A
so that
B
in case
C
perhaps
D
whether
উত্তরের বিবরণ
Options:
ক) so that: যাহাতে; যদি কেবল।
খ) in case: ঘটনাচক্রে।
গ) perhaps: হয়তো; সম্ভবত।
ঘ) whether: কিনা; কি; যদি; দুইয়ের মধ্যে কোনটা।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে whether বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: She asked me whether I was interested in working for her.

0
Updated: 1 day ago
Who was known as the "Poet of the Poets"?
Created: 3 weeks ago
A
William Shakespeare
B
William Wordsworth
C
Edmund Spenser
D
John Milton
Edmund Spenser-কে বলা হয় "Poet of the Poets", কারণ তিনি পরবর্তী অনেক ইংরেজ কবির অনুপ্রেরণা ছিলেন। তাঁর ভাষার শৈলী, কাব্যিক কৌশল ও কল্পনার বিশালতা ইংরেজি কাব্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
• Edmund Spenser:
- He was known as 'The Poet of the Poets'.
- তিনি Elizabethan Period এর একজন বিখ্যাত সাহিত্যিক।
- তাকে 'The Child of Renaissance and Reformation' বলা হয়।
- তার বিখ্যাত মহাকাব্যের নাম 'The Faerie Queene'.
- 'The Faerie Queene' is one of the greatest long poem in the English literature.
- রানী Elizabeth কে প্রশংসা করে রচিত। এটি Allegory হিসেবে পরিচিত।
• Notable works:
- A View of the Present State of Ireland [Political pamphlet],
- Amoretti [Sequence of sonnets],
- Colin Clouts Come Home Again [Poem],
- Complaints [Poem],
- The Faerie Queene [Poem],
- The Shepheardes Calender [Poem], etc.

0
Updated: 3 weeks ago
The plural form of 'Thesis' is -
Created: 1 week ago
A
Theses
B
Thesess
C
Thisises
D
Thesiss
• Thesis
-
English Meaning: A long piece of writing on a particular subject, especially one that is done for a higher college or university degree.
-
Bangla Meaning: যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব; প্রতিপাদ্য।
-
Plural Form: Theses
• Example Sentence:
-
Their main thesis was that war was inevitable.
-
Bangla Meaning: তাদের প্রধান প্রতিপাদ্য ছিল যে যুদ্ধ অনিবার্য।
-
Source: Cambridge Dictionary

0
Updated: 1 week ago
Masculine form of 'Spinster' -
Created: 2 weeks ago
A
Bachelor
B
Drake
C
Stag
D
Boar
লিঙ্গ অনুযায়ী প্রাণী ও মানুষদের নাম
Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ / বর্ণনা |
---|---|---|
Colt | Filly | অশ্বশাবক |
Hart | Roe | পুরুষ হরিণ |
Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
Bullock | Heifer | এঁড়ে বাছুর / বকনা বাছুর |
Spinster | — | (পুরুষ: Bachelor) অবিবাহিতা মহিলা / চিরকুমারী |
Drake | Duck | পাতিহাঁস / স্ত্রী হাঁস |
Stag | Doe | পুরুষ হরিণ / স্ত্রী হরিণ |
Boar | Sow | শূকর / স্ত্রী শূকর |
Source: Accessible Dictionary

0
Updated: 2 weeks ago