A
ত্রিঙ্কোমালী
B
হাম্বানটোটা
C
গল বন্দর
D
পোর্ট অব কলম্বো
উত্তরের বিবরণ
শ্রীলংকা
-
শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
-
এটি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এবং আরব সাগরের দক্ষিণ-পূর্বে।
-
রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
-
বৃহত্তম শহর: কলম্বো।
-
মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।
গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর
শ্রীলঙ্কার দক্ষিণে কলম্বোর পরে হাম্বানটোটা সমুদ্রবন্দর দ্বিতীয় বৃহত্তম বন্দর। এটি ৯ ডিসেম্বর ২০১৭ সালে চীনের কাছে ৯৯ বছরের জন্য লিজে দেওয়া হয়। বন্দরটি কখনও কখনও মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামে পরিচিত।
উৎস: Britannica

0
Updated: 1 day ago
'গ্রীনল্যান্ড'-এর মালিকানা কোন দেশের?
Created: 3 weeks ago
A
সুইডেন
B
নেদারল্যান্ডস
C
ডেনমার্ক
D
ইংল্যান্ড
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি ডেনমার্কের অংশ হলেও ভূগোলিকভাবে উত্তর আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুউক।
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
Created: 3 weeks ago
A
ইরাক
B
ইরান
C
সৌদি আরব
D
আলজেরিয়া
ফিলিস্তিন
-
ফিলিস্তিন মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি অঞ্চল, যা এশিয়া মহাদেশের অন্তর্গত।
-
এটি মূলত দুই ভাগে বিভক্ত: পশ্চিম তীর (West Bank) ও গাজা উপত্যকা (Gaza Strip)।
-
ইসরায়েল ও ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে এই অঞ্চল বিশ্বব্যাপী আলোচনায় থাকে।
গুরুত্বপূর্ণ তথ্য
-
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় ১৯৮৮ সালের ১৫ নভেম্বর।
-
এ ঘোষণা আসে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায়।
-
সেই সময় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে রাষ্ট্র ঘোষণা করেছিলেন।
-
ঘোষণার পর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কাজ শুরু করে।
-
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ছিল আলজেরিয়া।
-
পরবর্তীতে, ২০১২ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ ফিলিস্তিনকে "পর্যবেক্ষক রাষ্ট্র" হিসেবে স্বীকৃতি দেয়।
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 day ago
A
মার্থা ন্যুসবাম
B
জোসেফ স্টিগলিটজ
C
অমর্ত্য সেন
D
জন রাউলস
অমর্ত্য সেন (Amartya Sen)
-
অমর্ত্য সেন একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক, যিনি ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি দারিদ্র ও দুর্ভিক্ষের সমস্যা নিয়ে গভীর গবেষণার জন্য বিশ্বব্যাপী সম্মানিত।
-
অমর্ত্য সেন হার্ভার্ড সোসাইটি অফ ফেলোস, ট্রিনিটি কলেজ, অক্সফোর্ড, এবং ক্যামব্রিজের সিনিয়র ফেলো হিসেবে কাজ করেছেন।
-
১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার ছিলেন।
-
তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটি সংস্থার একজন ট্রাস্টি।
-
প্রথম ভারতীয় শিক্ষাবিদ হিসেবে তিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন।
-
এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
-
২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে ৬০ বছরের কম বয়সী ভারতীয় বীর হিসেবে স্বীকৃতি দেয়।
-
২০১০ সালে তিনি বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন।
লেখক ও গ্রন্থাবলি:
-
অমর্ত্য সেনের লেখা গ্রন্থাবলি ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
-
তার উল্লেখযোগ্য গ্রন্থ The Idea of Justice, যা জন রলসের A Theory of Justice (1971)-এর মূল তত্ত্বগুলোর সমালোচনা ও পরিমার্জন।
উৎস: Britannica

0
Updated: 1 day ago