যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
A
ফ্লোরিডা
B
হাইতি
C
কিউবা
D
জ্যামাইকা
উত্তরের বিবরণ
গুয়ানতানামো বে
-
গুয়ানতানামো বে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার, যা আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত।
-
এখানে মার্কিন আইন-কানুন ও মানবাধিকারের নিয়ম এড়িয়ে বন্দিদের রাখা হয়।
-
১৯০৩ সালের হাভানা চুক্তি অনুযায়ী কিউবার কাছ থেকে ইজারায় নেওয়া এই এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হয়।
-
কারাগারটি বন্দিদের ওপর কঠোর এবং অমানবিক আচরণের জন্য কুখ্যাত।
-
গুয়ানতানামো বে কারাগারের মধ্যে ক্যাম্প সেভেন হলো সবচেয়ে সুরক্ষিত এবং গোপনীয় একটি শিবির।
-
‘নাইন-ইলেভেন’ হামলার পর, ২০০২ সালের ১১ জানুয়ারি মার্কিন সরকার কিউবায় এই কারাগার চালু করে।
-
যদিও কিউবার মালিকানায় রয়েছে, এখানে মার্কিন নৌবাহিনী কার্যক্রম চালায়।
-
পরে মার্কিন সামরিক বিভাগ এই কারাগার বন্ধ করার ঘোষণা দেয়।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
Created: 1 month ago
A
ভারতীয় জনতা পার্টি
B
কমুনিস্ট পার্টি
C
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
D
বহুজন সমাজ পার্টি
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। এটি ছিল ভারতবর্ষের সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন।
-
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে।
-
এর প্রতিষ্ঠাতা ছিলেন ইংরেজ প্রশাসনিক কর্মকর্তা অ্যালান অক্টাভিয়ান হিউম।
-
প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী।
-
এর আগে সুরেন্দ্রনাথ ব্যানার্জী ১৮৭৬ সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন, যা কংগ্রেস গঠনের পথ সুগম করেছিল।
অতএব, ভারতীয় উপমহাদেশের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
উৎস: Encyclopedia Britannica
0
Updated: 1 month ago
EURO is the currency of -
Created: 2 months ago
A
Asia
B
Europe
C
America
D
Africa
ইউরো মুদ্রা
-
ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) অনেক দেশ মিলিয়ে ব্যবহৃত একক মুদ্রা।
-
ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
-
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (European Central Bank) ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলে ইউরো মুদ্রা চালু করে।
-
ইউরো মুদ্রা € প্রতীক দিয়ে প্রকাশ করা হয়।
ইতিহাস ও দেশসমূহ
-
১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ প্রথমবার ইউরো ব্যবহার শুরু করে:
অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো, ভ্যাটিকান সিটি। -
পরবর্তী বছরগুলোতে আরও দেশ ইউরো গ্রহণ করে:
-
২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা
-
২০১৫ সালে লিথুয়ানিয়া
-
২০২৩ সালে ক্রোয়েশিয়া, যা ২০তম দেশ হিসেবে ইউরো গ্রহণ করে।
-
বর্তমানে ইউরো ব্যবহারকারী ২০টি দেশ:
অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া।
উৎস: European Union ওয়েবসাইট
0
Updated: 2 months ago
'The One Big Beautifull Bill Act' এ USA হতে remittance প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে?
Created: 1 month ago
A
৫%
B
৩%
C
১%
D
২%
'The One Big Beautiful Bill Act' যুক্তরাষ্ট্রে পাসকৃত একটি বিতর্কিত আইন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনায় সামনে আসে এবং এতে remittance বা বিদেশে অর্থ পাঠানোর ওপর কর আরোপ করা হয়।
এই বিলটি ২০২৫ সালের জুলাই মাসে কংগ্রেসে পাস হয় এবং ৪ জুলাই স্বাক্ষরিত হয়।
মূলত কর নীতি, ব্যয় সংকোচন এবং সামরিক ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধিই ছিল এর প্রধান উদ্দেশ্য। নিচে মূল তথ্যগুলো দেওয়া হলো:
-
নতুন কর ব্যবস্থা: শুরুতে প্রস্তাব করা হয়েছিল বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ৫% কর। পরবর্তীতে তা কমিয়ে ৩.৫% করা হয় এবং সর্বশেষ ১% কর ধার্য করা হয়।
-
কংগ্রেসে পাস: ১ জুলাই, ২০২৫ তারিখে সিনেটে এটি পাস হয় এবং প্রতিনিধি পরিষদে ২১৮–২১৪ ভোটে অনুমোদিত হয়।
-
ব্যয় সংকোচন: স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে ব্যয় কমানো হয়।
-
অভিবাসন নীতি: অবৈধ অনুপ্রবেশ রোধ ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা সীমান্ত প্রাচীর নির্মাণ ও সীমান্তে পুলিশ সংখ্যা বাড়াতে ব্যবহৃত হবে।
-
সামরিক খাতে বিনিয়োগ: সামরিক খাতে বরাদ্দ ধরা হয় ১৫৩ বিলিয়ন মার্কিন ডলার, বিশেষ করে মিসাইল, যুদ্ধজাহাজ ও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য।
-
জ্বালানি খাতে নীতি পরিবর্তন: জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াতে বাজেট বরাদ্দ করা হয়। ট্রাম্পের প্রচারে দেওয়া স্লোগান “Drill Baby Drill” বাস্তবায়নের জন্য খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনে নতুন বিনিয়োগ নির্ধারণ করা হয়।
-
বিকল্প শক্তি ও পরিবেশনীতি: পূর্বে বিকল্প শক্তি ও ইলেকট্রিক গাড়ির জন্য যে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা হয়। পরিবেশবিদেরা বিশেষভাবে উদ্বিগ্ন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের এই পরিকল্পনা নিয়ে।
0
Updated: 1 month ago