Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন-

Edit edit

A

৩ ভাগে

B

৪ ভাগে

C

৫ ভাগে

D

৬ ভাগে

উত্তরের বিবরণ

img

চাপসৃষ্টিকারী গোষ্ঠী

রাষ্ট্রবিজ্ঞানে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়, তা নিয়ে পণ্ডিতদের মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়।

  • কেউ একে স্বার্থকামী গোষ্ঠী বলেছেন,

  • কেউ আবার রাজনৈতিক গোষ্ঠী বা মনোভাবকেন্দ্রিক গোষ্ঠী বলেও উল্লেখ করেছেন।

🔹 অধ্যাপক ফাইনার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে লবি (Lobby) হিসেবে ব্যাখ্যা করেছেন।
🔹 অধ্যাপক এলান পটার একে সুসংবদ্ধ গোষ্ঠী বলে আখ্যায়িত করেছেন।
যেমন: শিক্ষক সমিতি, ব্যবসায়ী সমিতি, ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংঘ ইত্যাদি।

অধ্যাপক এলান আর. বল এর মতে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী গড়ে ওঠে সমমনোভাবাপন্ন সদস্যদের মিলিত প্রচেষ্টায়। তিনি এ ধরনের গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন—

  1. স্বার্থকারী গোষ্ঠী (Interest Group)

  2. সমদৃষ্টিসম্পন্ন গোষ্ঠী (Attitude Group)

অধ্যাপক মাইরন উহনার বলেছেন—
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক স্বেচ্ছাসেবী সংগঠন, যা সরকারী কাঠামোর বাইরে থেকে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এর উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তা নির্বাচন, নিয়োগ কিংবা সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে প্রভাব ফেলা।

অধ্যাপক অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরণের স্বার্থকামী গোষ্ঠী হিসেবে দেখেছেন। তাঁদের মতে, সমাজে বিদ্যমান এসব গোষ্ঠীকে চার ভাগে ভাগ করা যায়—

  1. স্বতঃস্ফূর্ত স্বার্থকামী গোষ্ঠী,

  2. সংগঠনভিত্তিক স্বার্থকামী গোষ্ঠী,

  3. অসংগঠিত স্বার্থকামী গোষ্ঠী,

  4. প্রাতিষ্ঠানিক স্বার্থকামী গোষ্ঠী।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, স্নাতক শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?

Created: 2 weeks ago

A

নেপাল

B

ভারত 

C

ভুটান 

D

মালদ্বীপ

Unfavorite

0

Updated: 2 weeks ago

আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান 'স্টিলথ ড্রোন'টি কী?

Created: 3 weeks ago

A

বোমারু বিমান চালিত

B

মিগ চালিত 

C

হেলিকপ্টার চালিত 

D

শক্তিশালী রকেট চালিত

Unfavorite

0

Updated: 3 weeks ago

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে- 

Created: 1 week ago

A

IPCC 

B

COP 21 

C

Green Peace 

D

Sierra Club

Unfavorite

0

Updated: 1 week ago

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD