BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-
A
New Development Bank (NDB)
B
BRICS Development Bank (BDB)
C
Economic Development Bank (EDB)
D
International Commercial Bank (ICB)
উত্তরের বিবরণ
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)
-
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
-
এটি ব্রিকস (BRICS) দেশগুলোর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।
-
প্রাথমিকভাবে এটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
-
প্রতিষ্ঠা: ২০১৪
-
সদর দপ্তর: সাংহাই, চীন
-
বর্তমান সদস্য সংখ্যা: ৮
-
সদস্য দেশসমূহ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর
-
দাপ্তরিক ভাষা: ইংরেজি
-
বর্তমান সভাপতি: দিলমা রুসেফ
-
মূল কার্যক্রম:
-
সরকারি ও বেসরকারি প্রকল্পে ঋণ, গ্যারান্টি, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান।
-
আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রকল্পগুলিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান।
-
বিশেষ তথ্য: বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়।
উৎস: New Development Bank ওয়েবসাইট
0
Updated: 1 month ago
২০২৫ সালে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলনটি কততম ছিল?
Created: 3 weeks ago
A
১৩তম
B
১৫তম
C
১৭তম
D
১৮তম
২০২৫ সালে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলন ছিল ১৭তম সম্মেলন, যা ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
-
তারিখ: ৬ থেকে ৭ জুলাই, ২০২৫
-
মূল আলোচ্য বিষয়: যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, মধ্যপ্রাচ্য সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি, জলবায়ু পরিবর্তন।
-
সম্মেলনে যুক্তরাষ্ট্রের পাল্টা আমদানি শুল্ক এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলার কঠোর সমালোচনা করা হয়।
উল্লেখযোগ্য দিক:
-
নেতারা যৌথভাবে “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক ঘোষণা স্বাক্ষর করেন।
-
তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠাতে প্রতিশ্রুতিবদ্ধ হন।
0
Updated: 3 weeks ago
BRICS ধারণাটির প্রস্তাবক কে?
Created: 2 months ago
A
অমর্ত্য সেন
B
জোসেফ স্টিগ্লিটজ
C
জিম ও'নিল
D
পল ক্রুগম্যান
BRICS
-
সংজ্ঞা: BRICS একটি আর্থ-রাজনৈতিক জোট, যা দ্রুত অর্থনৈতিক উন্নয়নশীল দেশগুলোকে একত্রিত করে।
-
প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি দেশ — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
-
সদরদপ্তর: নেই
-
বর্তমান সভাপতি দেশ: ব্রাজিল
উদ্দেশ্য ও লক্ষ্য:
-
সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা জোরদার করা।
-
আন্তর্জাতিক শাসনব্যবস্থায় গ্লোবাল সাউথ দেশগুলোর প্রভাব বৃদ্ধি করা।
-
UN, IMF, World Bank, WTO-এর মতো প্রতিষ্ঠানগুলোর বৈধতা ও অংশগ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা ও দক্ষতা উন্নত করা।
-
টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচার।
পরিসংখ্যান:
-
বিশ্বের প্রায় ৪৬% জনসংখ্যা BRICS-ভুক্ত দেশগুলোয় বসবাস করে।
-
বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩৬% এর বেশি।
-
ক্রয়ক্ষমতা সমতার (PPP) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।
উৎপত্তি:
-
ধারণাটি প্রস্তাব করেন আমেরিকান বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাক্সের (Goldman Sachs) অর্থনীতিবিদ জিম ও’নিল (Jim O’Neill)।
-
তিনি “BRICS” শব্দটি ব্যবহার করে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উজ্জ্বল অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেছিলেন।
-
ও’নিলের মতে, এই দেশগুলোর দ্রুত বৃদ্ধি এবং ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।
উৎস:
i) BRICS ওয়েবসাইট
ii) BBC
0
Updated: 2 months ago
নিম্নে কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই?
Created: 1 month ago
A
ASEAN
B
BIMSTEC
C
BRICS
D
APEC
BRICS হলো একটি অর্থনৈতিক জোট, যা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উদীয়মান অর্থনীতির দেশগুলো নিয়ে গঠিত। মূলত ২০০৮ সালের ১৬ মে BRIC হিসেবে গঠিত হলেও, দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদানের পর নামকরণ হয় BRICS।
-
সদর দপ্তর নেই: তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালিত হয়
-
BRICS উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক: NDB (New Development Bank)
-
ব্যাংকের সদর দপ্তর: সাংহাই, চীন
-
সর্বশেষ সম্মেলন: জুন, ২০২২, বেইজিং, চীন (গ্রেট হল অব দ্য পিপলে)
অন্যান্য অর্থনৈতিক জোটের সদর দপ্তর:
-
ASEAN: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
BIMSTEC: ঢাকা, বাংলাদেশ
-
APEC: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
0
Updated: 1 month ago