A
ইতালি
B
যুক্তরাষ্ট্র
C
ভারত
D
ব্রাজিল (ইন্দোনেশিয়া)
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

0
Updated: 1 day ago
রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন'-এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
Created: 3 months ago
A
১৫০
B
১৫৬
C
১৭৮
D
১৭৯
ধরিত্রী সম্মেলন (Earth Summit)
১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথমবারের মতো জাতিসংঘ আয়োজিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ‘রিও সামিট’, ‘রিও কনফারেন্স’ কিংবা ‘ধরিত্রী সম্মেলন’ নামেও পরিচিত।
এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ চুক্তি গৃহীত হয়, যা পরবর্তীতে ‘কিয়োটো প্রোটোকল’ নামে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এই চুক্তির অন্যতম মূলনীতি ছিল ‘Polluter Pays Principle’ বা ‘দূষণকারীই খরচ বহন করবে’ নীতি।
সম্মেলনের উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে রয়েছে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত রিও ঘোষণা এবং এজেন্ডা ২১, যা টেকসই উন্নয়নের রূপরেখা হিসেবে বিবেচিত।
বিশ্বের ১৭৯টি দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
দিল্লি
B
কায়রো
C
বেলগ্রেড
D
জাকার্তা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)
জোট নিরপেক্ষ আন্দোলন, সংক্ষেপে NAM (Non-Aligned Movement), একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও ন্যায্য আকাঙ্ক্ষা রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন দুটি প্রধান শক্তিশালী জোটে বিভক্ত হয়ে পড়ে—একদিকে পুঁজিবাদী দেশগুলোর ন্যাটো এবং অন্যদিকে সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ জোট—তখন নিরপেক্ষ অবস্থানে থাকা কিছু দেশ এই নতুন আন্দোলনের সূচনা করে।
প্রতিষ্ঠা ও ঐতিহাসিক প্রেক্ষাপট
এই আন্দোলনের ধারণার বীজ বপিত হয় ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে।
এরপর ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে NAM আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই সম্মেলনেই জোট নিরপেক্ষ আন্দোলন একটি সুসংগঠিত রূপ পায়।
প্রাথমিক উদ্যোক্তারা
NAM-এর ভিত্তি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন বিশ্বের পাঁচ বিশিষ্ট রাষ্ট্রনেতা:
-
ড. আহমদ সুকর্ণ – ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি
-
জওহরলাল নেহরু – ভারতের প্রথম প্রধানমন্ত্রী
-
মার্শাল জোসিপ ব্রজ টিটো – যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট
-
জামাল আবদুল নাসের – মিসরের দ্বিতীয় প্রেসিডেন্ট
-
ড. কাওয়ামে ন্ক্রুমা – ঘানার রাষ্ট্রপতি
সাম্প্রতিক ও অতীত সম্মেলন:
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬১ সালে বেলগ্রেডে
-
দ্বিতীয় সম্মেলন: ১৯৬৪ সালে মিসরের কায়রোতে
-
সর্বশেষ (১৯তম) সম্মেলন: ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে
সংগঠন সম্পর্কে আরও কিছু তথ্য
-
প্রতিষ্ঠার তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৬১
-
বর্তমান সদস্যসংখ্যা: ১২১টি দেশ
-
বর্তমান চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ
NAM আজও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার ক্ষেত্রে।
উৎস: NAM ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে NAM গঠিত হয়?
Created: 3 months ago
A
আলজিয়ার্স সম্মেলন
B
বান্দুং সম্মেলন
C
কায়রো সম্মেলন
D
জাকার্তা সম্মেলন
NAM (Non-Aligned Movement)
পূর্ণরূপ: Non-Aligned Movement (NAM)
বাংলা অর্থ: জোট-নিরপেক্ষ আন্দোলন
পরিচিতি:
NAM হল একটি আন্তর্জাতিক আন্দোলন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন সময়কালে গঠিত হয়। তখন বিশ্বের দুই প্রধান জোট—পুঁজিবাদী পশ্চিমা দেশগুলোর ন্যাটো (NATO) এবং সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ (Warsaw Pact)—এই দুটি শক্তির বাইরে থেকে নিরপেক্ষ অবস্থান গ্রহণকারী দেশগুলোর সমন্বয়ে এই আন্দোলনের সূচনা ঘটে।
গঠনের প্রেক্ষাপট:
১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত ‘বান্দুং সম্মেলন’-এর মাধ্যমে এই আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
প্রতিষ্ঠা:
১ সেপ্টেম্বর, ১৯৬১
বর্তমান সদস্য সংখ্যা:
১২১টি দেশ (এপ্রিল, ২০২৫ অনুযায়ী)
বাংলাদেশের অংশগ্রহণ:
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্যপদ লাভ করে।
উৎস: NAM-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago