'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে?
A
মার্থা ন্যুসবাম
B
জোসেফ স্টিগলিটজ
C
অমর্ত্য সেন
D
জন রাউলস
উত্তরের বিবরণ
অমর্ত্য সেন (Amartya Sen)
-
অমর্ত্য সেন একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক, যিনি ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি দারিদ্র ও দুর্ভিক্ষের সমস্যা নিয়ে গভীর গবেষণার জন্য বিশ্বব্যাপী সম্মানিত।
-
অমর্ত্য সেন হার্ভার্ড সোসাইটি অফ ফেলোস, ট্রিনিটি কলেজ, অক্সফোর্ড, এবং ক্যামব্রিজের সিনিয়র ফেলো হিসেবে কাজ করেছেন।
-
১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার ছিলেন।
-
তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটি সংস্থার একজন ট্রাস্টি।
-
প্রথম ভারতীয় শিক্ষাবিদ হিসেবে তিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন।
-
এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
-
২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে ৬০ বছরের কম বয়সী ভারতীয় বীর হিসেবে স্বীকৃতি দেয়।
-
২০১০ সালে তিনি বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন।
লেখক ও গ্রন্থাবলি:
-
অমর্ত্য সেনের লেখা গ্রন্থাবলি ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
-
তার উল্লেখযোগ্য গ্রন্থ The Idea of Justice, যা জন রলসের A Theory of Justice (1971)-এর মূল তত্ত্বগুলোর সমালোচনা ও পরিমার্জন।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
Created: 1 month ago
A
ইইউ
B
ভারত
C
কানাডা
D
চীন
মার্কিন যুক্তরাষ্ট্র
-
আবিষ্কার: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস।
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
-
জাতীয় দিবস: ৪ জুলাই।
-
প্রথম প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
-
বর্তমান অঙ্গরাজ্য সংখ্যা: ৫০ টি (সর্বশেষ যুক্ত অঙ্গরাজ্য: হাওয়াই)।
-
প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টোরাল ভোট: মোট ৫৩৮, ন্যূনতম প্রয়োজন ২৭০।
-
আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ), যার মধ্যে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেট।
-
বর্তমান প্রেসিডেন্ট: জো বাইডেন।
-
স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় ফ্রান্স।
রপ্তানি বাণিজ্য:
যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি বাণিজ্যের দেশগুলো:
-
কানাডা (সবচেয়ে বড় বাজার)
-
মেক্সিকো
-
চীন
-
জাপান
-
যুক্তরাজ্য
উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট
0
Updated: 1 month ago
ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
Created: 1 month ago
A
মালয়েশিয়া
B
ইন্দোনেশিয়া
C
চীন
D
ইংল্যান্ড
ব্যাডমিন্টন একটি বহিরাঙ্গন ক্রীড়া যা একক বা যুগ্মভাবে খেলা হয়। খেলাটি নেট দ্বারা বিভক্ত একটি আয়তাকার কোর্টে র্যাকেট ব্যবহার করে শাটলকর্ক প্রতিদ্বন্দীর কোর্টে পাঠানোর মাধ্যমে স্কোর সংগ্রহের উপর ভিত্তি করে।
-
ব্যাডমিন্টন খেলার উদ্ভব উনিশ শতকের মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারদের দ্বারা হয়।
-
তারা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা ব্যাটলডোর ও শাটলকর্কে নেট যুক্ত করে খেলাটি চালু করেছিলেন।
-
১৮৯৩ সালে ইংল্যান্ডে ‘ব্যাডমিন্টন এসোশিয়েশন’ গঠন করা হয়।
-
খেলার জনপ্রিয়তা বাড়ায় ১৮৯৯ সালে ইংল্যান্ডে পুরুষদের All England Championship অনুষ্ঠিত হয়।
-
ধারাবাহিকতায় ১৯৩৪ সালে International Badminton Federation (I.B.F) গঠিত হয়।
-
মেয়েদের জন্য প্রথম টুর্নামেন্ট আয়োজন করা হয় ১৯৫৭ সালে।
-
১৯৫৯ সালে এশিয়ার কয়েকটি প্রতিনিধি দল মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈঠক করে I.B.F গঠনকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।
-
১৯৩৮ সালে IBF প্রণীত প্রথম নিয়ম ও নিয়মাবলী প্রকাশিত হয়।
-
নিয়মাবলী পরবর্তীতে পরিবর্তিত, সংশোধিত ও সংযোজিত হয়ে ১৯৮৩ সালের মে মাসে পূর্ণতা লাভ করে, যা এখনও কার্যকর রয়েছে।
-
ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা।
অন্য দেশের জাতীয় খেলা:
-
মালয়েশিয়া: সেপাক টার্কো
-
চীন: টেবিল টেনিস
-
ইংল্যান্ড: ক্রিকেট
0
Updated: 1 month ago
Climate Vulnerable Form (CVF) কবে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
২০০৮
B
২০০৯
C
২০১১
D
২০১০
Climate Vulnerable Forum (CVF) মূলত জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এটি প্রথম গঠিত হয় ২০০৯ সালে মালদ্বীপের রাজধানী মালে শহরে।
এই ফোরাম মূলত বৈশ্বিক জলবায়ু আলোচনায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর কণ্ঠস্বর তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠাকাল: ২০০৯ সাল
-
প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ
-
প্রথম উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ
-
বর্তমান সদস্য সংখ্যা: ৭৪টি দেশ
-
বর্তমান সভাপতি: বার্বাডোস
⇒ ২০০৯ সালের COP-15 (Copenhagen Conference) অনুষ্ঠিত হওয়ার আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপে একত্রিত হয়ে এই ফোরাম গঠন করে।
Climate Vulnerable Forum (CVF)-এর উদ্দেশ্য:
-
সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ambitious action নিতে উদ্বুদ্ধ করা
-
গবেষণা ও তথ্য প্রদান করে নীতি নির্ধারণ ও জলবায়ু প্রতিক্রিয়ায় সহায়তা করা
-
বৈশ্বিক জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধি করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সহায়তা করা
0
Updated: 1 month ago