I'd love to come, only I have to work. Here, 'only' is -
A
Noun
B
Adjective
C
Preposition
D
Conjunction
উত্তরের বিবরণ
ব্যাখ্যা
Only (conjunction):
-
English meaning: except that; but
-
Bangla meaning: শুধুমাত্র; কিন্তু
-
দুটি independent clause যুক্ত করতে ব্যবহৃত হয়, যেখানে প্রথমটিতে কোনো ইচ্ছা বা সম্ভাবনা থাকে এবং দ্বিতীয়টিতে সেই ইচ্ছাকে সীমিত বা বাধাগ্রস্ত করে।
Example (Oxford Dictionary অনুযায়ী):
-
I'd love to come, only I have to work.
-
It tastes like chicken, only stronger.
0
Updated: 1 month ago
To travel the world is her dream.
The underlined part of the sentence is a/an—
Created: 1 month ago
A
Conjunctional phrase
B
Adjective phrase
C
Noun phrase
D
Adverb phrase
Noun Phrase (নামপদসমষ্টি)
উদাহরণ: To travel the world is her dream.
-
এখানে “To travel the world” হলো Noun Phrase।
-
কারণ প্রদত্ত phrase টি verb (is) এর subject হিসেবে ব্যবহার হয়েছে এবং Noun এর কাজ সম্পন্ন করছে।
-
সাধারণত, যদি infinitive marker (to + verb) কোনো sentence-এ subject বা object হিসেবে ব্যবহার হয়, তখন তা Noun Phrase হিসেবে গণ্য হয়।
Noun Phrase সংজ্ঞা:
-
যে শব্দসমষ্টি Noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত এটি একটি Noun বা Pronoun-এর কাজ করে।
-
সাধারণত কেবল Adjective দ্বারা modify করা হয়।
Noun Phrase-এর বিভিন্ন ভূমিকা বাক্যে:
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
উৎস:
0
Updated: 1 month ago
Which of the following is closest in meaning to "hoax"?
Created: 1 month ago
A
Authenticity
B
Deception
C
Reality
D
Integrity
• The closest in meaning to 'Hoax' is - Deception.
• Hoax (noun)
English Meaning: a humorous or malicious trick; something intended to deceive.
Bangla Meaning: প্রতারণা; ছল।
অপশন আলোচনা:
- Authenticity - প্রামাণিকতা; সত্যতা।
- Deception - প্রতারণা; ছল।
- Reality - বাস্তবতা; সত্যতা।
- Integrity - সততা; অখণ্ডতা।
Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 1 month ago
Needle : Sewing :: Knife : ?
Created: 2 months ago
A
Cutting
B
Farming
C
Sleeping
D
Reading
Correct Answer: ক) Cutting
ব্যাখ্যা:
-
Needle (সূই) দিয়ে Sewing (সেলাই) করা হয়।
-
Knife হলো ছুরি, যা দিয়ে Cutting (কাটা) করা হয়।
-
সম্পর্ক: tool : function
A needle is used for sewing; a knife is used for cutting.
-
তাই analogical relation অনুযায়ী সঠিক উত্তর হলো Cutting।
Options:
-
ক) Cutting – কাটা ✅
-
খ) Farming – কৃষি কাজ করা
-
গ) Sleeping – ঘুমানো
-
ঘ) Reading – পড়া
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago