জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কী বুঝায়?
A
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
B
পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
C
পাঁচটি জাতিসংঘ সংস্থা
D
উপরের কোনোটিই নয়
উত্তরের বিবরণ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UN Security Council)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫ জন সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশগুলো, যাদের একত্রে পি-৫ (P5) বলা হয়। এই পাঁচ স্থায়ী সদস্য হলো:
-
চীন
-
ফ্রান্স
-
রাশিয়া
-
যুক্তরাজ্য
-
যুক্তরাষ্ট্র
নিরাপত্তা পরিষদ নতুন সদস্য রাষ্ট্রের নির্বাচন এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে নিয়োগে সুপারিশ প্রদান করে। উদাহরণস্বরূপ:
-
সাধারণ পরিষদ নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদের সুপারিশ গ্রহণ করে।
-
মহাসচিব এবং আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ সুপারিশ করে।
-
মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে।
নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কিত বিস্তারিত জাতিসংঘ সনদের ২৩নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
উৎস: UN Security Council ওয়েবসাইট
0
Updated: 1 month ago
'The One Big Beautifull Bill Act' এ USA হতে remittance প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে?
Created: 1 month ago
A
৫%
B
৩%
C
১%
D
২%
'The One Big Beautiful Bill Act' যুক্তরাষ্ট্রে পাসকৃত একটি বিতর্কিত আইন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনায় সামনে আসে এবং এতে remittance বা বিদেশে অর্থ পাঠানোর ওপর কর আরোপ করা হয়।
এই বিলটি ২০২৫ সালের জুলাই মাসে কংগ্রেসে পাস হয় এবং ৪ জুলাই স্বাক্ষরিত হয়।
মূলত কর নীতি, ব্যয় সংকোচন এবং সামরিক ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধিই ছিল এর প্রধান উদ্দেশ্য। নিচে মূল তথ্যগুলো দেওয়া হলো:
-
নতুন কর ব্যবস্থা: শুরুতে প্রস্তাব করা হয়েছিল বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ৫% কর। পরবর্তীতে তা কমিয়ে ৩.৫% করা হয় এবং সর্বশেষ ১% কর ধার্য করা হয়।
-
কংগ্রেসে পাস: ১ জুলাই, ২০২৫ তারিখে সিনেটে এটি পাস হয় এবং প্রতিনিধি পরিষদে ২১৮–২১৪ ভোটে অনুমোদিত হয়।
-
ব্যয় সংকোচন: স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে ব্যয় কমানো হয়।
-
অভিবাসন নীতি: অবৈধ অনুপ্রবেশ রোধ ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা সীমান্ত প্রাচীর নির্মাণ ও সীমান্তে পুলিশ সংখ্যা বাড়াতে ব্যবহৃত হবে।
-
সামরিক খাতে বিনিয়োগ: সামরিক খাতে বরাদ্দ ধরা হয় ১৫৩ বিলিয়ন মার্কিন ডলার, বিশেষ করে মিসাইল, যুদ্ধজাহাজ ও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য।
-
জ্বালানি খাতে নীতি পরিবর্তন: জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াতে বাজেট বরাদ্দ করা হয়। ট্রাম্পের প্রচারে দেওয়া স্লোগান “Drill Baby Drill” বাস্তবায়নের জন্য খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনে নতুন বিনিয়োগ নির্ধারণ করা হয়।
-
বিকল্প শক্তি ও পরিবেশনীতি: পূর্বে বিকল্প শক্তি ও ইলেকট্রিক গাড়ির জন্য যে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা হয়। পরিবেশবিদেরা বিশেষভাবে উদ্বিগ্ন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের এই পরিকল্পনা নিয়ে।
0
Updated: 1 month ago
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
Created: 2 months ago
A
ইরাক
B
ইরান
C
সৌদি আরব
D
আলজেরিয়া
ফিলিস্তিন
-
ফিলিস্তিন মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি অঞ্চল, যা এশিয়া মহাদেশের অন্তর্গত।
-
এটি মূলত দুই ভাগে বিভক্ত: পশ্চিম তীর (West Bank) ও গাজা উপত্যকা (Gaza Strip)।
-
ইসরায়েল ও ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে এই অঞ্চল বিশ্বব্যাপী আলোচনায় থাকে।
গুরুত্বপূর্ণ তথ্য
-
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় ১৯৮৮ সালের ১৫ নভেম্বর।
-
এ ঘোষণা আসে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায়।
-
সেই সময় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে রাষ্ট্র ঘোষণা করেছিলেন।
-
ঘোষণার পর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কাজ শুরু করে।
-
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ছিল আলজেরিয়া।
-
পরবর্তীতে, ২০১২ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ ফিলিস্তিনকে "পর্যবেক্ষক রাষ্ট্র" হিসেবে স্বীকৃতি দেয়।
উৎস: UN ওয়েবসাইট
0
Updated: 2 months ago
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
Created: 2 months ago
A
IPCC
B
COP 21
C
Green Peace
D
Sierra Club
IPCC (Intergovernmental Panel on Climate Change)
-
পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change
-
প্রতিষ্ঠা: ১৯৮৮ সালে জাতিসংঘের দুই সংস্থা – বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) – এর যৌথ উদ্যোগে।
-
সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
চেয়ারম্যান: জিম স্কেয়া
-
উদ্দেশ্য: IPCC-এর কাজ হলো বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি, অভিযোজন এবং প্রশমন কৌশল নিয়ে নিয়মিত মূল্যায়ন প্রদান করা। এটি মানুষের কর্মকাণ্ডের ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নিয়ে যায়।
উৎস: IPCC ওয়েবসাইট।
0
Updated: 2 months ago