বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮ ) কোথায় অনুষ্ঠিত হয়?
A
কাটোউইস, পোল্যান্ড
B
প্যারিস, ফ্রান্স
C
রোম, ইতালি
D
বেইজিং ,চীন
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
২০১৮ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন ক্যাটওয়াইস জলবায়ু পরিবর্তন সম্মেলন নামেও পরিচিত। এটি পোল্যান্ডের ক্যাটওয়াইসে২ থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ তে অনুষ্ঠিত হয়েছিল।
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
উল্লেখ্য,
সর্বশেষ কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা পরিবেশের দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
কপ-২৮ সম্মেলনের সভাপতি ছিলেন আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।
২০২৩ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২৮ এ ১৯৯ সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল।
অন্যদিকে -
কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
উৎস: UNFCCC ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
প্রাকৃতিক আইনের উদ্ভব হয় :
Created: 1 month ago
A
থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক-এর লেখনী থেকে
B
ম্যাগনা কার্টা থেকে
C
গ্রিক, খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
D
কনফুসিয়ানিজম থেকে
প্রাকৃতিক আইন
প্রাকৃতিক আইনের উদ্ভব হয় থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে।
• দার্শনিকদের মতবাদ:
- ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ও আধুনিক গণতন্ত্রের জনক জন লক ‘টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট’ গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করেছেন।
- হবসের মতো লকও প্রকৃতির রাজ্যের বর্ণনা দিয়েছেন।
- তবে জন লকের মতে, প্রকৃতির রাজ্যে প্রাকৃতিক আইন ছিল। মানুষ প্রাকৃতিক আইন মেনে চলত, তার মতে প্রকৃতির রাজ্য ছিল শান্তিময় ও সম্পদে পরিপূর্ণ।
- মানুষেরা নিজের ইচ্ছামত প্রকৃতির আইন ব্যাখ্যা করতে থাকে।
- কেননা আইনের ব্যাখ্যা কিংবা প্রয়োগের জন্য কোন সাধারণ কর্তৃপক্ষ ছিল না। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রকৃতির রাজ্যের অধিবাসীরা দুটি চুক্তি করে।
• চুক্তিদ্বয়:
- প্রথম চুক্তি সম্পাদিত হয় আদিবাসীদের মধ্যে। তারা একটি সাধারণ কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ও অধিকার পরিত্যাগে সম্মত হয়।
- দ্বিতীয় চুক্তি করা হয় সমাজ পরিচালনার নিমিত্তে। সমাজ বা সম্প্রদায় শর্তসাপেক্ষে সরকারকে কিছু ক্ষমতা দান করে।
• চুক্তির শর্ত:
- চুক্তির শর্ত অনুযায়ী সরকার জনগণের জীবন, সম্পদ ও স্বাধীনতা রক্ষা করবে। এসব শর্ত পূরণে সরকার ব্যর্থ হলে জনগণের অধিকার আছে সরকারকে ক্ষমতাচ্যুত করার। এভাবে লক সামাজিক চুক্তির মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন।
উৎস: পৌরনীতি ও সুশাসন, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
মিশর
B
ইরান
C
ইরাক
D
সিরিয়া
আলেপ্পো শহর (সিরিয়া)
-
আলেপ্পো শহরটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে, ভূমধ্যসাগর এবং মেসোপটেমিয়ার মাঝে অবস্থিত।
-
এটি সিরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
-
প্রাচীন কালে আলেপ্পোকে “হালাব” বলা হত।
-
শহরটি পলিও-ব্যাবিলনিয় সময় থেকে পরিচিত।
-
আলেপ্পোতে প্রাথমিকভাবে শাসন করত ইন্দো-ইউরোপীয় হিটাইটরা।
-
পরে এখানে রাজত্ব করেছে আসিরিয়ান, গ্রিক, পারস্য, রোমান, বাইজানটাইন ও আরব শাসকরা।
-
ক্রুসেড যুদ্ধের পর মঙ্গোল ও ওসমানীয়রা শহরটি দখল করেছিল।
সিরিয়া
-
সিরিয়া পশ্চিম এশিয়ায়, আরব উপদ্বীপের উত্তরে এবং ভূমধ্যসাগরের পাশে অবস্থিত।
-
১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
-
রাজধানী: দামেস্ক।
-
প্রধান শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
-
মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
উৎস: Britannica
0
Updated: 2 months ago
ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
Created: 1 month ago
A
UNIMOG
B
UNIIMOG
C
UNGOMAP
D
UNICEF
UNIIMOG শব্দটির পূর্ণরূপ হলো United Nations Iran-Iraq Military Observer Group। এটি জাতিসংঘ কর্তৃক গঠিত একটি সামরিক পর্যবেক্ষক দল, যা ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে শান্তি পর্যবেক্ষণের জন্য প্রেরণ করা হয়।
তথ্যসমূহ হলো
-
UNIIMOG হলো জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ।
-
১৯৮৮ সালে জাতিসংঘ এই গ্রুপকে প্রেরণ করে যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি বজায় রাখার জন্য।
-
বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণ করে।
-
ওই বছর বাংলাদেশ দুটি মিশনে অংশ নেয়—একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
-
বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে UNIIMOG মিশনে ১৫ জন সদস্য পাঠায় এবং আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে।
0
Updated: 1 month ago