The ceiling was embellished ____ flowers and leaves.
A
of
B
in
C
on
D
with
উত্তরের বিবরণ
Complete Sentence:
The ceiling was embellished with flowers and leaves.
Embellish
-
English Meaning: to make something more beautiful by adding something to it.
-
Bangla Meaning: সুন্দর করা; অলংকৃত করা; চুমকি বসানো।
Embellished [with]
-
"অলংকৃত করা" অর্থে Embellished এর সাথে সবসময় with preposition ব্যবহৃত হয়।
-
তাই শূন্যস্থানে with বসানোই সঠিক।
Source:
-
Accessible Dictionary
-
Cambridge Dictionary
0
Updated: 1 month ago
"He died _____ a snake bite." Which preposition fits best?
Created: 2 months ago
A
at
B
in
C
from
D
within
Correct Answer: from
ব্যাখ্যা:
-
“Die from” ব্যবহার করা হয় যখন মৃত্যুর কারণটি কোনো নির্দিষ্ট বাহ্যিক কারণ, যেমন রোগ, দুর্ঘটনা বা বিষক্রিয়া।
-
উদাহরণ বাক্যে: snake bite একটি বাহ্যিক কারণ, অর্থাৎ সে মারা গেছে সাপের কামড়ের কারণে।
-
তাই এখানে from সঠিক।
Die এর সাথে অন্যান্য Preposition ব্যবহার
| Preposition | ব্যবহার | উদাহরণ |
|---|---|---|
| from | বাহ্যিক কারণ বা প্রভাব | He died from a snake bite. / He died from overeating. |
| at | সময় নির্দেশ করতে | He died at 9:30 am. |
| in | দুর্ঘটনায় মারা যাওয়া বা জায়গা, মাস বা বছর | He died in an accident. / He died in 1950. / He died in London. |
| within | সীমিত সময়ের মধ্যে মৃত্যু | He died within five minutes. |
| of | রোগ বা অভ্যন্তরীণ কারণে মৃত্যু | He died of cholera. / Karim died of cancer. |
| for | কোনো আদর্শ বা কারণে মৃত্যু | He died for his country. |
| on | নির্দিষ্ট দিনে বা তাৎক্ষণিক মৃত্যু | He died on the spot. / He died on Monday. |
| between | সময় সীমার মধ্যে মৃত্যু | He died between 9 a.m. to 9:30 a.m. |
📚 Source: Applied English Grammar and Composition by P.C. Das
0
Updated: 2 months ago
What does the interjection "Yikes" express?
Created: 1 month ago
A
Happiness
B
Fear
C
Anger
D
Sadness
Answer: Fear
Yikes (interjection)
-
English Meaning: used to express fear or astonishment; expressing shock and alarm, often for humorous effect.
-
Bangla Meaning: ভয় বা বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয়।
Example Sentence:
-
Yikes! I left my keys inside the house.
Source:
-
Merriam-Webster
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 1 month ago
What is the adjective of 'obey' ?
Created: 1 day ago
A
Obediently
B
Obedience
C
Obedient
D
Obselete
‘Obey’ শব্দটি একটি ক্রিয়া (verb), যার অর্থ হলো মেনে চলা বা আদেশ পালন করা। এই ক্রিয়া থেকে তৈরি বিশেষণ (adjective) হলো ‘Obedient’, যার অর্থ অনুগত বা বিধিবদ্ধভাবে চলার অভ্যাস আছে এমন ব্যক্তি। নিচে শব্দটির ব্যাখ্যা এবং অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ দেওয়া হলো।
Obedient শব্দটি ব্যবহার করা হয় এমন ব্যক্তি বা প্রাণীর জন্য, যারা আদেশ বা নিয়ম মেনে চলে। উদাহরণস্বরূপ: An obedient student always listens to his teacher. এখানে বোঝানো হচ্ছে ছাত্রটি শিক্ষকের নির্দেশ মানে।
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা:
-
Obediently: এটি একটি adverb, যার অর্থ ‘অনুগতভাবে’। এটি adjective নয়, তাই উত্তর হিসেবে সঠিক নয়।
-
Obedience: এটি একটি noun, যার অর্থ ‘অনুগত্য’ বা ‘আজ্ঞাপালন’। এটি ক্রিয়া বা adjective নয়।
-
Obselete: এটি আসলে obsolete শব্দটির ভুল বানান, যার অর্থ ‘পুরোনো’ বা ‘চলতি ব্যবহার থেকে বাদ পড়া’। এটি ‘obey’ শব্দের সাথে কোনো সম্পর্ক নেই।
সারসংক্ষেপে বলা যায়, “obey” থেকে গঠিত adjective হলো ‘obedient’, যা ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা প্রাণীর নিয়ম বা আদেশ মেনে চলার গুণ বোঝাতে।
0
Updated: 1 day ago