A
কৃষি উন্নয়ন
B
দারিদ্র বিমোচন
C
জলবায়ু পরিবর্তন
D
বিনিয়োগ সম্পর্কিত
উত্তরের বিবরণ
ভালনারেবল ২০ (V20)
-
V20 হলো একটি ফোরাম, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত।
-
এর প্রধান লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ সৃষ্টি করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
-
গঠন: ৮ অক্টোবর, ২০১৫
-
প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি দেশ
-
V20 মূলত সেই দেশগুলোর অর্থমন্ত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যারা জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত।
-
এটি সরাসরি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এর Climate Vulnerable Forum এর সাথে যুক্ত।
-
২০২২–২০২৪ মেয়াদের জন্য এই গ্রুপের সভাপতিত্ব করবে ঘানা।
উৎস: Vulnerable 20 ওয়েবসাইট

0
Updated: 1 day ago
'তাহরির স্কয়ার' কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
সিউল
B
আম্মান
C
কায়রো
D
তেহরান
তাহরির স্কয়ার (Tahrir Square)
-
মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
-
এটি কায়রোর একটি প্রধান জনসমাগমস্থল, যেখানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড হয়।
রেড স্কয়ার (Red Square)
-
রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত।
-
এটি একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, যেখানে সমৃদ্ধ স্থাপত্য নিদর্শন দেখা যায়।
-
রাশিয়ার প্রশাসনিক ক্ষমতার মূল কেন্দ্র ক্রেমলিন এই স্কয়ারের পশ্চিম পাশে অবস্থিত।
-
রেড স্কয়ারে শায়িত রয়েছেন রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন।
তাকসিম স্কয়ার (Taksim Square)
-
তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
-
এখানে প্রধানত ইস্তাম্বুলের অমুসলিম সম্প্রদায়ের বসবাস।
-
তাকসিম স্কয়ারের মাধ্যমে সেক্যুলার তুরস্কের প্রতীক হিসেবে পরিচিত।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
সার্কের সদর দপ্তর কোথায়?
Created: 5 days ago
A
ঢাকা
B
নয়াদিল্লী
C
কলম্বো
D
কাঠমান্ডু
SAARC (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ফোরাম)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation
-
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায়
-
প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ), দায়িত্বকাল: ১৬ জানুয়ারি ১৯৮৭ – ১৫ অক্টোবর ১৯৮৯
-
সদরদপ্তর: কাঠমুন্ডু, নেপাল
-
সদস্য দেশ (বর্তমান ৮টি):
১. বাংলাদেশ
২. ভারত
৩. পাকিস্তান
৪. নেপাল
৫. শ্রীলংকা
৬. ভুটান
৭. মালদ্বীপ
৮. আফগানিস্তান (সর্বশেষ সদস্য, ৩ এপ্রিল ২০০৭ সালে যোগ দেয়) -
প্রথম সার্ক সম্মেলন: ৭–৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায়
-
প্রতিষ্ঠাতা সদস্য: মূল ৭টি দেশ (আফগানিস্তান পরে যোগ হয়)
উৎস: SAARC ওয়েবসাইট

0
Updated: 5 days ago
হারারে'র পূর্ব নাম কি?
Created: 3 weeks ago
A
সলসবেরি
B
রোডেসিয়া
C
জিবুতি
D
জায়ারে
হারারে
-
জিম্বাবুয়ের রাজধানী শহর হারারে।
-
এটি দেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত।
-
আগে এর নাম ছিল সলসবেরি।
জিম্বাবুয়ে
-
জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ।
-
রাজধানী: হারারে
-
সরকারি ভাষা: ইংরেজি
-
মুদ্রা: জিম্বাবুয়ান ডলার
-
এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ।
অতিরিক্ত তথ্য
-
জিম্বাবুয়ের পুরনো নাম ছিল দক্ষিণ রোডেশিয়া।
-
ফরমোজার বর্তমান নাম হলো তাইওয়ান।
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago