A
Gerund
B
Participle
C
Main verb
D
Finite verb
উত্তরের বিবরণ
She found the sleeping dog under the tree.
Here 'sleeping' is a Participle.
-
বাক্যে sleeping শব্দটি dog কে বর্ণনা করছে, অর্থাৎ এটি adjective-এর মতো কাজ করছে।
-
Participle হলো এমন একটি verb form যা adjective হিসেবে কাজ করে।
-
এখানে sleeping হলো present participle।
Definition:
-
A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
-
Participles may function as adjectives, describing or modifying nouns.
-
Participle একই সাথে Verb ও Adjective-এর কাজ করতে পারে।
Types of Participles:
-
Present Participle
-
Example: Do not disturb a sleeping dog.
-
-
Past Participle
-
Example: This is a book written by Charles Dickens.
-
-
Perfect Participle
-
Example: Having eaten rice, he went to bed.
-

0
Updated: 1 day ago
Who wrote The Taming of the Shrew?
Created: 3 weeks ago
A
Christopher Marlowe
B
Thomas Kyd
C
Ben Jonson
D
William Shakespeare
• The Taming of the Shrew
- এটি William Shakespeare রচিত 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- The Taming of the Shrew is one of William Shakespeare's most well-known comedies.
- এই comedy টি ১৫৯০-১৫৯৪ সালের মাঝে কোনো এক সময়ে লেখা এবং ১৬২৩ সালে 'First Folio' -তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই comedy টি Katharina এবং Petruchio -এর মধ্যকার volatile courtship -এর বর্ণনা দেয়, Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে কাথরিনার কিংবদন্তি রাগ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক জিতবে।
• Summary
- কাথরিনা একজন দৃঢ়চেতা এবং তীক্ষ্ণ ভাষায় কথা বলা নারী, যিনি সমাজের নারীদের সম্পর্কে নির্ধারিত প্রত্যাশাগুলির সাথে মানিয়ে চলতে অস্বীকার করেন।
- চালাক Petruchio তাকে বিয়ে করে, এবং তাকে "বশীভূত" করার কাজটি শুরু করে এবং তাকে নিয়ন্ত্রণে আনতে অস্বাভাবিক এবং ধান্ধাবাজি পদ্ধতি ব্যবহার করে।
- একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে, নাটকটি সম্পর্কের জটিলতা এবং বিবাহে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরে।

0
Updated: 3 weeks ago
The literary work 'Kubla Khan' is -
Created: 3 weeks ago
A
A History by Vincent Smith
B
A verse by Coleridge
C
A drama by Oscar Wilde
D
A poem by Wordsworth
Kubla Khan
-
রচয়িতা: Samuel Taylor Coleridge
-
সম্পূর্ণ নাম: Kubla Khan; or, a Vision in a Dream
-
ধরণ: Romantic poem
-
বৈশিষ্ট্য:
-
কবির নিজের ভাষ্য অনুযায়ী, রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন
-
অনেক লাইন স্বপ্নাদিষ্টভাবে এসেছে
-
মূল বিষয়বস্তু: Nature of human genius
-
-
Kublai Khan: Yuan সম্রাট, ক্ষমতায় ১২৬০–১২৯৪
Samuel Taylor Coleridge
-
ইংরেজি lyrical poet, critic, philosopher
-
Lyrical Ballads (with Wordsworth) – English Romantic movement সূচনা
-
Biographia Literaria (1817) – Romantic literary criticism-এ গুরুত্বপূর্ণ
Notable Works:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner

0
Updated: 3 weeks ago
Bertrand Russell is best known for his work in –
Created: 3 weeks ago
A
Romantic poetry
B
Historical novels
C
Philosophy and logic
D
Political speeches
Bertrand Russell (1872–1970)
-
পূর্ণ নাম: Bertrand Arthur William Russell
-
ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ ও সমাজ সংস্কারক
-
Analytic philosophy আন্দোলনের প্রবর্তক
-
Logic, epistemology ও philosophy of mathematics-এ অসামান্য অবদান
-
শিক্ষাগত পটভূমি: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ (দর্শন ও গণিত)
-
নোবেল পুরস্কার (সাহিত্য): 1950
প্রধান রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind

0
Updated: 3 weeks ago