প্যাপিলোমা ভাইরাসের E6 ও E7 জিন কী কাজ করে?

A

রক্তচাপ কমায়

B

অ্যান্টিবডি তৈরি করে

C

কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে 

D

নিয়ন্ত্রক প্রোটিনকে নিষ্ক্রিয় করে

উত্তরের বিবরণ

img

অস্বাভাবিক কোষ বিভাজন:

  • টিউমারক্যান্সার হলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফল।

  • মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। তবে এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে।

  • কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে টিউমার সৃষ্টি হয় এবং প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলা হয়।

  • ক্যান্সার কোষ এই নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনের ফল।


  • গবেষণায় দেখা গেছে, বিভিন্ন ধরনের রোগজীবাণু, রাসায়নিক পদার্থ কিংবা তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে।

  • সহস্রাধিক জিন ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্ত করা হয়েছে।

    • উদাহরণ: হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামের দুটি জিন এমন কিছু প্রোটিন সৃষ্টি করে, যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুগুলোর কাজ বন্ধ বা স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং সৃষ্টি হয় জরায়ুমুখের টিউমার

  • অনেক সময় এ দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিনের কাজ বন্ধ করে দেয়, ফলে সৃষ্টি হয় ক্যান্সার কোষ বা ক্যান্সার


  • বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে এবং সবই কমবেশি মারাত্মক।

    • যেমন: লিভার, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, ত্বক, কোলন এবং জরায়ু। অর্থাৎ দেহের প্রায় সকল অঙ্গেই ক্যান্সার হতে পারে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?

Created: 1 week ago

A

ইদুঁরের মাধ্যমে

B

মাইটের মাধ্যমে

C

বাতাসের মাধ্যমে

D

পাখির মাধ্যমে

Unfavorite

0

Updated: 1 week ago

HIV ভাইরাস মূলত কোন কোষ ধ্বংস করে? 

Created: 1 month ago

A

প্লেটলেট

B

নিউরন

C

লোহিত রক্ত কণিকা

D


T4 লিম্ফোসাইট ও ম্যাক্রোফেজ

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD