'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
A
কৃষি উন্নয়ন
B
দারিদ্র বিমোচন
C
জলবায়ু পরিবর্তন
D
বিনিয়োগ সম্পর্কিত
উত্তরের বিবরণ
ভালনারেবল ২০ (V20)
-
V20 হলো একটি ফোরাম, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত।
-
এর প্রধান লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ সৃষ্টি করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
-
গঠন: ৮ অক্টোবর, ২০১৫
-
প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি দেশ
-
V20 মূলত সেই দেশগুলোর অর্থমন্ত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যারা জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত।
-
এটি সরাসরি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এর Climate Vulnerable Forum এর সাথে যুক্ত।
-
২০২২–২০২৪ মেয়াদের জন্য এই গ্রুপের সভাপতিত্ব করবে ঘানা।
উৎস: Vulnerable 20 ওয়েবসাইট
0
Updated: 1 month ago
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
Created: 2 months ago
A
ইতালি
B
ইংল্যান্ড
C
ফ্রান্স
D
রাশিয়া
সামন্তবাদ ও এর সূত্রপাত
সামন্তবাদ হলো মধ্যযুগে ইউরোপে ভূমিভিত্তিক শাসনব্যবস্থা, যেখানে জমির মালিকানা ও শাসনের উপর ভিত্তি করে সমাজ ও রাজনীতি গড়ে উঠেছিল। মূলত এটি ছিল জমিদারের মাধ্যমে পরিচালিত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা।
ইতিহাসে দেখা যায়, ইউরোপে সামন্তবাদের প্রথম সূত্রপাত হয় ইতালিতে। তখন পবিত্র রোমান সাম্রাজ্য রাজতন্ত্র ও পোপতন্ত্র দ্বারা পরিচালিত হতো। পঞ্চদশ শতকে ইউরোপে রেনেসাঁসের প্রভাবে সাম্রাজ্য ভেঙ্গে পড়তে শুরু করে এবং দক্ষিণ ইউরোপের ফ্লোরেন্স, ভেনিস, জেনোয়া প্রভৃতি অঞ্চলের বণিকেরা স্বাধীনভাবে বাণিজ্য পরিচালনা করতে থাকে। এর ফলে দক্ষিণ ইতালিকে কেন্দ্র করে একটি স্বাধীন বাণিজ্যিক অর্থনীতি গড়ে ওঠে। ধীরে ধীরে এই প্রক্রিয়ায় সামন্তবাদের পরিবর্তে বাণিজ্যবাদ প্রতিষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য:
-
পঞ্চদশ শতকে ইউরোপে সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতিতে যে বড় পরিবর্তন শুরু হয়, সেটাই সাধারণভাবে ইউরোপের রেনেসাঁস বা নবজাগরণ নামে পরিচিত।
-
যেহেতু নবজাগরণ ইতালিতে শুরু হয়, তাই অনেক ইতিহাসবিদ এটিকে ইতালিয়ান রেনেসাঁস হিসেবে অভিহিত করেন।
দ্রষ্টব্য: সামন্তবাদের সূত্রপাত নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ইতিহাসবিদ রোমানদের পেট্রোসিয়াম এবং জার্মানদের কমিটেটাস থেকে এটি উদ্ভব বলে মনে করেন। অন্যদিকে, ফ্রান্সেও ভূস্বামী ও প্রজার মধ্যে সামন্তবাদের অনুরূপ ব্যবস্থা ছিল। তবে মূলত রোমান সাম্রাজ্যের পতনের পর এটি প্রসারিত হওয়ায় ইতালি প্রায়শই সূত্র হিসেবে উল্লেখ করা হয়।
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।, World History Encyclopedia.
0
Updated: 2 months ago
বিশ্ব মানবাধিকার দিবস-
Created: 1 month ago
A
৮ ডিসেম্বর
B
১০ ডিসেম্বর
C
১১ ডিসেম্বর
D
১৩ ডিসেম্বর
বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়, যা মানবাধিকারের সার্বজনীনতা ও সবার সমান অধিকারকে সম্মান জানায়। এই দিবসের পেছনে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে যা মানবাধিকার সংরক্ষণ ও প্রচারের দিকে আন্তর্জাতিক মনোযোগকে নির্দেশ করে।
-
১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
-
কমিশন একটি কমিটি গঠন করে ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতির জন্য।
-
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) গৃহীত ও ঘোষিত হয়।
-
এই ঘোষণার মাধ্যমে স্বীকৃতি দেয়া হয় যে মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
-
মানবাধিকার সকলের জন্য জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা বা শিক্ষাগত যোগ্যতার নির্বিশেষে প্রযোজ্য।
-
প্রতিটি মানুষ জন্মগতভাবেই এই অধিকারগুলো অর্জন করে।
-
ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার এবং রাষ্ট্রের দায়-দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
-
এই কারণে প্রতি বছর ১০ ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত করা হয়।
0
Updated: 1 month ago
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
Created: 2 months ago
A
ফিজি
B
ভ্যাটিকান
C
কুয়েত
D
মালদ্বীপ
ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।
উৎস: Statistica ওয়েবসাইট। Britannica.
0
Updated: 2 months ago