটের রূপ নেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক শক্তি বিস্তারের দৌড়ে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
সেই সময়ের অর্থনৈতিক সঙ্কটের কারণে কিউবায় সমাজতান্ত্রিক মতাদর্শের প্রভাব ব্যাপক হারে বৃদ্ধি পায়।
১৯৬২ সালের অক্টোবর মাসে এই সংকট বিশেষ মাত্রা লাভ করে। যুক্তরাষ্ট্র তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইতালি ও তুরস্কে স্থাপনের জবাবে, সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করে।
ফ্লোরিডার উপকূল থেকে মাত্র ৯০ মাইল দূরে এই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দেয়।
এই পরিস্থিতিতে, ১৯৬২ সালের ২২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবার প্রতি নৌ অবরোধ ঘোষণা করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এই সংকটের ফলে ল্যাটিন আমেরিকার সমগ্র অঞ্চল যুদ্ধের উত্তেজনায় ধরা দেয় এবং বিশ্ব রাজনীতিতে একটি গুরুতর সংকট তৈরি হয়।
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট হিসেবে পরিচিত এই ঘটনা শীতল যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে তোলে এবং পারমাণবিক সংঘাতের সম্ভাবনাকে প্রায় বাস্তব আকার দেয়।
উৎস: Britannica.

0
Updated: 1 month ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল-
Created: 2 weeks ago
A
কমিন্টার্ন
B
কমিনফর্ম
C
কমেকন
D
কোনোটিই নয়
COMECON (কোমেকন)
-
COMECON এর পূর্ণরূপ হলো Council for Mutual Economic Assistance।
-
এটি সোভিয়েত ইউনিয়ন এবং তার সহযোগী পূর্ব ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং সমন্বয় ঘটানোর উদ্দেশ্যে ১৯৪৯ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাতা দেশগুলো ছিল সোভিয়েত ইউনিয়ন এবং পোল্যান্ড।
-
পরে এতে পূর্ব জার্মানি, আলবেনিয়া, উত্তর কোরিয়া, উত্তর ভিয়েতনাম সদস্য হিসেবে যোগ দেয়।
-
COMECON কার্যকর ছিল ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 2 weeks ago
IMF (International Monetary Fund) is the result of -
Created: 2 weeks ago
A
Hawana Conference
B
Geneva Conference
C
Rome Conference
D
Brettonwood Conference
IMF (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: International Monetary Fund
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
সদস্য সংখ্যা: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন, ইউরো, চীনা ইউয়ান
Bretton Woods Conference
-
সময় ও স্থান: ১-২২ জুলাই, ১৯৪৪, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৪৪টি
-
প্রধান উদ্যোক্তা: হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র) ও জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্য)
-
তাদেরকে IMF ও World Bank-এর Founding Fathers বলা হয়
-
সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি প্রতিষ্ঠান গড়ার:
১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
২. আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (World Bank) -
এই এবং আরও কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান একত্রে পরিচিত Bretton Woods Institutions নামে
উৎস: U.S. Department of State।

0
Updated: 2 weeks ago