A
ইকোলজি
B
ট্যাক্সোনমি
C
অ্যানাটমি
D
মাইক্রোবায়োলজি
উত্তরের বিবরণ
জীবের শ্রেণিবিন্যাস:
-
আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় চার লক্ষ এবং প্রাণীর প্রায় তের লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তবে এ সংখ্যা চূড়ান্ত নয়, কারণ প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে।
-
এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন। জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণিবিন্যাস করার প্রয়োজনীয়তা বহু আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন।
-
এই প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণিবিন্যাসবিদ্যা।
-
শ্রেণিবিন্যাসের মূল লক্ষ্য হলো এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা।
-
শ্রেণিবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিস প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস (1707-1778)।
-
তিনি 1735 সালে উপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভের পর ঐ বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হন।
-
বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ ও জীবের শ্রেণিবিন্যাসে তাঁর আগ্রহ ছিল।
-
তিনিই প্রথম জীবের পূর্ণ শ্রেণিবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন।
-
অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুটি ভাগে বিন্যস্ত করেন, যথা: উদ্ভিদজগৎ এবং প্রাণিজগৎ।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago
নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ?
Created: 1 week ago
A
কাঁকড়া
B
প্রজাপতি
C
ব্যাঙ
D
মশা
প্রাণিজগৎ:
-
প্রাণীদেহের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না।
-
সাধারণত কোষে প্লাস্টিড থাকে না। এজন্য খাদ্যের জন্য প্রাণীরা সরাসরি বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল।
-
উদাহরণ: মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি।
মেরুদণ্ডের উপস্থিতির ভিত্তিতে প্রাণিজগৎ দুই ভাগে বিভক্ত:
১। অমেরুদণ্ডী প্রাণী:
-
যেসব প্রাণীর মেরুদণ্ড নেই, তারা অমেরুদণ্ডী প্রাণী।
-
উদাহরণ: মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো ইত্যাদি।
-
এদের দেহে মেরুদণ্ড বা অভ্যন্তরীণ কঙ্কাল থাকে না।
-
চোখ সরল প্রকৃতির অথবা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে, যাকে পুঞ্জাক্ষি বলা হয়।
-
অমেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে না।
২। মেরুদণ্ডী প্রাণী:
-
যেসব প্রাণীর মেরুদণ্ড আছে, তারা মেরুদণ্ডী প্রাণী।
-
উদাহরণ: মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদি।
-
এদের দেহে মেরুদণ্ড ও অভ্যন্তরীণ কঙ্কাল থাকে।
-
পাখনা বা দুই জোড়া পা থাকে।
-
চোখ সরল প্রকৃতির।
-
মানুষ ছাড়া প্রায় সব মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে।
-
ফুলকা অথবা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে।
উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি

0
Updated: 1 week ago