The ceiling was embellished ____ flowers and leaves.
A
of
B
in
C
on
D
with
উত্তরের বিবরণ
Complete Sentence:
The ceiling was embellished with flowers and leaves.
Embellish
-
English Meaning: to make something more beautiful by adding something to it.
-
Bangla Meaning: সুন্দর করা; অলংকৃত করা; চুমকি বসানো।
Embellished [with]
-
"অলংকৃত করা" অর্থে Embellished এর সাথে সবসময় with preposition ব্যবহৃত হয়।
-
তাই শূন্যস্থানে with বসানোই সঠিক।
Source:
-
Accessible Dictionary
-
Cambridge Dictionary
0
Updated: 1 month ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Questionnairre
B
Questionnaire
C
Questionaire
D
Questionnair
Correct spelling: খ) Questionnaire
Questionnaire (noun)
-
English Meaning: A set of questions for obtaining statistically useful or personal information from individuals.
-
Bangla Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপে ব্যবহৃত প্রশ্নমালা।
Example sentences:
-
The point of the questionnaire was not to achieve a balance of opinion.
-
Those who completed and returned the informed consent document received the questionnaire.
উৎস:
0
Updated: 1 month ago
The chef prepared the dish delicately.
Here, the adverb 'delicately' is an example of –
Created: 2 months ago
A
Adverb of place
B
Adverb of time
C
Adverb of manner
D
Adverb of frequency
Adverb of Manner:
- যে adverb কোনো কাজ কিভাবে (how) সম্পন্ন হয় তা ব্যাখ্যা করে, তাকে Adverb of manner বলে।
→ উল্লিখিত বাক্যে "delicately" ক্রিয়া "prepared" কে modify করছে এবং কাজটি কীভাবে (সূক্ষ্মভাবে) সম্পন্ন হয়েছে তা বোঝাচ্ছে।
- এটি "The chef prepared the dish how?" প্রশ্নের উত্তর দেয় (উত্তর: delicately/সূক্ষ্মভাবে)।
- বেশিরভাগ Adverb of manner "-ly" প্রত্যয়ে শেষ হয় (যেমন: clearly, delicately, quickly), তবে fast, hard, well ইত্যাদিও এর অন্তর্ভুক্ত।
- এখানে, 'delicately' বলছে "কীভাবে" (how) the chef prepared the dish → অর্থাৎ, he prepared it in a delicate manner.
→ তাই এটি Adverb of Manner.
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
খ) Adverb of place: স্থান বোঝায় (যেমন: outside, here).
গ) Adverb of frequency: পুনরাবৃত্তি বোঝায় (যেমন: often, never).
ঘ) Adverb of time: সময় বোঝায় (যেমন: yesterday, now).
0
Updated: 2 months ago
In the sentence, "She is singing beautifully," the word "beautifully" is a/an -
Created: 2 months ago
A
Pronoun
B
Adjective
C
Adverb
D
Preposition
Correct Answer: Adverb.
• Adverb of manner: যে ধরনের adverb কোনো কাজ কীভাবে (how) সম্পন্ন হয়েছে তা নির্দেশ করে।
"How?" বা "কীভাবে?" প্রশ্নের উত্তর যেসব শব্দ দেয়, সেগুলো Adverb of manner।
→ বাক্যের "beautifully" শব্দটি গান গাওয়ার ধরন বা কীভাবে (how) গান গাওয়া হচ্ছে তা নির্দেশ করছে।
- এটি "She is singing how?" প্রশ্নের উত্তর হিসেবে কাজ করে এবং কাজটি সম্পন্ন হওয়ার ধরন নির্দেশ করে।
→ এই বাক্যে, "beautifully" শব্দটি "singing" ক্রিয়াকে বর্ণনা করছে (কেমনভাবে গান গাওয়া হচ্ছে?)।
- তাই এটি Adverb of manner।
- সুতরাং, "beautifully" একটি Adverb।
Example Sentences:
They danced gracefully.
He answered the question confidently.
We walked slowly to the park.
0
Updated: 2 months ago