নিচের কোন দেশে ২০২২ সালের G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
A
ইতালি
B
যুক্তরাষ্ট্র
C
ভারত
D
ব্রাজিল (ইন্দোনেশিয়া)
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
0
Updated: 1 month ago
রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন'-এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
Created: 5 months ago
A
১৫০
B
১৫৬
C
১৭৮
D
১৭৯
ধরিত্রী সম্মেলন (Earth Summit)
১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথমবারের মতো জাতিসংঘ আয়োজিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ‘রিও সামিট’, ‘রিও কনফারেন্স’ কিংবা ‘ধরিত্রী সম্মেলন’ নামেও পরিচিত।
এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ চুক্তি গৃহীত হয়, যা পরবর্তীতে ‘কিয়োটো প্রোটোকল’ নামে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এই চুক্তির অন্যতম মূলনীতি ছিল ‘Polluter Pays Principle’ বা ‘দূষণকারীই খরচ বহন করবে’ নীতি।
সম্মেলনের উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে রয়েছে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত রিও ঘোষণা এবং এজেন্ডা ২১, যা টেকসই উন্নয়নের রূপরেখা হিসেবে বিবেচিত।
বিশ্বের ১৭৯টি দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
COP 30 কোথায় অনুষ্ঠিত হবে? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 month ago
A
কাতার
B
ব্রাজিল
C
দক্ষিণ কোরিয়া
D
ফ্রান্সফ্রান্স
কপ (COP) সম্মেলন
-
পূর্ণরূপ: Conference of the Parties
-
উদ্দেশ্য: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নীতি ও পদক্ষেপ নির্ধারণ
-
জলবায়ু পরিবর্তন রোধ
-
কার্বন নির্গমন হ্রাস
-
অভিযোজন কৌশল নির্ধারণ
-
-
প্রথম COP সম্মেলন: ১৯৫৫ সালে, বার্লিন, জার্মানি
COP-৩০ সম্মেলন:
-
স্থান: বেলেম, ব্রাজিল
-
সময়: ১০-২১ নভেম্বর, ২০২৫
উল্লেখযোগ্য তথ্য:
-
COP-২৯ অনুষ্ঠিত হয় আজারবাইজানে
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে অনুষ্ঠিত হচ্ছে
0
Updated: 1 month ago
সম্প্রতি, ফিলিস্তিন ও ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানে জাতিসংঘের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
জেনেভা, সুইজারল্যান্ড
B
প্যারিস, ফ্রান্স
C
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
D
কায়রো, মিশর
দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে, যেখানে ফিলিস্তিন ও ইসরায়েলের দীর্ঘস্থায়ী সংকট নিরসনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই সম্মেলন অনুষ্ঠিত হয় ২৮ থেকে ৩০ জুলাই ২০২৫ তারিখে এবং এর যৌথ সভাপতিত্ব করে ফ্রান্স ও সৌদি আরব।
• প্রায় ১৬০টি রাষ্ট্র সম্মেলনে অংশগ্রহণ করে
• এর মধ্যে ১২৫টি দেশ স্পষ্টভাবে দুই-রাষ্ট্র সমাধান সমর্থন করার ঘোষণা দেয়
• সম্মেলনে যে দাবিগুলো উত্থাপিত হয়:
-
গাজা যুদ্ধের অবসান
-
গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহার
-
ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে অস্থায়ী প্রশাসন গঠন
-
হামাসকে ক্ষমতা থেকে অপসারণ
-
নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন
• ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৪৭ সালে জাতিসংঘে ফিলিস্তিন বিভক্ত করার প্রস্তাব উত্থাপিত হয়
-
১৯৪৮ সালে সিদ্ধান্ত হয় ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্র এবং আরবদের জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার
• বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪২টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে
0
Updated: 1 month ago