A
৩ ভাগে
B
৪ ভাগে
C
৫ ভাগে
D
৬ ভাগে
উত্তরের বিবরণ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী
রাষ্ট্রবিজ্ঞানে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়, তা নিয়ে পণ্ডিতদের মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়।
-
কেউ একে স্বার্থকামী গোষ্ঠী বলেছেন,
-
কেউ আবার রাজনৈতিক গোষ্ঠী বা মনোভাবকেন্দ্রিক গোষ্ঠী বলেও উল্লেখ করেছেন।
🔹 অধ্যাপক ফাইনার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে লবি (Lobby) হিসেবে ব্যাখ্যা করেছেন।
🔹 অধ্যাপক এলান পটার একে সুসংবদ্ধ গোষ্ঠী বলে আখ্যায়িত করেছেন।
যেমন: শিক্ষক সমিতি, ব্যবসায়ী সমিতি, ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংঘ ইত্যাদি।
অধ্যাপক এলান আর. বল এর মতে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী গড়ে ওঠে সমমনোভাবাপন্ন সদস্যদের মিলিত প্রচেষ্টায়। তিনি এ ধরনের গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন—
-
স্বার্থকারী গোষ্ঠী (Interest Group)
-
সমদৃষ্টিসম্পন্ন গোষ্ঠী (Attitude Group)
অধ্যাপক মাইরন উহনার বলেছেন—
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক স্বেচ্ছাসেবী সংগঠন, যা সরকারী কাঠামোর বাইরে থেকে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এর উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তা নির্বাচন, নিয়োগ কিংবা সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে প্রভাব ফেলা।
অধ্যাপক অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরণের স্বার্থকামী গোষ্ঠী হিসেবে দেখেছেন। তাঁদের মতে, সমাজে বিদ্যমান এসব গোষ্ঠীকে চার ভাগে ভাগ করা যায়—
-
স্বতঃস্ফূর্ত স্বার্থকামী গোষ্ঠী,
-
সংগঠনভিত্তিক স্বার্থকামী গোষ্ঠী,
-
অসংগঠিত স্বার্থকামী গোষ্ঠী,
-
প্রাতিষ্ঠানিক স্বার্থকামী গোষ্ঠী।
উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, স্নাতক শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
Created: 2 weeks ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
মালদ্বীপ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
নেপালকে ১৯৬২ ও ১৯৯০ সালের সংবিধানের মাধ্যমে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। ২০০৭ সালের জানুয়ারিতে, অন্তর্বর্তীকালীন সংসদের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হলেও,
তখন ধর্মের স্বাধীনতাকে বিশেষভাবে প্রভাবিত করে এমন কোনো আইন পরিবর্তন করা হয়নি। তবে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, এবং এর পর নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংবিধানে চিহ্নিত করা হয়।
- অপশনের ৪টি রাষ্ট্র সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।
উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান 'স্টিলথ ড্রোন'টি কী?
Created: 3 weeks ago
A
বোমারু বিমান চালিত
B
মিগ চালিত
C
হেলিকপ্টার চালিত
D
শক্তিশালী রকেট চালিত
স্টিলথ ড্রোন
-
ড্রোন হলো এমন একটি বিমান যা মানুষের সাহায্য ছাড়া উড়তে পারে।
-
এটি সাধারণত Unmanned Aerial Vehicle (UAV) বা Remotely Piloted Aerial System (RPAS) নামেও পরিচিত।
-
অন্যান্য বিমানগুলোর তুলনায় ড্রোনের আকার ছোট এবং এটি মানুষ দ্বারা চালিত হয় না।
বিশেষ তথ্য:
-
যুক্তরাষ্ট্রের স্টিলথ ড্রোন মূলত একটি বোমা বহন করতে সক্ষম বিমান।
উৎস: The War Zone

0
Updated: 3 weeks ago
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
Created: 1 week ago
A
IPCC
B
COP 21
C
Green Peace
D
Sierra Club
IPCC (Intergovernmental Panel on Climate Change)
-
পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change
-
প্রতিষ্ঠা: ১৯৮৮ সালে জাতিসংঘের দুই সংস্থা – বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) – এর যৌথ উদ্যোগে।
-
সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
চেয়ারম্যান: জিম স্কেয়া
-
উদ্দেশ্য: IPCC-এর কাজ হলো বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি, অভিযোজন এবং প্রশমন কৌশল নিয়ে নিয়মিত মূল্যায়ন প্রদান করা। এটি মানুষের কর্মকাণ্ডের ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নিয়ে যায়।
উৎস: IPCC ওয়েবসাইট।

0
Updated: 1 week ago