টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য (goals) রয়েছে?
A
১৫
B
১৭
C
২১
D
২৭
উত্তরের বিবরণ
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)
২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর, জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (SDGs) বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা গৃহীত হয়। এই SDGs-এর মাধ্যমে বিশ্বকে একটি টেকসই ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
-
মেয়াদকাল: ২০১৬ থেকে ২০৩০
-
বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি ২০১৬
-
মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর ২০৩০
-
লক্ষ্যমাত্রা সংখ্যা: ১৭টি
-
টার্গেট সংখ্যা: ১৬৯টি
এসডিজির ১৭টি মূল লক্ষ্য:
১. দারিদ্র্য দূরীকরণ
২. ক্ষুধা নির্মূল
৩. সুস্বাস্থ্য ও সুস্থ জীবন
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. নিরাপদ পানি ও স্যানিটেশন
৭. সাশ্রয়ী ও পরিচ্ছন্ন শক্তি
৮. শোভন কাজ এবং অর্থনৈতিক উন্নয়ন
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো উন্নয়ন
১০. অসমতা হ্রাস
১১. টেকসই শহর ও সম্প্রদায়
১২. দায়িত্বশীল ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ
১৪. সমুদ্র ও জলজ জীবনের সংরক্ষণ
১৫. স্থলজ জীবন ও পরিবেশের সুরক্ষা
১৬. শান্তি, ন্যায় ও শক্তিশালী প্রতিষ্ঠান
১৭. লক্ষ্য অর্জনে বৈশ্বিক অংশীদারিত্ব
উৎস: UNDP ওয়েবসাইট
0
Updated: 1 month ago
শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
Created: 1 month ago
A
ত্রিঙ্কোমালী
B
হাম্বানটোটা
C
গল বন্দর
D
পোর্ট অব কলম্বো
শ্রীলংকা
-
শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
-
এটি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এবং আরব সাগরের দক্ষিণ-পূর্বে।
-
রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
-
বৃহত্তম শহর: কলম্বো।
-
মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।
গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর
শ্রীলঙ্কার দক্ষিণে কলম্বোর পরে হাম্বানটোটা সমুদ্রবন্দর দ্বিতীয় বৃহত্তম বন্দর। এটি ৯ ডিসেম্বর ২০১৭ সালে চীনের কাছে ৯৯ বছরের জন্য লিজে দেওয়া হয়। বন্দরটি কখনও কখনও মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামে পরিচিত।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
'গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?
Created: 2 months ago
A
চীন
B
সাবেক সোভিয়েত ইউনিয়ন
C
হাঙ্গেরি
D
পোল্যান্ড
সাবেক সোভিয়েত ইউনিয়নে ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রোইকা’ নীতি
সোভিয়েত ইউনিয়নে ১৯৮৫ সালে মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসার পর দুইটি সংস্কারমূলক নীতি চালু করেন: গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা।
গ্লাসনস্ত নীতি
-
অর্থ: “খোলা দরজা” বা খোলামেলা আলোচনা।
-
উদ্দেশ্য: সোভিয়েত নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
-
এটি ছিল রাজনৈতিক সংস্কার কর্মসূচি, যার মাধ্যমে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গণমত ও স্বচ্ছতা আনতে চাওয়া হয়।
-
গ্লাসনস্ত নীতির আওতায় কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ ছিল:
১. নির্বাচিত কোনো ব্যক্তি একই পদে একের বেশিবার দুবারের বেশি থাকতে পারবে না।
২. “কংগ্রেস অব পিপলস ডেপুটি” হবে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব, যার সদস্য সংখ্যা হবে ২২৫০।
৩. ডেপুটিদের মধ্য থেকে একটি স্থায়ী কার্যনির্বাহী “সুপ্রিম সোভিয়েত” নির্বাচিত হবে।
৪. রাষ্ট্রের প্রেসিডেন্টকে কংগ্রেস অব পিপলস ডেপুটি গোপন ভোটে নির্বাচন করবে। -
উল্লেখযোগ্য: গ্লাসনস্তের জন্য গর্বাচেভ ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
পেরেস্ত্রোইকা নীতি
-
অর্থ: অর্থনৈতিক পুনর্গঠন।
-
এটি ছিল অর্থনৈতিক সংস্কার কর্মসূচি, যার লক্ষ্য ছিল সোভিয়েত অর্থনীতিতে আধুনিকীকরণ এবং দক্ষতা বৃদ্ধি।
সূত্র: তারেক শামসুর রেহমান, বিশ্বরাজনীতির ১০০ বছর
0
Updated: 2 months ago
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
Created: 1 month ago
A
১৯৭৯ সালে
B
১৯৮২ সালে
C
১৯৮৩ সালে
D
১৯৯৮ সালে
UNCLOS (United Nations Convention on the Law of the Sea)
-
পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea
-
ধরন: জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
-
প্রধান বিষয়: মৎস্য শিকার, নৌচলাচল, মহীসোপান (Continental shelf), গভীর সমুদ্র তল, বৈজ্ঞানিক গবেষণা, সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি
আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial Sea)
-
উপকূলীয় দেশের সার্বভৌমত্ব তার তটরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সমুদ্রের ওপর বজায় থাকে।
-
এই সমুদ্র অঞ্চলকেই আঞ্চলিক সমুদ্র অঞ্চল বলা হয়।
-
UNCLOS ১৯৮২ অনুযায়ী, এই দূরত্ব ১২ নটিক্যাল মাইল।
সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone – EEZ)
-
UNCLOS ১৯৮২ অনুযায়ী, উপকূলীয় দেশের অধিকার থাকে সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের।
-
এই অঞ্চলে উপকূলীয় দেশ একচেটিয়া অর্থনৈতিক অধিকার (যেমন: মাছ ধরার, তেল-গ্যাস অনুসন্ধান ইত্যাদি) ব্যবহার করতে পারে।
-
EEZ তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হয়।
মহীসোপান (Continental Shelf)
-
মহীসোপান হলো মহাদেশের সেই অংশ যা সমুদ্রের পানির মধ্যে বিস্তৃত থাকে এবং গভীরতা তুলনামূলকভাবে কম।
-
UNCLOS ১৯৮২ অনুযায়ী, উপকূলীয় দেশ সাধারণভাবে তার মহীসোপান তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল বা ২৫০০ মিটার গভীর সমুদ্র তল থেকে ১০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত করতে পারে।
উৎস: UNCLOS ওয়েবসাইট
0
Updated: 1 month ago