A
a
B
an
C
the
D
Zero article
উত্তরের বিবরণ
নিয়ম:
-
Meals-এর আগে সাধারণত a/an ব্যবহার করা হয় না।
-
উদাহরণ: I have breakfast at 8 a.m.
-
এখানে breakfast noun, কিন্তু সাধারণ নামের meal, তাই article লাগে না।
-
-
Meals-এর আগে যদি adjective থাকে, তাহলে a/an ব্যবহার করা হয়।
-
উদাহরণ: We had a good breakfast yesterday.
-
এখানে good adjective, তাই a লাগে।
-
Complete sentence:
-
They prepared a lovely dinner for the guests.
-
এখানে lovely adjective, তাই a বসানো হয়েছে।
Source: Advanced Learner’s by Chowdhury & Hossain

0
Updated: 1 day ago
The sun went down. The underlined word is used here as a/an:
Created: 1 week ago
A
preposition
B
adverb
C
noun
D
conjunction
‘Down’ শব্দের ব্যবহার এবং এর Parts of Speech
প্রদত্ত বাক্য:
-
The sun went down.
এখানে ‘down’ শব্দটি Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ এটি went (verb) কে modify করছে।
‘Down’ শব্দটি বিভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন parts of speech হিসেবে ব্যবহার করা যেতে পারে:
-
Adverb হিসেবে:
-
উদাহরণ: Down went the Titanic. বা The Titanic went down.
-
ব্যাখ্যা: এখানে down ক্রিয়া (went) এর গতি বা অবস্থান নির্দেশ করছে, তাই এটি adverb।
-
-
Adjective হিসেবে:
-
উদাহরণ: The down train is late today.
-
ব্যাখ্যা: এখানে down নাম (train) কে modify করছে, তাই এটি adjective।
-
-
Verb হিসেবে:
-
উদাহরণ: The pilot had to down the aircraft in an emergency landing.
-
ব্যাখ্যা: এখানে down ক্রিয়ার কাজ করছে।
-
-
Preposition হিসেবে:
-
উদাহরণ: Tears ran down her face.
-
ব্যাখ্যা: এখানে down noun her face এর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তাই এটি preposition।
-
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago
"By and by" means-
Created: 1 week ago
A
By the by
B
On the whole
C
Before long
D
Essentially
Idiom: “By and by”
-
Meaning:
-
English: before long; eventually; soon; ultimately; a future time or occasion
-
Bangla: দেখতে দেখতে, অবিলম্বে, অবশেষে, অনতিকাল মধ্যে; পরবর্তী কালে; পরে
-
-
Correct Option: গ) Before long
Related Idioms / Phrases:
-
By the by
-
English: incidentally; by the way (used as a sentence connector)
-
Bangla: প্রসঙ্গক্রমে, যাই হোক
-
-
On the whole
-
English: by and large; mostly; in general
-
Bangla: মোটের উপর
-
-
By nature
-
English: essentially or innately
-
Bangla: স্বভাবতঃ বা সহজাত
-
Sources:
-
Oxford Dictionary
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
Created: 1 month ago
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago