He smiled as though he ____ the lottery.
A
had won
B
won
C
were won
D
wins
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
Frightened: Scream:: Angry: ____?
Created: 3 weeks ago
A
Cry
B
Shiver
C
Sneer
D
yell
Frightened: Scream :: Angry: Yell
-
Frightened: ভীত, আতঙ্কিত বা সন্ত্রস্ত করা; ভয় পাইয়ে দেওয়া।
-
Scream: তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো।
-
Angry: ক্রুদ্ধ, রুষ্ট।
-
Analogical recognition:
-
যখন আমরা ভীত হই, আমরা scream করি।
-
যখন আমরা ক্রুদ্ধ হই, আমরা yell করি।
-
অপশন ব্যাখ্যা:
-
Cry: কাঁদা বা আর্তনাদ করা।
-
Shiver: থর থর কাঁপা; ভয়ে শিউরে ওঠা।
-
Sneer: বিদ্রূপের হাসি দিয়ে অবজ্ঞা প্রকাশ করা।
-
Yell: চিৎকার বা চেঁচানি করা; ডাক।
0
Updated: 3 weeks ago
She herself baked the cake for the party.- Here, 'herself' is
Created: 2 months ago
A
Reflexive pronoun
B
Emphatic pronoun
C
Relative pronoun
D
Reciprocal pronoun
Sentence:
She herself baked the cake for the party.
Analysis:
-
এখানে 'herself' হলো Emphatic pronoun।
Explanation:
-
যখন কোনো কাজের কর্তাকে জোর দিয়ে বা গুরুত্ব দিয়ে দেখাতে চাই, তখন Emphatic pronoun ব্যবহার করা হয়।
-
Example: She herself baked the cake.
-
অর্থ: সে নিজে কেক বেক করেছে।
-
-
এখানে ‘herself’ কেবল subject-কে জোর দিতে এসেছে, কাজের object নয়।
Emphatic pronoun:
-
Reflexive pronouns, যা noun-এর 바로 পরে বসে subject-এর উপর জোর বা গুরুত্ব প্রকাশ করে, তাকে Emphatic pronoun বলা হয়।
-
অর্থাৎ, subject-এর উপর গুরুত্ব আরোপ করার জন্য subject-এর পর যে Reflexive pronoun ব্যবহার করা হয়, সেটিই Emphatic pronoun।
-
প্রদত্ত বাক্যে "herself" pronoun টি "She" subject-এর উপর অতিরিক্ত জোর বা গুরুত্ব আরোপ করেছে।
Reflexive pronoun:
-
Personal pronoun-এর সঙ্গে self / selves যোগ করে গঠিত pronoun।
-
কিছু উদাহরণ: myself, ourselves, yourselves, himself, itself ইত্যাদি।
0
Updated: 2 months ago
Who attacked poetry in The School of Abuse?
Created: 5 months ago
A
Edmund Spenser
B
Stephen Gosson
C
Aristotle
D
John Milton
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।
0
Updated: 5 months ago