নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
A
BIMSTEC
B
CICA
C
IORA
D
SAARC
উত্তরের বিবরণ
BIMSTEC (বিমসটেক)
-
BIMSTEC হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগী সংগঠন।
-
এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation।
-
প্রথমে এটি BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation) নামে গঠিত হয়।
-
পরে মায়ানমার যুক্ত হলে নাম পরিবর্তিত হয়ে BIMSTEC হয়। পরবর্তীতে নেপাল ও ভুটান যোগ দেওয়ার মাধ্যমে বর্তমান কাঠামো পায়।
এক নজরে BIMSTEC
-
প্রতিষ্ঠা: ৬ জুন, ১৯৯৭
-
প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড
-
সদস্য: ৭টি দেশ
-
সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ
বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তর
-
IJSG (International Jute Study Group)
-
CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific)
-
BIMSTEC Secretariat
-
SAARC Agricultural Centre ইত্যাদি
অন্যান্য সংস্থার সদরদপ্তর
-
CICA (Conference on Interaction and Confidence-Building Measures in Asia) → নুরসুলতান, কাজাখস্তান
-
IORA (Indian Ocean Rim Association) → এবেনে, মরিশাস
-
SAARC (South Asian Association for Regional Co-operation) → কাঠমুণ্ডু, নেপাল
তথ্যসূত্র: BIMSTEC, SAARC, IORA, CICA এবং সংশ্লিষ্ট সংস্থার সরকারি ওয়েবসাইট
0
Updated: 1 month ago
বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি?
Created: 2 weeks ago
A
তথ্য মন্ত্রণালয়
B
প্রেস কাউন্সিল
C
বিটিআরসি
D
বাংলাদেশ টেলিভিশন
বাংলাদেশের সর্ববৃহৎ গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে প্রেস কাউন্সিল অ্যাক্ট এর মাধ্যমে, যার মূল লক্ষ্য সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও মানোন্নয়ন নিশ্চিত করা।
এটি একটি আধা-বিচারিক সংস্থা, যা সাংবাদিকতা ও গণমাধ্যমের পেশাগত মান বজায় রাখতে কাজ করে।
প্রেস কাউন্সিলের মূল কার্যাবলি হলো:
• সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোর স্বাধীনতা বজায় রাখতে সহায়তা করা।
• সংবাদপত্র, সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য উচ্চ পেশাগত মান অনুযায়ী আচরণবিধি প্রণয়ন করা।
• সাংবাদিকদের মাধ্যমে জনগণের উচ্চমানের রুচি ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করা।
• সাংবাদিকদের মধ্যে দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা গঠন করা।
• জনস্বার্থে তথ্য প্রচারে বাধা সৃষ্টি করে এমন উন্নয়নসমূহ পর্যালোচনা ও মূল্যায়ন করা।
• সাংবাদিকদের জন্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা প্রদান করা।
0
Updated: 2 weeks ago
বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
Created: 3 months ago
A
টঙ্গি
B
কোনাবাড়ি
C
যশোর
D
গাজীপুর
শিশু উন্নয়ন কেন্দ্র (সংশোধন প্রতিষ্ঠান)
শিশু আইন, ২০১৩ অনুযায়ী আইনের সঙ্গে জড়িত কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা শিশুদের জন্য সরকার শিশু উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে থাকে।
এসব প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ওইসব শিশুদের ব্যক্তিত্ব ও আচরণিক বিকাশ ঘটিয়ে সমাজে তাদের ইতিবাচকভাবে পুনঃস্থাপন নিশ্চিত করা।
এই কেন্দ্রগুলোতে বিভিন্নভাবে শিশুদের পূর্ণাঙ্গ মানসিক ও সামাজিক বিকাশের জন্য সহায়তা প্রদান করা হয়—যেমন: কেইস ওয়ার্ক, গাইডেন্স ও কাউন্সেলিং।এসব প্রক্রিয়ার মাধ্যমে শিশুদের ব্যক্তিত্ব গঠনে ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ করা হয়।
বর্তমানে বাংলাদেশে মোট তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে দুটি শুধুমাত্র বালকদের জন্য এবং একটি কিশোরী (বালিকা) সংশোধন প্রতিষ্ঠান। উল্লেখযোগ্যভাবে, দেশের একমাত্র কিশোরী সংশোধন কেন্দ্রটি গাজীপুর জেলার কোনাবাড়িতে অবস্থিত।
তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র নিম্নরূপ:
-
শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) – টঙ্গী, গাজীপুর
-
শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) – কোনাবাড়ী, গাজীপুর
-
শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) – পুলেরহাট, যশোর
তথ্যসূত্র: সমাজসেবা অধিদপ্তর
0
Updated: 3 months ago
বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
Created: 3 months ago
A
রাজশাহী
B
ঢাকা
C
চট্টগ্রাম
D
খুলনা
বাংলাদেশ পোস্টাল একাডেমি
বাংলাদেশ পোস্টাল একাডেমি, যা রাজশাহীতে অবস্থিত, দেশের ডাক বিভাগ সংশ্লিষ্ট মানব সম্পদ উন্নয়নের জন্য একটি কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি প্রথমে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ১৯৮৬ সালে এটি আধুনিক কাঠামো ও কার্যক্রমে রূপান্তরিত হয়। একাডেমির মূল লক্ষ্য হলো জাতীয় পর্যায়ে মানব সম্পদ ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখা।
সূত্র: বাংলাদেশ পোস্টাল একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago