চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
A
ইথিওপিয়া
B
জাম্বিয়া
C
লাইবেরিয়া
D
জিবুতি
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
সামরিক ঘাঁটি
আফ্রিকার সাথে শান্তি ও নিরাপত্তা সম্পর্ক গড়া চীনের পররাষ্ট্রনীতি অন্যতম দিক।
- সেই লক্ষ্যে ২০১৭ সালের আগস্টে চীন দেশের বাইরে জিবুতিতে নিজেদের প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে।
- দেশটির কৌশলগত অবস্থানের কারণে চীন এই দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য,
- পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি।
- এটি লোহিত সাগর হয়ে সুয়েজ খালে প্রবেশদ্বারের কাছে রয়েছে।
- চীন ২০১৭ সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে।
- ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
২০১৫ সালে আফ্রিকার দেশগুলোর এক সম্মেলনে আফ্রিকার উন্নয়নে ছয় হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় চীন।
উৎস: BBC.
0
Updated: 1 month ago
সামরিক ঘাঁটি 'জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন' কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
B
দোহা, কাতার
C
আলাস্কা, যুক্তরাষ্ট্র
D
কোনটি নয়
জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন (Joint Base Elmendorf-Richardson)
• অবস্থান: আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের উত্তর প্রান্তে
• আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি
• আয়তন: ৬৪ হাজার একর
• ভূমিকা:
-
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আর্কটিক অঞ্চলে কার্যক্রম পরিচালনার প্রস্তুতি কেন্দ্র
-
স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের হামলার আশঙ্কা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ও কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে ব্যবহৃত
• ইতিহাস: -
১৯৫৭ সালে সর্বাধিক সক্রিয় অবস্থায় ২০০টি যুদ্ধবিমান, একাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র ও রাডার সিস্টেম মোতায়েন ছিল
• উল্লেখযোগ্য ঘটনা: -
১৫ আগস্ট, ২০২৫: ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে বৈঠক করেছেন
সূত্র: পত্রিকা প্রতিবেদন
0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
হাওয়াই
B
ক্যালিফোর্নিয়া
C
আলাস্কা
D
ফ্লোরিডা
যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক স্থাপনা হলো জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন, যা আলাস্কায় সর্বাধিক জনবহুল শহর অ্যাঙ্কোরেজ এর উত্তরে অবস্থিত এবং অঙ্গরাজ্যের বৃহত্তম সামরিক ঘাঁটি।
এই ঘাঁটিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক কাজে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এখানে, যেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রায় তিন ঘণ্টার আলোচনা হয়।
0
Updated: 1 month ago
গুয়ানতানামো বে নৌ ঘাঁটিটি কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
পানামা
B
কিউবা
C
হাইতি
D
পেরু
গুয়ানতানামো বে (Guantanamo Bay)
-
গুয়ানতানামো বে হলো কিউবার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি মার্কিন নৌ ঘাঁটি।
-
কিউবা সরকারের কাছ থেকে ১৯০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভাড়া নেয়।
-
২০০২ সাল থেকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অভিযুক্ত বন্দিদের এখানে রাখা শুরু হয়।
-
বন্দীদের মধ্যে মূলত আফগানিস্তান, ইরাক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা ব্যক্তিরা ছিলেন।
-
আজ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।
0
Updated: 1 month ago