A
Passionate
B
Strong
C
Enthusiastic
D
Zealous
উত্তরের বিবরণ
• Flimsy:
-
English meaning: very thin, or easily broken or destroyed.
-
Bangla meaning: (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) a flimsy excuse/argument, ঠুনকো অজুহাত/যুক্তি।
Options:
ক) Passionate: আবেগপ্রবণ; প্রবল আবেগপূর্ণ।
খ) Strong: শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর।
গ) Enthusiastic: অত্যুৎসাহী।
ঘ) Zealous: উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক।
অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "Flimsy" হলো Strong।
Source: Accessible Dictionary.

0
Updated: 1 day ago
Choose the incorrect spelling.
Created: 1 day ago
A
Conscience
B
Priviledge
C
Harassment
D
Occurrence
Correct Answer: Privilege
(Wrong spelling: Priviledge → Correct spelling: Privilege)
Privilege
-
English Meaning: an advantage that only one person or group of people has, usually because of their position or because they are rich.
-
Bangla Meaning: বিশেষ অধিকার বা সুবিধা, যা কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি, শ্রেণি, পদমর্যাদা বা পদাধিকারীর পক্ষেই ভোগ্য।
Other Options:
ক) Conscience
-
Bangla: বিবেক, নীতিচেতনা; ভালো ও মন্দ পার্থক্য করার অন্তর্গত চেতনা।
গ) Harassment
-
Bangla: হয়রানি; উৎপীড়ন।
ঘ) Occurrence
-
Bangla: ঘটনা।
Source:
-
Accessible Dictionary
-
Cambridge Dictionary

0
Updated: 1 day ago
He worked with all sincerity. The underlined phrase is-
Created: 1 week ago
A
A noun phrase
B
An adjective phrase
C
An infinitive phrase
D
An adverbial phrase
He worked with all sincerity.
উল্লেখিত অংশ (underlined phrase): with all sincerity
Adverbial Phrase
-
যে phrase বাক্যে adverb-এর মতো কাজ করে, তাকে Adverbial Phrase বলা হয়।
-
সহজভাবে বলতে গেলে, যখন আমরা বাক্যের কাজ (verb) কে প্রশ্ন করি—যেমন কখন (when), কোথায় (where), কেন (why), বা কিভাবে (how)—আর তার উত্তর একটি phrase হিসেবে আসে, সেটাই Adverbial Phrase।
প্রদত্ত বাক্যে with all sincerity phrase টি worked ক্রিয়াটিকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে।
-
এটি দেখাচ্ছে কিভাবে সে কাজ করেছিল, তাই এটি Adverbial Phrase হিসেবে চিহ্নিত।
উৎস: Azar, Betty Schrampfer. Understanding and Using English Grammar. 5th Edition. Pearson Education.

0
Updated: 1 week ago
William Blake was a -
Created: 1 day ago
A
Renaissance poet
B
Romantic poet
C
Victorian poet
D
Modern poet
William Blake was a - Romantic poet.
• William Blake:
- ১৭৫৭ সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
- তাকে ইংরেজি সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়।
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল - 'engraver and watercolor artist'
- অর্থাৎ, তিনি খোদাই করে ছবি তৈরী করতেন এবং জলরঙ দিয়ে ছবি আঁকতেন।
- ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতেন।
• Best Works:
- Songs of Innocence,
- Songs of Experience,
- The Marriage of Heaven and Hell,
- Milton a poem,
- The Divine image,
- A Vision of the Last Judgment,
- Jerusalem,
- London,
- The Tyger,
- The Lamb,
- The Everlasting Gospel,
- The First Book of Urizen,
- Vala or The Four Zoas,
- Visions of the daughters of Albion, etc.

0
Updated: 1 day ago