যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
A
ফ্লোরিডা
B
হাইতি
C
কিউবা
D
জ্যামাইকা
উত্তরের বিবরণ
গুয়ানতানামো বে
-
গুয়ানতানামো বে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার, যা আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত।
-
এখানে মার্কিন আইন-কানুন ও মানবাধিকারের নিয়ম এড়িয়ে বন্দিদের রাখা হয়।
-
১৯০৩ সালের হাভানা চুক্তি অনুযায়ী কিউবার কাছ থেকে ইজারায় নেওয়া এই এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হয়।
-
কারাগারটি বন্দিদের ওপর কঠোর এবং অমানবিক আচরণের জন্য কুখ্যাত।
-
গুয়ানতানামো বে কারাগারের মধ্যে ক্যাম্প সেভেন হলো সবচেয়ে সুরক্ষিত এবং গোপনীয় একটি শিবির।
-
‘নাইন-ইলেভেন’ হামলার পর, ২০০২ সালের ১১ জানুয়ারি মার্কিন সরকার কিউবায় এই কারাগার চালু করে।
-
যদিও কিউবার মালিকানায় রয়েছে, এখানে মার্কিন নৌবাহিনী কার্যক্রম চালায়।
-
পরে মার্কিন সামরিক বিভাগ এই কারাগার বন্ধ করার ঘোষণা দেয়।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?
Created: 2 months ago
A
ভারত
B
চীন
C
মিয়ানমার
D
আফগানিস্তান
চীন: সর্বাধিক সীমান্তবর্তী দেশ
চীন, যা পূর্ব এশিয়ায় অবস্থিত, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এর রাজধানী বেইজিং এবং সরকারি মুদ্রা ইউয়ান। দেশের প্রধান ভাষা মান্দারিন এবং আইনসভা হলো ন্যাশনাল পিপলস কংগ্রেস। বর্তমানে রাষ্ট্রপতি শি জিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
চীনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এর বৃহৎ সংখ্যক প্রতিবেশী দেশ। চীনের সঙ্গে মোট ১৪টি দেশের স্থল সীমান্ত আছে। এই দেশগুলো হলো:
-
আফগানিস্তান
-
ভুটান
-
ভারত
-
কাজাখস্তান
-
কিরগিজস্তান
-
লাওস
-
মঙ্গোলিয়া
-
মায়ানমার
-
নেপাল
-
উত্তর কোরিয়া
-
পাকিস্তান
-
রাশিয়া
-
তাজিকিস্তান
-
ভিয়েতনাম
তুলনামূলকভাবে, ভারতের সঙ্গে ৮টি দেশ, মিয়ানমারের সঙ্গে ৫টি দেশ এবং আফগানিস্তানের সঙ্গে ৬টি দেশের সীমান্ত রয়েছে।
সর্বাধিক সংখ্যক প্রতিবেশী দেশ দ্বারা পরিবেষ্টিত রাষ্ট্রের তালিকা:
-
চীন – ১৪টি দেশ
-
রাশিয়া – ১৪টি দেশ
-
ব্রাজিল – ১০টি দেশ
-
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র – ৯টি দেশ
-
জার্মানি – ৯টি দেশ
উৎস: WorldAtlas
0
Updated: 2 months ago
Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
Created: 1 month ago
A
৫ মে ২০২০
B
৪ জুন ২০২০
C
৬ জুলাই ২০২০
D
৮ আগষ্ট ২০২০
২০২০ সালের ৪ জুন যুক্তরাজ্য সরকারের উদ্যোগে গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয়। এটি ছিল একটি আন্তর্জাতিক সম্মেলন, যেখানে বিশ্বব্যাপী ভ্যাকসিনের প্রাপ্যতা ও টিকাদান কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
-
তারিখ: ৪ জুন, ২০২০
-
আয়োজক: যুক্তরাজ্য সরকার
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিত করা এবং টিকাদান কর্মসূচি শক্তিশালী করা
0
Updated: 1 month ago
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
Created: 1 month ago
A
ভারতীয় জনতা পার্টি
B
কমুনিস্ট পার্টি
C
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
D
বহুজন সমাজ পার্টি
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। এটি ছিল ভারতবর্ষের সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন।
-
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে।
-
এর প্রতিষ্ঠাতা ছিলেন ইংরেজ প্রশাসনিক কর্মকর্তা অ্যালান অক্টাভিয়ান হিউম।
-
প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী।
-
এর আগে সুরেন্দ্রনাথ ব্যানার্জী ১৮৭৬ সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন, যা কংগ্রেস গঠনের পথ সুগম করেছিল।
অতএব, ভারতীয় উপমহাদেশের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
উৎস: Encyclopedia Britannica
0
Updated: 1 month ago