শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
A
ত্রিঙ্কোমালী
B
হাম্বানটোটা
C
গল বন্দর
D
পোর্ট অব কলম্বো
উত্তরের বিবরণ
শ্রীলংকা
-
শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
-
এটি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এবং আরব সাগরের দক্ষিণ-পূর্বে।
-
রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
-
বৃহত্তম শহর: কলম্বো।
-
মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।
গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর
শ্রীলঙ্কার দক্ষিণে কলম্বোর পরে হাম্বানটোটা সমুদ্রবন্দর দ্বিতীয় বৃহত্তম বন্দর। এটি ৯ ডিসেম্বর ২০১৭ সালে চীনের কাছে ৯৯ বছরের জন্য লিজে দেওয়া হয়। বন্দরটি কখনও কখনও মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামে পরিচিত।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়?
Created: 1 month ago
A
UNO
B
NAM
C
GATT
D
ASEAN
জাতিসংঘ (United Nations Organization)
-
জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা।
-
এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
-
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন ১৯৪৫, স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
-
কার্যক্রম শুরু হয়: ২৪ অক্টোবর ১৯৪৫ → এ দিনটিই জাতিসংঘ দিবস।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১টি রাষ্ট্র, বর্তমানে সদস্য সংখ্যা ১৯৩টি।
-
সর্বশেষ যোগ দেওয়া দেশ: দক্ষিণ সুদান।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
ভাষা
-
দাপ্তরিক ভাষা: ৬টি → ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।
-
কার্যকরী ভাষা: ইংরেজি ও ফরাসি।
বিশেষ তথ্য
-
স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র: ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
-
মূল অঙ্গসংস্থা: ৬টি (সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত, সচিবালয়, ট্রাস্টিশিপ কাউন্সিল)।
-
১৯৯৫ সালে জাতিসংঘ তার ৫০ বছর পূর্তি বা গোল্ডেন জুবিলি উদযাপন করে।
উৎস: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 1 month ago
নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
Created: 2 months ago
A
UNDP
B
UNESCO
C
UNICEF
D
UNCTAD
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
-
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
-
এটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো-এর ৩০তম সাধারণ সম্মেলনে এইভাবে ঘোষিত হয়।
ইউনেস্কো (UNESCO) সংক্ষেপে
-
পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization।
-
এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
-
সংবিধান স্বাক্ষরিত হয় ১৬ নভেম্বর ১৯৪৫ এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬।
-
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
-
বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)
-
সদস্য দেশ সংখ্যা: ১৯৪
-
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশের কাজও করে।
বাংলাদেশ ও ইউনেস্কো
-
বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
-
ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
-
এছাড়াও বাংলাদেশে পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।
উৎস: UNESCO ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
Alliance যে দেশভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন -
Created: 1 month ago
A
যুক্তরাজ্যের
B
যুক্তরাষ্ট্রের
C
কানাডার
D
ইউরোপিয়ান ইউনিয়নের
Alliance (অ্যালায়েন্স)
যুক্তরাষ্ট্রভিত্তিক পোশাক ব্র্যান্ডগুলোর সংগঠন “Alliance” মূলত একটি পূর্ণ-পরিষেবা পোশাক সোর্সিং সলিউশন কোম্পানি। তারা বিশ্বব্যাপী সক্রিয় পোশাক, ফ্যাশন এবং স্পোর্টসওয়্যার খাতে কাজ করে।
অ্যালায়েন্স গঠিত হয়েছে বিশ্বের ২৮টি পরিচিত ব্র্যান্ডের সমন্বয়ে এবং এর কার্যক্রমের মেয়াদ পাঁচ বছর। এ সংস্থার মূল লক্ষ্য বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
বিশেষ করে উত্তর আমেরিকার আমদানিকারকরা সম্মিলিতভাবে এই উদ্যোগে অংশ নেয়। বর্তমানে অ্যালায়েন্স সদস্যরা বাংলাদেশের ৭০০-এর বেশি পোশাক কারখানা থেকে তৈরি পণ্য আমদানি করে।
উৎস: Alliance Apparel ওয়েবসাইট
0
Updated: 1 month ago