A
ফ্লোরিডা
B
হাইতি
C
কিউবা
D
জ্যামাইকা
উত্তরের বিবরণ
গুয়ানতানামো বে
-
গুয়ানতানামো বে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার, যা আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত।
-
এখানে মার্কিন আইন-কানুন ও মানবাধিকারের নিয়ম এড়িয়ে বন্দিদের রাখা হয়।
-
১৯০৩ সালের হাভানা চুক্তি অনুযায়ী কিউবার কাছ থেকে ইজারায় নেওয়া এই এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হয়।
-
কারাগারটি বন্দিদের ওপর কঠোর এবং অমানবিক আচরণের জন্য কুখ্যাত।
-
গুয়ানতানামো বে কারাগারের মধ্যে ক্যাম্প সেভেন হলো সবচেয়ে সুরক্ষিত এবং গোপনীয় একটি শিবির।
-
‘নাইন-ইলেভেন’ হামলার পর, ২০০২ সালের ১১ জানুয়ারি মার্কিন সরকার কিউবায় এই কারাগার চালু করে।
-
যদিও কিউবার মালিকানায় রয়েছে, এখানে মার্কিন নৌবাহিনী কার্যক্রম চালায়।
-
পরে মার্কিন সামরিক বিভাগ এই কারাগার বন্ধ করার ঘোষণা দেয়।
উৎস: Britannica

0
Updated: 1 day ago
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল-
Created: 2 weeks ago
A
জাতিপুঞ্জ সৃষ্টি করা
B
অটোমানদের জায়গা দখল করা
C
ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
D
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
বেলফোর ঘোষণা (Balfour Declaration)
-
মূল ভাব: প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসস্থল গঠনের সমর্থন জানায়।
-
তারিখ ও প্রেরক: ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর একটি চিঠি দেন লর্ড রথচাইল্ডকে, যিনি তখন ব্রিটিশ জায়নিষ্ট ফেডারেশনের সভাপতি ছিলেন।
-
উদ্দেশ্য: ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি আলাদা আবাসভূমি তৈরি করা।
-
ইতিহাসে প্রভাব:
-
১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
-
১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব অঞ্চলের ভাগ-বন্টনের মাধ্যমে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
-
১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
-
উৎস: Britannica, History.com
বেলফোর ঘোষণা ব্রিটেনের পক্ষ থেকে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র স্থাপনের সমর্থনের প্রতীক, যা পরবর্তীতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত।

0
Updated: 2 weeks ago
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 week ago
A
২
B
৩
C
৪
D
৫
১৭৮৩ সালের প্যারিস ও ভার্সাই চুক্তি
১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ করতে প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেগুলো একত্রে প্যারিস চুক্তি (Treaty of Paris) বা পিস অব প্যারিস নামে পরিচিত। এই চারটি চুক্তির মধ্যে দুটি প্যারিসে এবং দুটি ভার্সাইয়ে স্বাক্ষরিত হয়। মূল চুক্তিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হয়েছিল, যেখানে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসেও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি আলোচনার প্রক্রিয়া:
-
১৭৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনায় বসে।
-
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন: জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
-
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চুক্তির খসড়া তৈরি করেন।
চুক্তি স্বাক্ষরের তথ্য:
-
তারিখ: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩
-
স্থান: প্যারিস, ফ্রান্স
-
স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে, এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে লর্ড শেলবর্ন।
-
চুক্তি সংখ্যা: ৪টি
ফলাফল:
-
এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়।
-
পক্ষে থাকা রাষ্ট্রগুলো: যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস।
উৎস: History.com

0
Updated: 1 week ago
'লয়াজিরগা' কোন দেশের আইন সভা?
Created: 2 weeks ago
A
ফিজি
B
সিরিয়া
C
লেবানন
D
আফগানিস্তান
আফগানিস্তান
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়।
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।
উৎস: National Geographic Kids ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago