পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
A
এবোটাবাদ
B
বালাকোট
C
কোয়েটা
D
গিলগিট
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। এটি বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

0
Updated: 1 day ago
আরব লীগ প্রতিষ্ঠা পায়-
Created: 1 week ago
A
১৯৪৯
B
১৯৫০
C
১৯৪৫
D
১৯৪০
আরব লীগ (Arab League)
-
প্রতিষ্ঠা: আরব লীগ ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়।
-
প্রেক্ষাপট: ৭ অক্টোবর ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়ায় স্বাক্ষরিত প্রটোকল (Alexandria Protocol) আরব লীগের ভিত্তি হিসেবে কাজ করেছে।
-
ধরন: এটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
-
উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের সমন্বয় করা এবং দেশগুলোর মধ্যে বন্ধন শক্তিশালী করা।
-
সদর দপ্তর: কায়রো, মিশর।
-
সদস্য সংখ্যা: প্রতিষ্ঠাকালে ৭টি দেশ; বর্তমানে ২২টি দেশ (যেমন: মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, লেবানন, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, লিবিয়া, বাহরাইন, ওমান, কাতার, ইরাক, তিউনিসিয়া, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।
-
ভাষা: অফিসিয়াল ভাষা হলো আরবি।
বিশেষ তথ্য: আরব লীগের মধ্যে ইরান অন্তর্ভুক্ত নয়।
উৎস: আরব লীগ ওয়েবসাইট

0
Updated: 1 week ago
বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড' এর প্রবক্তা-
Created: 2 weeks ago
A
জাপান
B
ভারত
C
আফগানিস্তান
D
চীন
নিউ সিল্ক রোড এবং এর প্রবর্তক
-
প্রবর্তক দেশ: চীন
-
নিউ সিল্ক রোড কি?
চীন মূলত বাণিজ্য বৃদ্ধির জন্য 'নিউ সিল্ক রোড' বা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' শুরু করেছে। এটি একটি আধুনিক বাণিজ্য ও অবকাঠামোগত পথ, যা প্রাচীন সিল্ক রোডের ধারাবাহিকতা বহন করে। -
প্রাচীন সিল্ক রোড:
প্রাচীনকালে চীনের রেশম ও রেশমী কাপড় মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকায় পৌঁছাত। এই বাণিজ্য পথকে 'সিল্ক রোড' বলা হতো।-
খ্রিস্টপূর্ব ১ম শতকে চীনের হান রাজবংশ সময়ে এটি গড়ে উঠেছিল।
-
দশম শতাব্দীতে সং রাজবংশ সময়ে এই বাণিজ্য পথের ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়।
-
-
আধুনিক উদ্যোগ:
১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। এরপর ২০১৪ সালে চীন আধুনিক নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ নেয়।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
'তাহরির স্কয়ার' কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
সিউল
B
আম্মান
C
কায়রো
D
তেহরান
তাহরির স্কয়ার (Tahrir Square)
-
মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
-
এটি কায়রোর একটি প্রধান জনসমাগমস্থল, যেখানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড হয়।
রেড স্কয়ার (Red Square)
-
রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত।
-
এটি একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, যেখানে সমৃদ্ধ স্থাপত্য নিদর্শন দেখা যায়।
-
রাশিয়ার প্রশাসনিক ক্ষমতার মূল কেন্দ্র ক্রেমলিন এই স্কয়ারের পশ্চিম পাশে অবস্থিত।
-
রেড স্কয়ারে শায়িত রয়েছেন রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন।
তাকসিম স্কয়ার (Taksim Square)
-
তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
-
এখানে প্রধানত ইস্তাম্বুলের অমুসলিম সম্প্রদায়ের বসবাস।
-
তাকসিম স্কয়ারের মাধ্যমে সেক্যুলার তুরস্কের প্রতীক হিসেবে পরিচিত।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago